পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সেটে গুরুতর চোট পেয়ে হাসপাতালে শিবপ্রসাদ, কেমন আছেন ? - Shiboprosad Mukherjee Hospitalised - SHIBOPROSAD MUKHERJEE HOSPITALISED

Shiboprosad Mukherjee hospitalised: শুটিং ফ্লোরে গুরুতর চোট পেয়ে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি হলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ পরিচালক কেমন আছেন, জেনে নিন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 6:18 PM IST

Updated : Apr 5, 2024, 7:39 PM IST

কলকাতা, 5 এপ্রিল:গুরুতর চোট পেলেন পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর পরিচালিত 'বহুরূপী' ছবির সেটে শুটিঙের সময় তিনি চোট পান ৷ তাঁর স্ত্রী জিনিয়া সেন ইটিভি ভারতকে জানিয়েছেন যে, কোমর ভেঙেছে পরিচালকের ৷

সূত্রের খবর, ছবির শুটিং চলাকালীন আজ দুপুরে কোমরে আঘাত পান পরিচালক । নন্দিতা রায় ও তাঁর যৌথ পরিচালনায় আসছে বাংলা ছবি 'বহুরূপী'। আর এই ছবির সেটেই কোমরে আঘাত পান শিবপ্রসাদ । এই ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে তাঁকে ।

শুক্রবার ব্যারাকপুরের একটি লোকেশনে ছবির শ্যুটিং চলাকালীন একটি অ্যাকশনের দৃশ্যে শুট করার সময় আচমকাই কোমরে চোট পেয়েছেন শিবপ্রসাদ । ফ্লোরে সেই সময় তাঁর সঙ্গে ছিলেন আবির চট্টোপাধ্যায়ও । পরিচালক গুরুতর চোট পেয়েছেন বুঝতে পেরে কোনও ঝুঁকি নেওয়া হয়নি ৷ তাঁকে তড়িঘড়ি কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন । তাঁকে পরীক্ষা-নীরিক্ষার পর দেখা যায় যে, কোমর ভেঙেছে পরিচালকের ৷ ইটিভি ভারত তাঁর স্ত্রী জিনিয়া সেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কথা জানান ৷ আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং ।

সম্প্রতি শেষ হয়েছে 'আমার বস' ছবির শুটিং। এরইমাঝে শুরু হয়েছে 'বহুরূপী' ছবির শুটিং । চলতি বছরে পুজোয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনায় আসছে 'দাবাড়ু'। শিবপ্রসাদ তাঁর সামাজিক মাধ্যমে সম্প্রতি লিখেছেন, "বহুরূপী হিংস্র নয়... বহুরূপী মানুষের ক্ষতি করে না...পুজো 2024 ৷ আপনাদের আশীর্বাদ নিয়ে আজ থেকে শুটিং শুরু হল ।"

আরও পড়ুন:

  1. এই পুজোয় ফের শিবু-নন্দিতা ধামাকা, আসছে 'বহুরূপী'
  2. ভিক্টোরিয়ার রাস্তায় হাঁটা থেকে ফুচকা, রাখি গুলজারের সঙ্গে অন্য মুডে শ্রুতি
  3. 'আমার বস' ছবির অফার আমার কাছে সান্তার উপহার: শ্রুতি দাস
Last Updated : Apr 5, 2024, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details