ETV Bharat / state

আচমকা বৃষ্টিতে হিঙ্গলগঞ্জে ধসে গেল 400 ফুট নদী বাঁধ, আতঙ্কিত বাসিন্দারা - RIVER EROSION

যদিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় ৷ তাও নদী ভাঙনের আতঙ্ক পিছু ছাড়ছে না বাসিন্দাদের ৷

ganga erosion
হিঙ্গলগঞ্জে ধসে গেল 400 ফুট নদী বাঁধ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2025, 7:33 PM IST

হিঙ্গলগঞ্জ, 19 ফেব্রুয়ারি: মঙ্গলবার থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি হচ্ছে । বুধবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ এলাকায় আচমকা প্রবল ঝড়বৃষ্টি হয় । তাতে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদারচক লঞ্চঘাট এলাকায় রায়মঙ্গল নদীর 400 ফুট বাঁধে ধসে নদী গর্ভে চলে গিয়েছে । আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা । যদিও ব্লক প্রশাসন দ্রুত বাঁধ মেরামতির আশ্বাস দিয়েছে ।

ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে হিঙ্গলগঞ্জের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বৃষ্টি শুরু হয়েছে । বুধবার সকালে সেই বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ঝড়ও । তুমুল ঝড়-বৃষ্টিতে কয়েকটি জায়গায় গাছ ভেঙে গিয়েছে । জল জমে গিয়েছে বেশকিছু এলাকায় । বৃষ্টির জলে নদী বাঁধ নরম হয়ে গিয়েছিল । তার জেরে এদিন সকালে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদারচক লঞ্চ ঘাটের কাছে আচমকা নদী বাঁধে ফাটল দেখা দেয় । কিছুক্ষণ পর জানা যায়, বাঁধের দীর্ঘ অংশ ধীরে ধীরে নদী গর্ভে চলে যাচ্ছে । ঘণ্টাখানেকের মধ্যে প্রায় 400 ফুট বাঁধ নদীর বুকে নেমে গিয়েছে । তাতে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন ।

নদী বাঁধ ধসে আতঙ্কিত বাসিন্দারা (ইটিভি ভারত)

এই বিষয়ে মহাজী যোগেন মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "এরকম নদী ভাঙন এর আগে কখনও আমি দেখেনি । ঝড়-বৃষ্টিতে সকাল থেকেই উত্তাল রায়মঙ্গল নদী । তারই মধ্যে আচমকা নদীর ছ'ফুট এলাকা জুড়ে পাড় ভেঙে নদী গর্ভে তলিয়ে যেতে শুরু করেছে । যার জেরে যথেষ্ট আতঙ্কের মধ‍্যে রয়েছি । ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, কখন কী হয় এই ভেবে ।"

ganga erosion
বৃষ্টির জলে নদী বাঁধ নরম হয়ে ভেঙে গিয়েছে (নিজস্ব ছবি)

একই সুর শোনা গিয়েছে নদী পাড়ের দুই বাসিন্দা বিশাখা বিশ্বাস ও শুভ বিশ্বাসের গলাতেও । তাঁদের কথায়, "সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে হিঙ্গলগঞ্জের কেদারচক এলাকায় । এরপরই দেখতে পাই, নদীর পাড়ের 400 ফুট এলাকা ধসে গিয়েছে । কিছু গাছপালাও নদী গর্ভে চলে গিয়েছে । নদীর পাড়ে পরিবার নিয়ে বসবাস করতে হয় আমাদের । স্বভাবতই আতঙ্ক হওয়াটা স্বাভাবিক । এখনও প্রশাসনের তরফে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়নি । রাতের দিকে ফের ঝড়-বৃষ্টি হলে ভাঙন আরও বাড়ার আশঙ্কা রয়েছে । প্রশাসনের উচিত নদী ভাঙন ঠেকাতে উদ্যোগী হওয়া ।"

ganga erosion
দুলদুলি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা (নিজস্ব ছবি)

