কলকাতা, 29 নভেম্বর: হাতে একাধিক বিকল্প । অন্য দলের কোচেরা ফুটবলাররা চোট পেলে বিভ্রান্ত হন । চিন্তায় কপালে ভাঁজ পড়ে । হোসে মোলিনা চোট বা কার্ড সমস্যায় বিভ্রান্ত হন না । নতুন বিকল্পের হাত ধরে প্রতিপক্ষকে পাল্টা দেওয়ার ছক কষেন । চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে গ্রেগ স্টুয়ার্ট, আশিস রাইকে পাওয়া বা না-পাওয়া নিয়ে মোহনবাগান কোচ চিন্তিত নন । কারণ, তিনি বিকল্প খুঁজে নিয়েছেন ।
হতাশা-অজুহাত তাঁর অভিধানে নেই । 7 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে সবুজ-মেরুন এখন দু’নম্বরে । শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের জয় তুলে নিতে পারলে মগডালে বসবে বেঙ্গালুরু এফসিকে সরিয়ে । মোলিনা অবশ্য পয়েন্ট টেবিলের অবস্থান নিয়ে চিন্তায় নেই । তাঁর একটাই ফুটবল দর্শন, প্রতিপক্ষকে সমান গুরুত্ব দিয়ে পারফরম্যান্সর গ্রাফ একই রেখে জয় তুলে নেওয়া। শেষ ম্যাচে জামশেদপুর এফসিকে 3-0 গোলে হারিয়েছেন লিস্টন কোলাসোরা । গোল পেয়েছেন জেমি ম্যাকলারেনও ।
পুরো দলটি ওড়িশা এফসি ম্যাচে ছোট্ট ধাক্কা সামলে ফের ছন্দে । গোল করার জন্য কোনও এক বা দু’জন ফুটবলারের ওপর নির্ভরশীল নয় । আক্রমণ এবং রক্ষণভাগের প্রায় প্রত্যেকেই গোলের মধ্যে থাকায় মোলিনার কাজটা সহজ হয়েছে । তাই গ্রেগ স্টুয়ার্ট এবং আশিস রাই চোট সারিয়ে প্র্যাকটিস করলেও মোলিনা তাঁদের শনিবার খেলানোর ব্যাপারে পারমুটেশন-কম্বিনেশন করে চলেন । প্রথম একাদশে প্রত্যাবর্তনের পরে দিমিত্রি পেত্রাতোস ছন্দে । গোল না-পেলেও গোলের বল সাজাতে একইরকমের কার্যকরী । মোলিনা বলছেন, সাজঘরের এই স্বাস্থ্যকর প্রতিযোগিতা তাঁকে প্রথম একাদশ বাছতে সমস্যায় ফেলে দেয় । যদিও সেই সমস্যা উপভোগ করেন ।
প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি তাদের শেষ দু’টো ম্যাচ হেরেছে । ফলে তাদের অগোছালো থাকাই স্বাভাবিক । কিন্তু মোলিনা এবং এবং তাঁর দল সতর্ক । কারণ জানেন, প্রতিটি দলই তাদের হারিয়ে নিজেদের প্রমাণ করতে চায় । তাই মগডালে বসার সুযোগ হাতছাড়া যাতে না-হয়, জয় ছাড়া অন্য ভাবনা নেই মোলিনার সংসারে ।