নয়াদিল্লি, 30 অগস্ট: কঙ্গনা রানাওয়াতের ছবির কারণে এবার আইনি নোটিস দেওয়া হল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কমিটিকে ৷ কঙ্গনার ছবি 'এমারজেন্সি'র মুক্তি আটকাতে বড় পদক্ষেপ শিরোমণি আকালি দলের সদস্যদের ৷ তাঁদের অভিযোগ, ছবিতে শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে ৷ শিখ সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে ৷
নোটিশে সিবিএফসি'র শীর্ষ আধিকারিকদের অবিলম্বে 'এমারজেন্সি' ছবিকে দেওয়া শংসাপত্র প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হয়েছে ৷ যাতে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি না পায় ৷ 'এমারজেন্সি'র যে ট্রেলার সামনে এসেছে তাতে বেশ কিছু দৃশ্যে ভুল তথ্য তুলে ধরা হয়েছে বলে নোটিশে জানানো হয়েছে ৷ শিরোমণি অকালি দলের দাবি, এই ছবি শিখ সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি সমাজে বিভেদমূলক অবস্থান তৈরি করবে ৷ ছবিতে বিভ্রান্তিকর-আপত্তিকর বিষয় তুলে ধরা হয়েছে যা পঞ্জাব তথা সমগ্র জাতির সামাজিক পরিকাঠামোর জন্য ক্ষতিকর।