ETV Bharat / entertainment

লুকিয়ে রাখা গেল না! আল্লুর সঙ্গে লাস্যময়ী অভিনেত্রী, সেটের ছবি ফাঁস - PUSHPA 2 ITEM SONG LEAKED ONLINE

মুক্তির অপেক্ষায় 'পুষ্পা 2' ৷ ছবির আইটেম গানের শুটে আল্লু অর্জুন ৷ সামান্থা-শ্রদ্ধা নন, এবার আইটেম ডান্সে কোন অভিনেত্রী, সেটের ছবি লিক ৷

Pushpa 2: The Rule
মুক্তির অপেক্ষায় 'পুষ্পা 2' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 9, 2024, 5:07 PM IST

হায়দরাবাদ, 9 নভেম্বর: 'পুষ্পা 2: দ্য রুল'-এর মুক্তি ঘিরে উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা ৷ চলতি বছর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। তারআগেই সোশাল মিডিয়ায় সেনসেশন ফেলে দিয়েছে আল্লু অর্জুনের লিক হওয়া একটি ছবি ৷

জানা গিয়েছে, ছবির আইটেম গানের শুটে ব্যস্ত ছিলেন অভিনেতা ৷ এবারের আইটেম গানে শুরু থেকেই সামান্থা রুথ প্রভু যে নেই তা সকলের জানা ৷ শোনা যায়, আল্লুর সঙ্গে আইটেম গানে জুটি বাঁধবেন শ্রদ্ধা কাপুর ৷ কিন্তু সব গুজব উড়িয়ে দিয়ে সামনে এসেছে আসল অভিনেত্রীর ছবি ৷ আল্লুর সঙ্গে আইটেম নাচে মত্ত অভিনেত্রীর ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়৷ ভাইরাল হওয়া ছবি দেখে মনে হচ্ছে 'পুষ্পা: দ্য রাইজ'-এর জনপ্রিয় গান 'ও আন্তাভা' গানের জাদু ফেরানোর চেষ্টা করছেন নির্মাতারা।

জানা গিয়েছে, 'পুষ্প 2: দ্য রুল'-এর বিশেষ গানে দেখা যাবে শ্রীলীলাকে ৷ আল্লু অর্জুন এবং শ্রীলীলার একটি ছবি এক্স (টুইটার) হ্যান্ডেলে ভাইরালে। ছবিতে অর্জুনকে একটি ফুল ফুল ছাপের লাল রঙের পোশাকে দেখা গিয়েছে ৷ শ্রীলীলাকে দেখা গিয়েছে কালো ও সোনালি রঙের পোশাকে ৷

ছবি দেখে অনুমান করা যায় যে, যখন দুই তারকা নাচের রিহার্সল করছিলেন তখন সেটি তোলা হয় ৷ ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদেরও একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। ছবিটি ফাঁস হওয়ার পর অনেক অনুরাগীর মনে প্রশ্ন উঠেছে ৷ এআই প্রযুক্তির অপব্যবহার করে যেভাবে অভিনেতা-অভিনেত্রীদের ভুল খবর ভাইরাল করা হয়, এটাও তারই প্রতিরূপ কি না ৷ যদিও ভাইরাল হওয়া ছবি-ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

উল্লেখ্য, 8 নভেম্বর, 'পুষ্পা 2'-এর নির্মাতারা ছবির ট্রেলার সম্পর্কে বড় ঘোষণা করেছেন ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "অপেক্ষার পালা শেষ। ভারতের সবচেয়ে বড় ছবির ট্রেলার আসতে চলেছে। পুষ্পা 2 5 ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ৷".

সুকুমারের পরিচালিত 'পুষ্পা: 2'-এ, অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাদ ফাসিলকে যথাক্রমে পুষ্পা রাজ, শ্রীবল্লী এবং ভানওয়ার সিং শেখাওয়াতের ভূমিকায় দেখা যাবে। লাল চন্দন কাঠের চোরাচালানকারী হয়ে ওঠা পুষ্পা কীভাবে নিজের রাজত্ব বাড়ায় তা নিয়ে এগিয়েছে ছবির গল্প ৷ এবার তাঁর রাজ ফুটে উঠবে সিনেপর্দায় ৷

হায়দরাবাদ, 9 নভেম্বর: 'পুষ্পা 2: দ্য রুল'-এর মুক্তি ঘিরে উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা ৷ চলতি বছর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। তারআগেই সোশাল মিডিয়ায় সেনসেশন ফেলে দিয়েছে আল্লু অর্জুনের লিক হওয়া একটি ছবি ৷

জানা গিয়েছে, ছবির আইটেম গানের শুটে ব্যস্ত ছিলেন অভিনেতা ৷ এবারের আইটেম গানে শুরু থেকেই সামান্থা রুথ প্রভু যে নেই তা সকলের জানা ৷ শোনা যায়, আল্লুর সঙ্গে আইটেম গানে জুটি বাঁধবেন শ্রদ্ধা কাপুর ৷ কিন্তু সব গুজব উড়িয়ে দিয়ে সামনে এসেছে আসল অভিনেত্রীর ছবি ৷ আল্লুর সঙ্গে আইটেম নাচে মত্ত অভিনেত্রীর ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়৷ ভাইরাল হওয়া ছবি দেখে মনে হচ্ছে 'পুষ্পা: দ্য রাইজ'-এর জনপ্রিয় গান 'ও আন্তাভা' গানের জাদু ফেরানোর চেষ্টা করছেন নির্মাতারা।

জানা গিয়েছে, 'পুষ্প 2: দ্য রুল'-এর বিশেষ গানে দেখা যাবে শ্রীলীলাকে ৷ আল্লু অর্জুন এবং শ্রীলীলার একটি ছবি এক্স (টুইটার) হ্যান্ডেলে ভাইরালে। ছবিতে অর্জুনকে একটি ফুল ফুল ছাপের লাল রঙের পোশাকে দেখা গিয়েছে ৷ শ্রীলীলাকে দেখা গিয়েছে কালো ও সোনালি রঙের পোশাকে ৷

ছবি দেখে অনুমান করা যায় যে, যখন দুই তারকা নাচের রিহার্সল করছিলেন তখন সেটি তোলা হয় ৷ ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদেরও একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। ছবিটি ফাঁস হওয়ার পর অনেক অনুরাগীর মনে প্রশ্ন উঠেছে ৷ এআই প্রযুক্তির অপব্যবহার করে যেভাবে অভিনেতা-অভিনেত্রীদের ভুল খবর ভাইরাল করা হয়, এটাও তারই প্রতিরূপ কি না ৷ যদিও ভাইরাল হওয়া ছবি-ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

উল্লেখ্য, 8 নভেম্বর, 'পুষ্পা 2'-এর নির্মাতারা ছবির ট্রেলার সম্পর্কে বড় ঘোষণা করেছেন ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "অপেক্ষার পালা শেষ। ভারতের সবচেয়ে বড় ছবির ট্রেলার আসতে চলেছে। পুষ্পা 2 5 ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ৷".

সুকুমারের পরিচালিত 'পুষ্পা: 2'-এ, অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাদ ফাসিলকে যথাক্রমে পুষ্পা রাজ, শ্রীবল্লী এবং ভানওয়ার সিং শেখাওয়াতের ভূমিকায় দেখা যাবে। লাল চন্দন কাঠের চোরাচালানকারী হয়ে ওঠা পুষ্পা কীভাবে নিজের রাজত্ব বাড়ায় তা নিয়ে এগিয়েছে ছবির গল্প ৷ এবার তাঁর রাজ ফুটে উঠবে সিনেপর্দায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.