ETV Bharat / entertainment

স্বামীর মৃত্যুতে পান ডাইনি অপবাদ! ভাগ্যের সঙ্গে লড়াই সহজ ছিল না রেখার

বিয়ের 7 মাসের মাথায় স্বামীর আত্মহত্যা, কঠিন সময় কীভাবে পার করেছেন রেখা? সিমি গেরেওয়ালের সঙ্গে সাক্ষাৎকারে মুখ খোলেন অভিনেত্রী ৷

REKHA
বারবার ক্ষতবিক্ষত হয়েছে অভিনেত্রী রেখার মন (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 9, 2024, 7:06 PM IST

হায়দরাবাদ, 9 নভেম্বর: বলিউডের এভারগ্রিন বিউটি রেখার ফিল্মি কেরিয়ার যতটা রঙিন ততটাই বিতর্কিতময় ব্যক্তিগত জীবন ৷ 69 বছর বয়সেও যিনি দর্শকদের মনে রাজ করেন তাঁর মন ভেঙেছে বহুবার ৷

নয়ের দশকে সিনেমার 'উমরাওজান'-সকলকে চমকে দিয়ে বিয়ে করেন দিল্লির এক ব্যবসায়ীকে ৷ মুকেশ আগরওয়ালের সঙ্গে রেখার বিয়ের খবর নিয়ে সেই সময় চলে জোর চর্চা ৷ তবে বড়ই ক্ষণস্থায়ী ছিল রেখার বিবাহিত জীবন ৷ বিয়ের মাত্র সাত মাসের মাথায় মুকেশ আগরওয়ালের আত্মহত্যার খবরে চমকে যায় দেশ ৷

অনেকে রেখাকে ডাইনি-খুনি বলেও অপবাদ দেন ৷ বিতর্কিত সেই সময়ে নিজেকে কিভাবে সামলেছেন, মনের কথা প্রকাশ্যে আসে সিমি গেরেওয়ালের অনুষ্ঠানে ৷ 'রন্দেভু উইথ সিমি গেরেওয়াল' টক শোয়ে স্বামী মুকেশের সঙ্গে বিয়ে-আত্মহত্যা নিয়ে মুখ খোলেন রেখা ৷

REKHA
বলিউড ডিভা রেখা (এএনআই)

ডাইনি অপবাদ

1990 সালের 4 মার্চ মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেত্রী রেখার ৷ সাত মাসের মাথায় মুকেশের আত্মহত্যার ঘটনায় একাধিক রিপোর্টে ব্যবসায়ীর মানসিক স্বাস্থ্যের বিষয় উঠে আসে ৷ সেই সময় অভিনেত্রী ছিলেন লন্ডনে৷ এই দুর্ঘটনার পর বলিউড ডিভার গায়ে 'ন্যাশনাল ভ্যাম্প'-'খুনী'র তকমা লাগে ৷ জীবনের সেই ঝড় ভিতর থেকে রেখাকে ভেঙে দিলেও টলাতে পারেনি ৷ কাঁটার মুকুট মাথায় পড়ে বলিউডে তাঁর 'সিলসিলা' চালিয়ে গিয়েছেন ৷ আজও তিনি বলিউডের 'খুবসুরুত' অভিনেত্রী

লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ

সিমির সঙ্গে সাক্ষাৎকারে রেখা জানান, তাঁদের বিয়ে পরিবারের তরফে ঠিক করা হয়েছিল ৷ অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ ৷ দু'জনের মধ্যে কোনও রকম প্রেমের সম্পর্ক ছিল না ৷ রেখা সেই সাক্ষাৎকারে আরও জানান, বিয়ের আগে মাত্র একবার তিনি মুকেশের সঙ্গে দেখা করেছিলেন ৷ রেখার কথায়, "ম্যারিং হিম ওয়াজ আ রিস্ক, বাট লাইফ ইজ আ রিস্ক ৷" তিনি ভাগ্যের নামে তা স্বীকার করে নিয়েছিলেন ৷

REKHA
সদা হাস্যময় বলিউডের 'উমরাওজান' (এএনআই)

মুকেশের আত্মহত্যা

একই সাক্ষাৎকারে রেখা মুকেশের অপ্রত্যাশিত মৃত্যু নিয়েও কথা বলেন ৷ তিনি জানান, মুকেশের মৃত্যুর খবর শুনে প্রথমে তিনি হতবাক হন ৷ এমনকী, তাঁর মৃত্যুর খবরও মেনে নিতে পারেননি ৷ ধীরে ধীরে তিনি কঠিন বাস্তবের সম্মুখীন হন ৷ রেখা বলেন, "এই খবর শোনার পর মনে হয়েছিল, না, এমনটা হতে পারে না ৷ আমি কি কোনও ভুল করেছি? আমি তো কখনও ওকে আঘাত করিনি ৷ তারপর ধীরে ধীরে বাস্তবটাকে মেনে নিই ৷"

REKHA
ফ্যাশন দুনিয়ায় আজও তিনি আইকন (এএনআই)

রেখা আরও বলেন, "মানসিক সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি ৷ ইট ডিলস উইথ ইউ ৷ দ্য ইন্সিডেন্ট ডিলস উইথ ইউ ৷ যদি তুমি সেটা নেতিবাচকভাবে ডিল করতে চাও তাহলে তাই হবে ৷ তুমি কীভাবে কঠিন বাস্তাবের সঙ্গে লড়াই করতে চাও তার জন্য তোমার কাছে সব সময় চয়েস থাকবে ৷"

