কলকাতা, 19 জুলাই:একজনের পরনে লাল পাঞ্জাবি। অন্যজন গায়ে তুলেছেন লাল-সাদা শাড়ি ৷ নব দম্পতির মুখে গেলে রয়েছে হলুদ ৷ উপর থেকে পড়ছে জল ও ফুলের পাপড়ি ৷ বরবেশে শোভন, কনে সোহিনীকে আগলে ধরে সেলফি তুলতে গিয়ে বললেন, "নতুনের মতো যেন কেউ ৷"
গত 15 জুলাই সোমবার আইনি মতে এক হন শোভন-সোহিনী। দু'জনে একে-অপরকে পরিয়েছেন আংটি, হয়েছে মালা বদল, ভালোবাসার মানুষের সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন শোভন। সেইসব ছবি-ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। শুভেচ্ছায় ভরিয়েছেন টলিউডের তারকারা ইতিমধ্যেই। বিয়ের পরদিনই মঙ্গলবারই শোভনের বাড়িতে পা-রেখেছেন টলিউডের তুন বউ। বিয়ের পর থেকে দু'জনের সম্পর্ক নিয়ে কম মাতামাতি হয়নি গত কয়েকদিনে। যদিও দু'জনে প্রথম থেকে নিজেদের প্রেম আর বিয়ে দু'টোই গোপন রাখতে চেয়েছিলেন।
এদিন শোভনের ইনস্টায় পোস্ট করা ছবিতে দু'জনের মুখের হাসিই বলে দিচ্ছে এই নতুন শুরুটা কতটা আগলে রাখতে চান তাঁরা। ছবির ক্যাপশনে সোহিনীকে ট্যাগ করে শোভন লেখেন, "নতুনের মতো যেন কেউ…'। শোভনের পোস্টে অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। কমেন্ট সেকশনও ভরে গিয়েছে ৷ তবে কটাক্ষও রয়েছে ৷ উল্লেখ্য, বিয়ের ছবি পোস্ট করেছিলেন সোহিনী ৷ পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় শোভন-সোহিনীর। নিয়ম মেনে বুধবার শোভনের বেলুড়ের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে শোভন-সোহিনীর বউভাত।
শোভন-সোহিনীর প্রেমের শুরুয়াত যিশু সেনগুপ্তের উদ্যোগে নজরুল মঞ্চে আয়োজিত বাইশে শ্রাবণের এক অনুষ্ঠানে। সেই সময়েই চোখে চোখ, কাছাকাছি আসা একে অপরের। উল্লেখ্য, সেই অনুষ্ঠানে শোভনের প্রাক্তনী ইমন চক্রবর্তীও ছিলেন উপস্থিত। ইমন এক সাক্ষাৎকারে নিজেই জানান, যে তাঁর সামনেই ওদের সেদিন মন দেওয়া নেওয়ার পালা শুরু হয়। সেই মন দেওয়া নেওয়া আজ পৌঁছে গেল ছাদনাতলায়। টলিপাড়ায় বাজল আরও এক স্টার কাপলের বিয়ের সানাই।
'প্রেম ছিল, টেকেনি ৷ তাই বলে জীবন এগোবে না?...' সোহিনী-শোভনকে কটাক্ষের কড়া জবাব দীপ্সিতার