হায়দরাবাদ, 9 নভেম্বর: অভিনেতা তথা রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ৷ অভিনেত্রী হারিয়েছেন তাঁর কাছের মানুষকে ৷ প্রয়াত হয়েছেন অভিনেত্রীর দিদিমা ইন্দ্রাণী ঠাকুর ৷ অভিনেত্রী জানিয়েছেন, কয়েকদিন আগেই বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তাঁর দিদিমা ৷ এরপর তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন ৷ শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷
দিদিমা ইন্দ্রাণী ঠাকুরে প্রতি শ্রদ্ধা জানিয়ে ইন্সটাগ্রাম স্টোরিতে আবেগঘন হয়ে পড়েন কঙ্গনা ৷ তিনি লেখেন, "কাল রাত (শুক্রবার) আমার দিদা প্রয়াত হয়েছেন ৷ পরিবারে শোকের ছায়া ৷ দয়া করে আমার দিদার আত্মার শান্তি কামনা করবেন ৷"
এরপর পোস্টে তনু ওয়েডস মনু খ্যাত অভিনেত্রী জানান, তাঁর দিদিমা কত ভালো মানুষ ছিলেন ৷ তিনি লেখেন, "আমির দিদিমা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন ৷ তিনি তাঁর 5 সন্তানকে সুন্দর করে মানুষ করেছেন ৷ আমার দাদুর আয় খুব বেশি ছিল না ৷ তার মধ্যেই দিদা সন্তানকে ভালো স্কুলে ভালো শিক্ষা দিয়েছেন ৷ তিনি মনে করতেন বিয়ের পরেও তাঁর মেয়েদের কাজ করা উচিত ৷"
![Kangana Ranaut Instagram story](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-11-2024/22863983_wb_1.jpg)
কঙ্গনা আরও লেখেন, "তাঁর ছেলে-মেয়ের প্রত্যেক্যেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে ৷ তিনি সন্তানদের জন্য গর্বিত ছিলেন ৷" দিদিমার আর একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, "দিদিমার বয়স 100 বছর হলেও ছিলেন শক্তসমর্থ ৷ 5 ফুট 8 ইঞ্চি লম্বা ছিলেন তিনি ৷ আমি তাঁর মতোই উচ্চতা, স্বাস্থ্য, মেটাবলিজম পেয়েছি ৷ তিনি বার্ধক্যবয়সেও নিজের কাজ নিজে করতেন ৷"
![Kangana Ranaut Instagram story](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-11-2024/22863983_wb_3.jpg)
![Kangana Ranaut Instagram story](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-11-2024/22863983_wb_2.jpg)
শেষ আর একটি ছবি শেয়ার করে কঙ্গনা জানান, কিছুদিন আগেই ঘর পরিষ্কার করতে গিয়ে দিদিমা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ৷ তিনি শয্যাশায়ী হয়ে পড়েন ৷ তাঁকে ওই অবস্থায় দেখা খুব কষ্টের ছিল ৷ তিনি সবসময় কঙ্গনা ও তাঁর পরিবারের রক্তে থাকবেন ৷ পরিবারের স্মরণে দিদিমা ইন্দ্রাণী ঠাকুর সবসময় থাকবেন ৷