কলকাতা, 15 জানুয়ারি:নতুন পরিচালক হিসেবে একই বছরে পরপর দুটি ছবি মুক্তি কম কথা নয় । আর সেটাই করে দেখালেন মানসী সিনহা । দুর্দান্ত সাফল্য পেয়েছে তাঁর তৈরি প্রথম ছবি 'এটা আমাদের গল্প'। পাশাপাশি দ্বিতীয়টি '5 নম্বর স্বপ্নময় লেন'ও দর্শকের মন কেড়ে নিয়েছে । 20 ডিসেম্বর মুক্তি পায় '5 নম্বর স্বপ্নময় লেন'। প্রেক্ষাগৃহে 25 দিন কাটিয়ে ফেলেছে এই ছবি । আর এবার তিনি নিয়ে আসছেন তাঁর নতুন ছবি 'আয়না মানুষ'। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে । জানা গিয়েছে, এপ্রিল থেকে শুটিং শুরু হবে এই ছবির ।
সোহিনী সরকার ছাড়াও থাকবেন অনামিকা সাহা, বিশ্বনাথ বসু । ইটিভি ভারতের তরফে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ছবির নাম ঠিক করে ফেলেছি, স্টোরি লাইন রেডি, স্ক্রিপ্ট লেখার কাজ চলছে । ছবিতে লোকের বাড়িতে রান্নার কাজ করতে দেখা যাবে সোহিনীকে । আর সোহিনীর শাশুড়ি মায়ের চরিত্রে অনামিকা সাহা । সোহিনীর বরের খোঁজ চলছে । স্ক্রিপ্ট লেখার কাজ চলছে । বিশ্বনাথ বসুর চরিত্রটা চমক হিসেবে থাক । ওটা বলব না । আর অপরাজিতার সঙ্গে মানানসই কোনও চরিত্র থাকলে ওকে বলব । ওকে তো যেমন তেমন চরিত্র দেওয়া যাবে না ।"