কলকাতা, 10 জানুয়ারি: শীতের শহরে মিনিবাসের দৌরাত্ম্য । বাসের ধাক্কায় মৃত্যু হল মহিলার । তাঁর নাম নাজু বিবি (60) ৷ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বউবাজার থানা এলাকায় । দুর্ঘটনায় মৃত মহিলা হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা বলে জানতে পেরেছেন তদন্তকারীরা । পাশাপাশি এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন । তাঁদের মধ্যে রয়েছেন লিলুয়ার বাসিন্দা বছর তেষট্টির নিশা মেহতা, কলকাতার বাসিন্দা ষাট বছর বয়সি কমলা দেবী এবং নিকিতা আগরওয়াল ।
জানা গিয়েছে, দুপুরে রাস্তায় দাঁড়িয়েছিলেন তাঁরা ৷ সেই সময় হঠাৎ মালিপাঁচঘরা-শিয়ালদা রুটের একটি মিনি বাস এসে তাঁদের ধাক্কা মারে । দেখতে পেয়েই এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন । পাশাপাশি ধাক্কা মারার পর বাসটিও কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে । বাসের মধ্যে থাকা যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। কম বেশি অনেকে আহতও হন কয়েকজন ৷
এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে এসে বাসে আটকে পড়া কয়েকজনকে বের করার চেষ্টা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ট্রাফিক সার্জেন্ট, পুলিশ ও কলকাতা পুলিশের এসএসটিপি র তদন্তকারীরা । দুর্ঘটনায় বাস চালক ও কন্ডাকটরকে আটক করেছে বউবাজার থানার পুলিশ ।
ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা । পাশাপাশি সংশ্লিষ্ট বাসের ফরেনসিক পরীক্ষাও করানো হবে । দুর্ঘটনা ঘটার সময় চালক ব্রেক কষেছিলেন কিনা তাও খতিয়ে দেখা হবে । চালকের অসতর্কতার বশে এই পথ দুর্ঘটনা নাকি বাসের কোনও যান্ত্রিক গোলযোগ ত্রুটি ছিল তার জন্য এই দুর্ঘটনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে ।