নয়াদিল্লি, 27 ডিসেম্বর: বয়স বাড়ল ভাইজানের ৷ দেশজুড়ে সলমন খান অনুরাগীদের শুভেচ্ছা বার্তা আসছে সোশাল মিডিয়ায় ৷ সুইট সিক্সটি-র দিকে এগোচ্ছেন বলিউডের দাবাং খান ৷ গত তিন দশক ধরে বিনোদন ইন্ডাস্ট্রিতে তিনি প্রেম থেকে হয়ে উঠেছেন সকলের ভাই ৷ জন্মদিনে ফিরে দেখা যাক, সেই সব ছবির দিকে যা সলমন খানকে বানিয়েছে কিং অফ বলিউড বা বলা ভালো দাবাং খান৷
1. 'ম্যায়নে প্যায়ার কিয়া'
মুখ্য অভিনেতা হিসাবে রূপোলি পর্দায় আত্মপ্রকাশ সলমন খানের ৷ আটের দশকে সূরজ আর বারজাতিয়ার ছবিতে সামনে আসে মিষ্টি প্রেম ৷ যাঁকে পর্দায় দেখে বেড়ে যেত মহিলাদের হার্টবিট ৷ সুমন (ভাগ্যশ্রী)-এর প্রতি প্রেমের ভালোবাসা, আত্মত্যাগ নিমেষে দর্শক মনে জায়গা করে নেয় ৷ বক্সঅফিসে ছবি সুপারহিট ৷ আলাদা করে মুগ্ধ করে অবশ্যই ছবির প্রতিটা গান ৷ সেই বছর বেস্ট মেল ডেবিউ হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পান সলমন খান ৷ পাশাপাশি, এই ছবির হাত ধরেই প্রেম নামের ছাপ পড়ে যায় সলমনের কেরিয়ারে ৷
2. 'হাম আপকে হ্যায় কৌন'
1990 সালকে বলিউডের সোনালী যুগ বলা যায় ৷ আর সলমন খানের কেরিয়ার তখন মধ্যগগনে ৷ যা ছুঁয়ে দেখছেন তাই যেন সোনা হয়ে যাচ্ছে ৷ মুক্তি পায় হাম আপকে হ্যায় কৌন ৷ সেই সময় এই ছবি ছিল বিগেস্ট ব্লকব্লাস্টার হিট ৷ খানের চরিত্রের নাম প্রেম ৷ আর বিপরীতে মাধুরী দীক্ষিত ৷ চিত্রনাট্য, অভিনয়, গান সবদিক থেকে বিনোদনের সেরা প্যাকেজ এই ছবি ৷
3. 'করণ অর্জুন'
প্রথমবার সিনে পর্দায় দুই খান আসেন একসঙ্গে ৷ সলমন খান ও শাহরুখ খান ৷ অ্যাকশন প্যাকড সিনেমায় আইকনিক চরিত্র হয়ে দাঁড়ায় করণ অর্জুন ৷ আজও অনুরাগীদের কাছে এই জুটি করণ-অর্জুন হিসাবে বেশ জনপ্রিয় ৷
4. 'জুড়ুয়া'
একে রক্ষে নেই পাশে আবার... সিনেপর্দায় দ্বৈত চরিত্রে সলমন খান ৷ ডেভিড ধাওয়ান পরিচালিত জুড়ুয়া ছবিতে কমেডি-অ্যাকশন-রোমান্সের পারফেক্ট মেলবন্ধন আজও দর্শকদের ধরে রাখে সিনেপর্দার সামনে ৷ রাজা ও প্রেম চরিত্রে সলমন খানের অভিনয় বক্সঅফিসে ম্যাসিভ হিট দেয় ছবিকে ৷
5. 'তেরে নাম'
একজন প্রেমিকের করুণ প্রেম কাহিনী ৷ যে হারিয়ে ফেলে নিজের ভালোবাসাকে ৷ রাধে চরিত্রের মর্মান্তিক পরিণতি প্রেক্ষাগৃহে চোখে জল এনেছিল দর্শকদের ৷ সতীশ কৌশিক পরিচালিত এই ছবি সলমন খানের কেরিয়ারের অনবদ্য ইউটার্ন নেয় ৷ পাশাপাশি, রাধের লুক, হেয়ারস্টাইল, পোশাক অনুরাগীদের ব্যাপক প্রভাবিত করে ৷
6. 'ওয়ান্টেড'
'একবার জো ম্যায়নে কমিটমেন্ট কর দি উসকে বাদ তো ম্যায় খুদকি ভি নেহি শুনতা...'-আজও সলমন খানের মুখে এই সংলাপ শোনার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা ৷ প্রভু দেবা পরিচালিত অ্যাকশনধর্মী ছবিতে সলমন স্টাইলের দিক থেকে নতুন ট্রেডমার্ক তৈরি করেন ৷ পাশাপাশি অ্যাকশন হিরো হিসাবে বলিউডে পাকা জায়গা করে নেন সলমন খান ৷
7. 'পার্টনার'
ফুল অ্যাকশন হিরো থেকে একেবারে কমেডিয়ান ৷ পর্দায় ভোলবদল সলমনের ৷ গোবিন্দার সঙ্গে তাঁর পার্টনার বক্সঅফিসে ব্যাপক সাফল্য আনে ৷ 2000 সালে পার্টনার ছিল সাকসেসফুল কমেডি ছবির মধ্যে একটি ৷