ETV Bharat / state

'পথশ্রী' প্রকল্পে খরচ 51 লক্ষ টাকা ! তিন মাসেই ভেঙে চুরমার হাসনাবাদের ব্যস্ত রাস্তা

তিন মাস আগেই সংস্কার করা হয় ৷ পথশ্রী প্রকল্পের আওতায় খরচ হয় 51 লক্ষ টাকা ৷ অল্প সময়ের মধ্যে সেই রাস্তার বেহাল দশা ৷

BASIRHAT POOR ROAD CONDITION
তিন মাসেই ভেঙে চুরমার রাস্তা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

বসিরহাট, 30 নভেম্বর: মাত্র তিন মাস আগে পথশ্রী প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে রাস্তার । ব‍্যয় হয়েছে 51 লক্ষ টাকা । অথচ, তিন মাস যেতে না যেতেই রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে । ইট-পাথর উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত । রাস্তা তো নয়, যেন মরণফাঁদ ৷ প্রতিদিন দুর্ঘটনা লেগেই রয়েছে । ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা । ঘটনাটি উত্তর 24 পরগনার হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েত এলাকার ।

সরকারি প্রকল্পে তৈরি হওয়া পঞ্চায়েত এলাকার এই রাস্তা কীভাবে তিন মাসের মধ্যে চলাচলের অযোগ্য হয়ে পড়ল, সেই প্রশ্নে সরব হয়েছেন এলাকাবাসীরা । রাস্তার বেহাল দশার জন্য নিম্নমানের সামগ্রী ব্যবহারের দাবি করেছেন তারা । বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে তৃণমূল পরিচালিত উত্তর 24 পরগনা জেলা পরিষদ । জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী হাসনাবাদের বিডিও-কে তদন্ত করার নির্দেশ দিয়েছেন ৷ তদন্তে রাস্তার কাজে কোনও গাফিলতি প্রমাণ হলে 'কালো তালিকাভুক্ত' করা হতে পারে কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থাকে বলে জানা গিয়েছে ৷

তিন মাসেই ভেঙে চুরমার হাসনাবাদের ব্যস্ত রাস্তা (ইটিভি ভারত)

হাসনাবাদ ব্লকের আমলানি পঞ্চায়েতের আমদানি হাটখোলা মোড় থেকে পালপাড়া স্লুইসগেট পর্যন্ত তিন কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটির মাস তিনেক আগে সংস্কার করা হয় ৷ রাস্তাটি উত্তর 24 পরগনা জেলা পরিষদের তত্ত্বাবধানে রয়েছে । পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বাসিন্দা রাস্তাটি ব্যবহার করেন ৷ ফলে রাস্তাটি বেশ ব্যস্ত ৷ প্রায় 51 লক্ষ টাকা খরচ করে রাজ্য সরকারের 'পথশ্রী প্রকল্প'-এর অধীনে রাস্তার সংস্কার করা হয় । কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়ে বরাদ্দ টাকা পেয়েও গিয়েছে ।

বাসিন্দাদের অভিযোগ, তিন মাসের মধ্যেই রাস্তার বেহাল দশা হয়ে গিয়েছে ৷ পিচ উঠে গিয়ে রীতিমতো ইট-পাথর বেরিয়ে এসেছে ৷ কোথাও কোথাও আবার সেই ইট-পাথরও উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে । তাদের দাবি, রাস্তার এই বেহাল দশার জন্য বরাত পাওয়া ওই ঠিকাদার সংস্থাই দায়ি ৷ ঠিকমতো কাজ করেন তারা । নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার করা হয়েছে তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তা ৷

স্থানীয় বাসিন্দা বাবলু মণ্ডল ও দুলাল মণ্ডল বলেন, "রাস্তা সংস্কারের জন্য সরকার বহু টাকা বরাদ্দ করেছে । ঠিকাদারি সংস্থা সেই কাজ ঠিকভাবে করেনি । কিন্তু বরাদ্দ টাকা তারা তুলে নিয়ে চলে গিয়েছে । আমরা চাই, বিষয়টির তদন্ত করা হোক । ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক প্রশাসন । রাস্তা আবার নতুন করে সংস্কার করা না-হলে দুর্ঘটনা বাড়তেই থাকবে ।"

এদিকে, রাস্তা সংস্কারের কাজে গাফিলতির কথা মেনে নিয়েছেন আমলানি পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডল । তিনি বলেন, "রাস্তা সংস্কারের কাজ হয়ে যাওয়ার পর আমি গিয়ে দেখে এসেছিলাম । আমি ইঞ্জিনিয়ার নই । খোলা চোখে ভালো-মন্দ কিছু বুঝতে পারিনি । তিন মাসের মধ্যে দেখছি রাস্তার পিচ উঠে খানাখন্দ তৈরি হয়ে গিয়েছে । জেলা পরিষদের পদাধিকারীদের কাছে আমি বিষয়টি জানিয়েছি ।"

অন‍্যদিকে, উত্তর 24 পরগনা জেলা পরিষদ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন । জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন । তাঁর কথায়, "বিডিও-কে ওই রাস্তা পরিদর্শন করে রিপোর্ট দিতে বলেছি । অভিযোগ সত্যি হলে কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে । প্রয়োজনে ওই ঠিকাদারি সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করা হবে ।"

