কলকাতা, 9 নভেম্বর: হইচই ওয়ার্ল্ড ক্লাসিক্স-এ আসছে নতুন সিরিজ 'তালমার রোমিও জুলিয়েট'। 15 নভেম্বর সিরিজের স্ট্রিমিং ৷ শুরু হয়েছে প্রোমোশন ৷ সিরিজে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রানা অর্থাৎ দেবদত্ত রাহা এবং জাহানারা অর্থাৎ হিয়া রায়। জানালেন চুপিসারে ভালোবাসা জারি আছে 'তালমার রোমিও জুলিয়েট'-এর।
নির্ভেজাল ভালোবাসার গল্পে অভিনয় করেছেন একজোড়া প্রায় নবাগত অভিনেতা হিয়া এবং দেবদত্ত। এই প্রথম এত বড় প্ল্যাটফর্ম পেয়ে দু'জনেই নিজেদের ধন্য মনে করছেন। একইসঙ্গে পরিচালক অর্পণ গড়াই এবং ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে কাজ করেও আপ্লুত দু'জন।
শুটিং শুরুর আগে ওয়ার্কশপ-এ অনেককিছু শিখেছেন বলে জানান দুই অভিনেতা ৷ আসলে এই ছবিতে সংলাপ বলার ধরনে রয়েছে ভিন্নতা ৷ কখনও বাঙাল ভাষা আবার কখনও রাজবংশী ভাষায় কথা বলতে হয়েছে হিয়া-দেবদত্তকে ৷ ফলে এর জন্য যত্ন সহকারে ভাষা রপ্ত করেছেন বলে একান্ত সাক্ষাৎকারে জানালােন রোমিও-জুলিয়েট জুটি ৷
ছবিতে একাধিক চুম্বন দৃশ্য রয়েছে দুই শিল্পীর ৷ ক্যামেরার সামনে কি একটু আড়ষ্টতা ছিল? তাঁরা জানান, যেহেতু চরিত্রের মুহূর্তের গভীরতা বোঝানোর প্রয়োজন পর্দায়, তাই অন্য কোনও ভাবনা মাথায় না এনে দুজনে সুন্দরভাবে বিষয়টা সামলেছেন ৷ তার উপরে দুজনেই একে অপরের ভালো বন্ধু। সহজ একটা সম্পর্ক দুজনের। ফলে রোমিও-জুলিয়েট চরিত্র পর্দায় সাবলীলভাবে ধরা দিয়েছে বলে মনে করেন তাঁরা ৷
উত্তরবঙ্গের পাহাড়ি কর্দমাক্ত রাস্তায় শুটিং হয়েছে। কেমন ছিল সেই অভিজ্ঞতা? জানালেন হিয়া এবং দেবদত্ত। পাশাপাশি, অভিনেতা ও ক্রিয়েটিভ পরিচালক হিসাবে অনিবার্ণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও যে অসাধারণ, তা হিয়া-দেবদত্তের কথায় স্পষ্ট ৷