ডায়মন্ড হারবার, 9 নভেম্বর: একই সময়ে একাধিক মহিলার সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্কে জড়িত ছিলেন বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্কর (33) ৷ শুক্রবার রাত আনুমানিক 1.30 মিনিটে বিজেপির কার্যালয় থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷ তিনি দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির সোশাল মিডিয়া কনভেনার ছিলেন ৷ এই ঘটনায় গ্রেফতার হয়েছে এক মহিলা ৷
এই খুনের ঘটনার তদন্তে নেমে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ জানতে পেরেছে, অবৈধ সম্পর্কের জেরে এই খুন ৷ এই খুনে এক মহিলাকে গ্রেফতার করেছে উস্তি থানার পুলিশ ৷ পরিবারের দাবি, রাজনৈতিক কারণেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে পৃথ্বীরাজকে ৷ এদিকে পুলিশি তদন্তে প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাজনৈতিক কারণে নয়, পৃথ্বীরাজ খুন হয়েছেন অবৈধ সম্পর্কের জেরে ৷
শনিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সাংবাদিকদের বলেন, "শুক্রবার গভীর রাতে উস্তি থানার অন্তর্গত দ্বীপের মোড় এলাকায় বিজেপি'র তালা বন্ধ পার্টি অফিস থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয় ৷ মৃত পৃথ্বীরাজ নস্করের বাড়ি উস্তি থানার অন্তর্গত আটপাড়া এলাকায় ৷ এক মহিলাকে আমরা গ্রেফতার করেছি ৷"
অভিযুক্ত মহিলা জানিয়েছে, তার সঙ্গে পৃথ্বীরাজ নস্করের ছ'বছর ধরে সম্পর্ক ছিল ৷ খুনের দিন রাতে তাকে পার্টি অফিসে ডেকে পাঠায় বিজেপি নেতা ৷ এরপর তার সঙ্গে জবরদস্তি শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ৷ সেই সময় বাঁচার তাগিদে পৃথ্বীরাজকে খুন করে সে ৷
পুলিশের আধিকারক জানান, তদন্ত এখন প্রাথমিকস্তরে রয়েছে ৷ তবে পুলিশি তদন্তে উঠে এসেছে যে অবৈধ সম্পর্কের জেরে এই খুন ৷ অভিযুক্ত মহিলা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে পৃথ্বীরাজ নস্করকে খুন করেছে ৷ খুনের দিন অভিযুক্তের মোবাইলের টাওয়ার লোকেশন ওই ঘটনাস্থল দেখাচ্ছিল ৷ অনেক সময় পৃথ্বীরাজ অভিযুক্ত ওই মহিলার সঙ্গে ওই জায়গাতেই দেখা করত ৷
বেশ কিছুদিন ধরেই পৃথ্বীরাজের সঙ্গে অভিযুক্ত মহিলার সম্পর্কের অবনতি ঘটতে থাকে ৷ পৃথ্বীরাজকে গোপনাঙ্গে আঘাত করে মারা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে বলে জানান পুলিশ আধিকারিক ।