পড়ুন: যাত্রীসাথী অ্যাপে সরকারি বাসের টিকিট কাটার সুবিধা, শুরু পরিষেবা

বসিরহাট, 30 নভেম্বর: মাত্র তিন মাস আগে পথশ্রী প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে রাস্তার । ব‍্যয় হয়েছে 51 লক্ষ টাকা । অথচ, তিন মাস যেতে না যেতেই রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে । ইট-পাথর উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত । রাস্তা তো নয়, যেন মরণফাঁদ ৷ প্রতিদিন দুর্ঘটনা লেগেই রয়েছে । ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা । ঘটনাটি উত্তর 24 পরগনার হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েত এলাকার ।

সরকারি প্রকল্পে তৈরি হওয়া পঞ্চায়েত এলাকার এই রাস্তা কীভাবে তিন মাসের মধ্যে চলাচলের অযোগ্য হয়ে পড়ল, সেই প্রশ্নে সরব হয়েছেন এলাকাবাসীরা । রাস্তার বেহাল দশার জন্য নিম্নমানের সামগ্রী ব্যবহারের দাবি করেছেন তারা । বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে তৃণমূল পরিচালিত উত্তর 24 পরগনা জেলা পরিষদ । জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী হাসনাবাদের বিডিও-কে তদন্ত করার নির্দেশ দিয়েছেন ৷ তদন্তে রাস্তার কাজে কোনও গাফিলতি প্রমাণ হলে 'কালো তালিকাভুক্ত' করা হতে পারে কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থাকে বলে জানা গিয়েছে ৷

তিন মাসেই ভেঙে চুরমার হাসনাবাদের ব্যস্ত রাস্তা (ইটিভি ভারত)

হাসনাবাদ ব্লকের আমলানি পঞ্চায়েতের আমদানি হাটখোলা মোড় থেকে পালপাড়া স্লুইসগেট পর্যন্ত তিন কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটির মাস তিনেক আগে সংস্কার করা হয় ৷ রাস্তাটি উত্তর 24 পরগনা জেলা পরিষদের তত্ত্বাবধানে রয়েছে । পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বাসিন্দা রাস্তাটি ব্যবহার করেন ৷ ফলে রাস্তাটি বেশ ব্যস্ত ৷ প্রায় 51 লক্ষ টাকা খরচ করে রাজ্য সরকারের 'পথশ্রী প্রকল্প'-এর অধীনে রাস্তার সংস্কার করা হয় । কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়ে বরাদ্দ টাকা পেয়েও গিয়েছে ।

বাসিন্দাদের অভিযোগ, তিন মাসের মধ্যেই রাস্তার বেহাল দশা হয়ে গিয়েছে ৷ পিচ উঠে গিয়ে রীতিমতো ইট-পাথর বেরিয়ে এসেছে ৷ কোথাও কোথাও আবার সেই ইট-পাথরও উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে । তাদের দাবি, রাস্তার এই বেহাল দশার জন্য বরাত পাওয়া ওই ঠিকাদার সংস্থাই দায়ি ৷ ঠিকমতো কাজ করেন তারা । নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার করা হয়েছে তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তা ৷

স্থানীয় বাসিন্দা বাবলু মণ্ডল ও দুলাল মণ্ডল বলেন, "রাস্তা সংস্কারের জন্য সরকার বহু টাকা বরাদ্দ করেছে । ঠিকাদারি সংস্থা সেই কাজ ঠিকভাবে করেনি । কিন্তু বরাদ্দ টাকা তারা তুলে নিয়ে চলে গিয়েছে । আমরা চাই, বিষয়টির তদন্ত করা হোক । ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক প্রশাসন । রাস্তা আবার নতুন করে সংস্কার করা না-হলে দুর্ঘটনা বাড়তেই থাকবে ।"

এদিকে, রাস্তা সংস্কারের কাজে গাফিলতির কথা মেনে নিয়েছেন আমলানি পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডল । তিনি বলেন, "রাস্তা সংস্কারের কাজ হয়ে যাওয়ার পর আমি গিয়ে দেখে এসেছিলাম । আমি ইঞ্জিনিয়ার নই । খোলা চোখে ভালো-মন্দ কিছু বুঝতে পারিনি । তিন মাসের মধ্যে দেখছি রাস্তার পিচ উঠে খানাখন্দ তৈরি হয়ে গিয়েছে । জেলা পরিষদের পদাধিকারীদের কাছে আমি বিষয়টি জানিয়েছি ।"

অন‍্যদিকে, উত্তর 24 পরগনা জেলা পরিষদ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন । জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন । তাঁর কথায়, "বিডিও-কে ওই রাস্তা পরিদর্শন করে রিপোর্ট দিতে বলেছি । অভিযোগ সত্যি হলে কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে । প্রয়োজনে ওই ঠিকাদারি সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করা হবে ।"

পড়ুন: যাত্রীসাথী অ্যাপে সরকারি বাসের টিকিট কাটার সুবিধা, শুরু পরিষেবা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.