পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে পছন্দ করতেন না শাহরুখ খান! নেপথ্যের কারণ কী? - Biswajeet Chatterjee - BISWAJEET CHATTERJEE

Biswajeet Chatterjee Shares Memory With Srk: জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের অনুরাগী ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে ৷ এহেন তারকার বড় অনুরাগী ছিলেন শাহরুখ খানের মা লাতিফ ফাতিমা খান ও অনুপম খেরের মা দুলারি খের ৷ তা শুনে কি বললেন 'বিশ সাল বাদ' অভিনেতা ?

Biswajeet Chatterjee Shares Memory With Srk
অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের অনুরাগী শাহরুখ-অনুপমের মা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Jul 25, 2024, 12:46 PM IST

Updated : Jul 25, 2024, 1:33 PM IST

কলকাতা, 25 জুলাই: 'বিশ সাল বাদ' ছবির জনপ্রিয় গান 'বেকারার করকে হামে...' গানে শাহরুখ খানের ডান্স মুভ ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায় ৷ অ্যাটলির 'জওয়ান' মুক্তি পাওয়ার পর ছবির ছোট্ট এই দৃশ্যতে মজে নেটপাড়া ৷ 1962 সালে মুক্তি পাওয়া বিশ্বজিৎ-ওয়াহিদা রহমানের এই ছবি জনপ্রিয় হয় সেই সময়েও ৷ এহেন অভিনেতা বিশ্বজিতের বড় অনুরাগী ছিলেন বাদশা শাহরুখ খানের মা লাতিফ ফাতিমা খান ও অনুপম খেরের মা দুলারি খের ৷ সম্প্রতি এক টক-শোয়ে উঠে আসে এমনই অজানা তথ্য ৷ তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ইটিভি ভারতের সঙ্গে শেয়ার করেন শাহরুখ খান, অনুপম খেরের সঙ্গে কাটানো নানা মুহূর্তের কথা ৷

অভিনেতা বিশ্বজিৎ বলেন, "হ্যাঁ আমি জানি তো শাহরুখের মা আমার ফ্যান। আমাকে শাহরুখ বলেছিল এ কথা। তা হলে গল্পটা বলি শোনো।" সদা হাস্যময়, প্রাণখোলা মানুষটি বলতে শুরু করেন, "শাহরুখের সঙ্গে আমার প্রথম দেখা একটা শুটিংয়ে। ফারহা খান তাঁর প্রথম ছবি 'ম্যায় হুঁ না'র শুটিং করছেন। শাহরুখ ছবির হিরো। আমাকে বলেছিল যেতে। ফারহার বাবা আমার বন্ধু ছিলেন। ফারহা আমাকে পরিচয় করিয়ে দিল শাহরুখের সঙ্গে। শাহরুখ দেখা হতেই আমাকে বলে, আমার মা আপনার খুব বড় ভক্ত। আপনি একটু সময় দেবেন আমাকে? তারপর আমাকে বসিয়ে গল্প শুরু করে।"

বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আরও বলেন, "শাহরুখ সেদিন আমাকে বলে, ও নাকি তখন খুব ছোট। ওর মা বলতেন যে আমার হিরো বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তাঁকে তোর থেকে অনেক ভালো দেখতে। আর তখন মায়ের সঙ্গে নাকি ছোট্ট শাহরুখের খুব ঝগড়া হত। আর ও বলত না তোমার বিশ্বজিতের থেকে আমাকে অনেক ভালো দেখতে। শাহরুখ নাকি মাকে বলত, তোমার বিশ্বজিৎ গন্দা হ্যায়।" অভিনেতা আরও বলেন, "ওর মা আমার ফ্যান হলেও ওর বাবা ছিলেন দিলীপ কুমারের অনুরাগী। শাহরুখ সেদিন আমাকে বলে ওর মা আমার বেশ কিছু সিনেমা ওকে দেখিয়েছেন। আমার ছবির একটা গানও 'জওয়ান' ছবিতে কাজে লাগিয়েছে ও। পুরনো দিন ভোলেনি শাহরুখ। এটাই ভালো লাগে।"

বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এদিন অনুপম খের প্রসঙ্গে বলেন, "অনুপমের মাও আমাকে পছন্দ করতেন ৷ আমাকে জানিয়েছিলেন অভিনেতা অনুপম খের। এগুলোই আমার প্রাপ্তি। এত মানুষ ভালোবেসেছেন ৷ আজও ভালোবাসেন ৷ আর কী চাই। আসলে ভগবান আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন সবটা। আর লোকে বলছে আমি করছি।" ঈশ্বরে বিশ্বাসী অভিনেতা কথা শেষ করে বলেন "তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি।"

Last Updated : Jul 25, 2024, 1:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details