ETV Bharat / state

বাংলাদেশ থেকে পাচারের সময় সীমান্তে আটক দেড় কোটির সোনা ! ধৃত পাচারকারী - GOLD SMUGGLING

বিএসএফ সূত্রের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে নদিয়া জেলার বনপুর গ্রামে অভিযান চালানো হয় । পাচারকারীর থেকেই এই বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করা হয় ।

BSF DETAINED ONE INDIAN SMUGGLER WITH GOLD Worth Crores
গুলি চালিয়ে পাকড়াও ভারতীয় পাচারকারী (বিএসএফ সূত্রে পাওয়া ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2025, 7:45 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: ফের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার । গুলি চালিয়ে আটক করা হয়েছে এক সোনা পাচারকারীকেও । ব্রিজের থেকে প্রায় দেড় কোটি টাকার সোনা উদ্ধার করা হয়েছে । এই বিপুল টাকার সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল সে । তাকে আটক করার পাশাপাশি বাজেয়াপ্ত সোনা পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে ।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত 32তম ব্যাটালিয়নের বনপুর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা মঙ্গলবার এই অভিযান চালায় । বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় 4টি সোনার বার, 5টি সোনার বিস্কুট এবং একটি ছোট সোনার টুকরো-সহ এক ভারতীয় পাচারকারীকে আটক করে । বাজেয়াপ্ত সোনার মোট ওজন আনুমানিক 1.745 কেজি, যার আনুমানিক মূল্য 1 কোটি 48 লক্ষ 93 হাজার 575 টাকা ।

BSF DETAINED ONE INDIAN SMUGGLER WITH GOLD Worth Crores
উদ্ধার দেড় কোটির সোনা (বিএসএফ সূত্রে পাওয়া ছবি)

বিএসএফ সূত্রের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে নদিয়া জেলার বনপুর গ্রামে অভিযান চালানো হয় । কারণ, সেখানে একদল চোরাকারবারী বাংলাদেশ থেকে সোনা পাচারের চেষ্টা করছে বলে খবর আছে । এই গোপন তথ্যের ভিত্তিতে, 32তম ব্যাটালিয়নের জওয়ানদের একটি ছোট দল বনপুর সীমান্ত এলাকায় কাঁটাতারের কাছে লুকিয়ে পাচারকারীদের জন্য অপেক্ষা করছিল । কিছুক্ষণ পর, জওয়ানরা সীমান্তবর্তী ফুলবাড়ি (বানপুর) গ্রাম থেকে একজন সন্দেহভাজন ভারতীয় পাচারকারীকে আসতে দেখে । সন্দেহভাজন ব্যক্তি আন্তর্জাতিক সীমান্তে পৌঁছে বাংলাদেশ থেকে ফেলে দেওয়া দু’টি প্যাকেট তুলে নিয়ে যায় ।

সন্দেহভাজন ব্যক্তি প্যাকেটগুলো নিয়ে ফিরে আসতে শুরু করার সঙ্গে সঙ্গেই জওয়ানরা তাকে ঘিরে ফেলে এবং থামার নির্দেশ দেয় । পাচারকারী পালানোর চেষ্টা করে । পাচারকারীকে থামতে সতর্ক করার পাশপাশি শূন্যে এক রাউন্ড গুলি চালায় । তারপরেই পাচারকারীকে বিএসএফ জওয়ানরা ধরে ফেলে । তার থেকেই এই বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করা হয় ।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি এন কে পাণ্ডে বলেন, ‘‘চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিএসএফ ক্রমাগত কঠোর ব্যবস্থা গ্রহণ করছে । এই সফল অভিযান সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধের প্রতি তাঁদের অটল প্রতিশ্রুতি প্রতিফলিত করে ।’’

আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে তিন কোটি টাকার সোনা পাচার ! ধৃত 1

কলকাতা, 19 ফেব্রুয়ারি: ফের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার । গুলি চালিয়ে আটক করা হয়েছে এক সোনা পাচারকারীকেও । ব্রিজের থেকে প্রায় দেড় কোটি টাকার সোনা উদ্ধার করা হয়েছে । এই বিপুল টাকার সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল সে । তাকে আটক করার পাশাপাশি বাজেয়াপ্ত সোনা পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে ।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত 32তম ব্যাটালিয়নের বনপুর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা মঙ্গলবার এই অভিযান চালায় । বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় 4টি সোনার বার, 5টি সোনার বিস্কুট এবং একটি ছোট সোনার টুকরো-সহ এক ভারতীয় পাচারকারীকে আটক করে । বাজেয়াপ্ত সোনার মোট ওজন আনুমানিক 1.745 কেজি, যার আনুমানিক মূল্য 1 কোটি 48 লক্ষ 93 হাজার 575 টাকা ।

BSF DETAINED ONE INDIAN SMUGGLER WITH GOLD Worth Crores
উদ্ধার দেড় কোটির সোনা (বিএসএফ সূত্রে পাওয়া ছবি)

বিএসএফ সূত্রের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে নদিয়া জেলার বনপুর গ্রামে অভিযান চালানো হয় । কারণ, সেখানে একদল চোরাকারবারী বাংলাদেশ থেকে সোনা পাচারের চেষ্টা করছে বলে খবর আছে । এই গোপন তথ্যের ভিত্তিতে, 32তম ব্যাটালিয়নের জওয়ানদের একটি ছোট দল বনপুর সীমান্ত এলাকায় কাঁটাতারের কাছে লুকিয়ে পাচারকারীদের জন্য অপেক্ষা করছিল । কিছুক্ষণ পর, জওয়ানরা সীমান্তবর্তী ফুলবাড়ি (বানপুর) গ্রাম থেকে একজন সন্দেহভাজন ভারতীয় পাচারকারীকে আসতে দেখে । সন্দেহভাজন ব্যক্তি আন্তর্জাতিক সীমান্তে পৌঁছে বাংলাদেশ থেকে ফেলে দেওয়া দু’টি প্যাকেট তুলে নিয়ে যায় ।

সন্দেহভাজন ব্যক্তি প্যাকেটগুলো নিয়ে ফিরে আসতে শুরু করার সঙ্গে সঙ্গেই জওয়ানরা তাকে ঘিরে ফেলে এবং থামার নির্দেশ দেয় । পাচারকারী পালানোর চেষ্টা করে । পাচারকারীকে থামতে সতর্ক করার পাশপাশি শূন্যে এক রাউন্ড গুলি চালায় । তারপরেই পাচারকারীকে বিএসএফ জওয়ানরা ধরে ফেলে । তার থেকেই এই বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করা হয় ।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি এন কে পাণ্ডে বলেন, ‘‘চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিএসএফ ক্রমাগত কঠোর ব্যবস্থা গ্রহণ করছে । এই সফল অভিযান সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধের প্রতি তাঁদের অটল প্রতিশ্রুতি প্রতিফলিত করে ।’’

আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে তিন কোটি টাকার সোনা পাচার ! ধৃত 1

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.