পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বয়স সংখ্যা মাত্র, শান্তনু মৈত্রের মায়ের নাচ দেখলে অবাক হবেন আপনিও - SHANTANU MOITRA MOTHER

মহিলা সমিতির অনুষ্ঠানে মিউজিক কম্পোজার শান্তনু মৈত্রর মায়ের নাচ দেখে মুগ্ধ নেটপাড়া৷

Shantanu Moitra
মায়ের সঙ্গে সঙ্গীতশিল্পী শান্তনু মৈত্র (ইন্সটাগ্রাম)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 26, 2024, 4:21 PM IST

হায়দরাবাদ, 26 অক্টোবর: বলিউডে মিউজিক কম্পোজার হিসাবে প্রথম সারিতে সফলতার সঙ্গে উঠে আসে শান্তনু মৈত্রর নাম ৷ তিনি আবার রিয়েলিটি শো সারেগামাপা-এর অন্যতম বিচারকও বটে ৷ সঙ্গীতজগতের সঙ্গে এহেন শিল্পীর মা মঞ্জু মৈত্রও কম যান না ৷

বয়সকে তুড়ি মেরে উড়িয়ে বেঁচে থাকার চেনা ছন্দকে কখনও ভাঙছেন আবার কখনও গড়ছেন ৷ শনিবার সোশাল মিডিয়ায় শান্তনু মৈত্রের মায়ের একটি নাচের ভিডিয়ো দেখে মুগ্ধ অনুরাগীরা ৷ সোশাল মিডিয়ায় অনেকের মন্তব্য, এই বয়সে এসে নাচের পারদর্শীতা অবাক করে ৷

শান্তনুর পোস্ট...

সোশাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ 'পরিণীতা', 'লগে রহো মুন্নাভাই', '3 ইডিয়টস' ছবির মিউজিক কম্পোজার শান্তনু ৷ তিনি মাঝেমধ্যেই তাঁর মা মঞ্জু মৈত্রের নানা ভিডিয়ো শেয়ার করেন ৷ তেমনই এক ভিডিয়ো শেয়ার করেন এদিন ৷ ক্যাপশনে তিনি লেখেন, "আমার মা, যিনি সবচেয়ে বেশি যেটা করতে ভালোবাসেন তা হল নাচ ৷ রবীন্দ্রসঙ্গীতের গানে মায়ের নাচ ৷ এখানেই তিনি সুখ-আনন্দ খুঁজে পান ৷ বাড়ি হোক বা বাইরে এই ছবিই দেখতে আমি বেশি পরিচিত ৷"

শিল্পী আরও লেখেন, "এই নাচের ভিডিয়ো নয়াদিল্লির চিত্তরঞ্জন পার্কের মহিলা সমিতি দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানের ৷ ধন্যবাদ সকল মাসিদের যাঁরা মায়ের এই ভিডিয়ো আমায় পাঠিয়েছেন ৷" শিল্পীর মায়ের নাচের ভিডিয়ো দেখে নেটপাড়ায় প্রশংসায় পঞ্চমুখ লোপামুদ্রা মিত্র, রাঘব চট্টোপাধ্যায় থেকে অসংখ্য অনুরাগীরা ৷ লোপামুদ্রা লেখেন, "এক্সেলেন্ট ৷ কী এনার্জি ৷ দিল্লিতে শোয়ের সময় মাসিমার সঙ্গে দেখা করব ৷" শিল্পী রাঘব লেখেন, "অসাধারণ নাচ ৷ মাসিমাকে প্রণাম জানিয়ো ৷"

এর আগেও মা মঞ্জু মৈত্রের একাধিক নাচের ভিডিয়ো ইন্সটাগ্রাম ও ফেসবুক পেজে শেয়ার করেছেন সঙ্গীতশিল্পী শান্তনু মৈত্র ৷ যা দেখে প্রতিনিয়ত অবাক হন অনুরাগীরা ৷

ABOUT THE AUTHOR

...view details