এর আগে 1973 সালে অভিনেতা বিনোদ মেহড়ার সঙ্গে রেখার বিয়ের খবর ছড়িয়েছিল ৷ 2004 সালে টেলিভিশন সাক্ষাৎকারে সেই খবরের সত্যতা অস্বীকার করেন রেখা ৷ জানান, বিনোদ তাঁর শুভাকাঙ্খী ছিলেন ৷ তবে অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্কের গুঞ্জন আজও অনেকের মনে প্রশ্ন তোলে ৷

হায়দরাবাদ, 9 নভেম্বর: বলিউডের এভারগ্রিন বিউটি রেখার ফিল্মি কেরিয়ার যতটা রঙিন ততটাই বিতর্কিতময় ব্যক্তিগত জীবন ৷ 69 বছর বয়সেও যিনি দর্শকদের মনে রাজ করেন তাঁর মন ভেঙেছে বহুবার ৷

নয়ের দশকে সিনেমার 'উমরাওজান'-সকলকে চমকে দিয়ে বিয়ে করেন দিল্লির এক ব্যবসায়ীকে ৷ মুকেশ আগরওয়ালের সঙ্গে রেখার বিয়ের খবর নিয়ে সেই সময় চলে জোর চর্চা ৷ তবে বড়ই ক্ষণস্থায়ী ছিল রেখার বিবাহিত জীবন ৷ বিয়ের মাত্র সাত মাসের মাথায় মুকেশ আগরওয়ালের আত্মহত্যার খবরে চমকে যায় দেশ ৷

অনেকে রেখাকে ডাইনি-খুনি বলেও অপবাদ দেন ৷ বিতর্কিত সেই সময়ে নিজেকে কিভাবে সামলেছেন, মনের কথা প্রকাশ্যে আসে সিমি গেরেওয়ালের অনুষ্ঠানে ৷ 'রন্দেভু উইথ সিমি গেরেওয়াল' টক শোয়ে স্বামী মুকেশের সঙ্গে বিয়ে-আত্মহত্যা নিয়ে মুখ খোলেন রেখা ৷

REKHA
বলিউড ডিভা রেখা (এএনআই)

ডাইনি অপবাদ

1990 সালের 4 মার্চ মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেত্রী রেখার ৷ সাত মাসের মাথায় মুকেশের আত্মহত্যার ঘটনায় একাধিক রিপোর্টে ব্যবসায়ীর মানসিক স্বাস্থ্যের বিষয় উঠে আসে ৷ সেই সময় অভিনেত্রী ছিলেন লন্ডনে৷ এই দুর্ঘটনার পর বলিউড ডিভার গায়ে 'ন্যাশনাল ভ্যাম্প'-'খুনী'র তকমা লাগে ৷ জীবনের সেই ঝড় ভিতর থেকে রেখাকে ভেঙে দিলেও টলাতে পারেনি ৷ কাঁটার মুকুট মাথায় পড়ে বলিউডে তাঁর 'সিলসিলা' চালিয়ে গিয়েছেন ৷ আজও তিনি বলিউডের 'খুবসুরুত' অভিনেত্রী

লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ

সিমির সঙ্গে সাক্ষাৎকারে রেখা জানান, তাঁদের বিয়ে পরিবারের তরফে ঠিক করা হয়েছিল ৷ অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ ৷ দু'জনের মধ্যে কোনও রকম প্রেমের সম্পর্ক ছিল না ৷ রেখা সেই সাক্ষাৎকারে আরও জানান, বিয়ের আগে মাত্র একবার তিনি মুকেশের সঙ্গে দেখা করেছিলেন ৷ রেখার কথায়, "ম্যারিং হিম ওয়াজ আ রিস্ক, বাট লাইফ ইজ আ রিস্ক ৷" তিনি ভাগ্যের নামে তা স্বীকার করে নিয়েছিলেন ৷

REKHA
সদা হাস্যময় বলিউডের 'উমরাওজান' (এএনআই)

মুকেশের আত্মহত্যা

একই সাক্ষাৎকারে রেখা মুকেশের অপ্রত্যাশিত মৃত্যু নিয়েও কথা বলেন ৷ তিনি জানান, মুকেশের মৃত্যুর খবর শুনে প্রথমে তিনি হতবাক হন ৷ এমনকী, তাঁর মৃত্যুর খবরও মেনে নিতে পারেননি ৷ ধীরে ধীরে তিনি কঠিন বাস্তবের সম্মুখীন হন ৷ রেখা বলেন, "এই খবর শোনার পর মনে হয়েছিল, না, এমনটা হতে পারে না ৷ আমি কি কোনও ভুল করেছি? আমি তো কখনও ওকে আঘাত করিনি ৷ তারপর ধীরে ধীরে বাস্তবটাকে মেনে নিই ৷"

REKHA
ফ্যাশন দুনিয়ায় আজও তিনি আইকন (এএনআই)

রেখা আরও বলেন, "মানসিক সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি ৷ ইট ডিলস উইথ ইউ ৷ দ্য ইন্সিডেন্ট ডিলস উইথ ইউ ৷ যদি তুমি সেটা নেতিবাচকভাবে ডিল করতে চাও তাহলে তাই হবে ৷ তুমি কীভাবে কঠিন বাস্তাবের সঙ্গে লড়াই করতে চাও তার জন্য তোমার কাছে সব সময় চয়েস থাকবে ৷"

এর আগে 1973 সালে অভিনেতা বিনোদ মেহড়ার সঙ্গে রেখার বিয়ের খবর ছড়িয়েছিল ৷ 2004 সালে টেলিভিশন সাক্ষাৎকারে সেই খবরের সত্যতা অস্বীকার করেন রেখা ৷ জানান, বিনোদ তাঁর শুভাকাঙ্খী ছিলেন ৷ তবে অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্কের গুঞ্জন আজও অনেকের মনে প্রশ্ন তোলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.