এদিকে, এ নিয়ে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় বলেন, "হিঙ্গলগঞ্জ এলাকায় সকাল থেকে ভারী বৃষ্টি হয়েছে । সঙ্গে ঝড়ও ছিল । নদীবাঁধের ভাঙা অংশ দ্রুত মেরামত করার চেষ্টা চলছে ।"

ganga erosion
ভেঙে নদী গর্ভে চলে গিয়েছে বাঁধ (নিজস্ব ছবি)

হিঙ্গলগঞ্জ, 19 ফেব্রুয়ারি: মঙ্গলবার থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি হচ্ছে । বুধবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ এলাকায় আচমকা প্রবল ঝড়বৃষ্টি হয় । তাতে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদারচক লঞ্চঘাট এলাকায় রায়মঙ্গল নদীর 400 ফুট বাঁধে ধসে নদী গর্ভে চলে গিয়েছে । আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা । যদিও ব্লক প্রশাসন দ্রুত বাঁধ মেরামতির আশ্বাস দিয়েছে ।

ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে হিঙ্গলগঞ্জের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বৃষ্টি শুরু হয়েছে । বুধবার সকালে সেই বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ঝড়ও । তুমুল ঝড়-বৃষ্টিতে কয়েকটি জায়গায় গাছ ভেঙে গিয়েছে । জল জমে গিয়েছে বেশকিছু এলাকায় । বৃষ্টির জলে নদী বাঁধ নরম হয়ে গিয়েছিল । তার জেরে এদিন সকালে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদারচক লঞ্চ ঘাটের কাছে আচমকা নদী বাঁধে ফাটল দেখা দেয় । কিছুক্ষণ পর জানা যায়, বাঁধের দীর্ঘ অংশ ধীরে ধীরে নদী গর্ভে চলে যাচ্ছে । ঘণ্টাখানেকের মধ্যে প্রায় 400 ফুট বাঁধ নদীর বুকে নেমে গিয়েছে । তাতে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন ।

নদী বাঁধ ধসে আতঙ্কিত বাসিন্দারা (ইটিভি ভারত)

এই বিষয়ে মহাজী যোগেন মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "এরকম নদী ভাঙন এর আগে কখনও আমি দেখেনি । ঝড়-বৃষ্টিতে সকাল থেকেই উত্তাল রায়মঙ্গল নদী । তারই মধ্যে আচমকা নদীর ছ'ফুট এলাকা জুড়ে পাড় ভেঙে নদী গর্ভে তলিয়ে যেতে শুরু করেছে । যার জেরে যথেষ্ট আতঙ্কের মধ‍্যে রয়েছি । ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, কখন কী হয় এই ভেবে ।"

ganga erosion
বৃষ্টির জলে নদী বাঁধ নরম হয়ে ভেঙে গিয়েছে (নিজস্ব ছবি)

একই সুর শোনা গিয়েছে নদী পাড়ের দুই বাসিন্দা বিশাখা বিশ্বাস ও শুভ বিশ্বাসের গলাতেও । তাঁদের কথায়, "সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে হিঙ্গলগঞ্জের কেদারচক এলাকায় । এরপরই দেখতে পাই, নদীর পাড়ের 400 ফুট এলাকা ধসে গিয়েছে । কিছু গাছপালাও নদী গর্ভে চলে গিয়েছে । নদীর পাড়ে পরিবার নিয়ে বসবাস করতে হয় আমাদের । স্বভাবতই আতঙ্ক হওয়াটা স্বাভাবিক । এখনও প্রশাসনের তরফে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়নি । রাতের দিকে ফের ঝড়-বৃষ্টি হলে ভাঙন আরও বাড়ার আশঙ্কা রয়েছে । প্রশাসনের উচিত নদী ভাঙন ঠেকাতে উদ্যোগী হওয়া ।"

ganga erosion
দুলদুলি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা (নিজস্ব ছবি)

এদিকে, এ নিয়ে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় বলেন, "হিঙ্গলগঞ্জ এলাকায় সকাল থেকে ভারী বৃষ্টি হয়েছে । সঙ্গে ঝড়ও ছিল । নদীবাঁধের ভাঙা অংশ দ্রুত মেরামত করার চেষ্টা চলছে ।"

ganga erosion
ভেঙে নদী গর্ভে চলে গিয়েছে বাঁধ (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.