পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

চার্মিং থেকে লার্জার দ্যান লাইফ অ্যাকশন হিরো....সলমনের 'দশম অবতার' নজরকাড়া - SALMAN KHAN 59TH BIRTHDAY

'একবার জো ম্যায়নে কমিটমেন্ট কর দি উসকে বাদ তো ম্যায় খুদকি ভি নেহি শুনতা...'- কেমন ছিল সলমন খানের প্রেম থেকে চুলবুল পাণ্ডের সিনে জার্নি ?

salman-khans-59th-birthday
সলমনের 'দশম অবতার' নজরকাড়া (এএনআই)

By ANI

Published : Dec 27, 2024, 12:18 PM IST

নয়াদিল্লি, 27 ডিসেম্বর: বয়স বাড়ল ভাইজানের ৷ দেশজুড়ে সলমন খান অনুরাগীদের শুভেচ্ছা বার্তা আসছে সোশাল মিডিয়ায় ৷ সুইট সিক্সটি-র দিকে এগোচ্ছেন বলিউডের দাবাং খান ৷ গত তিন দশক ধরে বিনোদন ইন্ডাস্ট্রিতে তিনি প্রেম থেকে হয়ে উঠেছেন সকলের ভাই ৷ জন্মদিনে ফিরে দেখা যাক, সেই সব ছবির দিকে যা সলমন খানকে বানিয়েছে কিং অফ বলিউড বা বলা ভালো দাবাং খান৷

1. 'ম্যায়নে প্যায়ার কিয়া'
মুখ্য অভিনেতা হিসাবে রূপোলি পর্দায় আত্মপ্রকাশ সলমন খানের ৷ আটের দশকে সূরজ আর বারজাতিয়ার ছবিতে সামনে আসে মিষ্টি প্রেম ৷ যাঁকে পর্দায় দেখে বেড়ে যেত মহিলাদের হার্টবিট ৷ সুমন (ভাগ্যশ্রী)-এর প্রতি প্রেমের ভালোবাসা, আত্মত্যাগ নিমেষে দর্শক মনে জায়গা করে নেয় ৷ বক্সঅফিসে ছবি সুপারহিট ৷ আলাদা করে মুগ্ধ করে অবশ্যই ছবির প্রতিটা গান ৷ সেই বছর বেস্ট মেল ডেবিউ হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পান সলমন খান ৷ পাশাপাশি, এই ছবির হাত ধরেই প্রেম নামের ছাপ পড়ে যায় সলমনের কেরিয়ারে ৷

2. 'হাম আপকে হ্যায় কৌন'
1990 সালকে বলিউডের সোনালী যুগ বলা যায় ৷ আর সলমন খানের কেরিয়ার তখন মধ্যগগনে ৷ যা ছুঁয়ে দেখছেন তাই যেন সোনা হয়ে যাচ্ছে ৷ মুক্তি পায় হাম আপকে হ্যায় কৌন ৷ সেই সময় এই ছবি ছিল বিগেস্ট ব্লকব্লাস্টার হিট ৷ খানের চরিত্রের নাম প্রেম ৷ আর বিপরীতে মাধুরী দীক্ষিত ৷ চিত্রনাট্য, অভিনয়, গান সবদিক থেকে বিনোদনের সেরা প্যাকেজ এই ছবি ৷

3. 'করণ অর্জুন'
প্রথমবার সিনে পর্দায় দুই খান আসেন একসঙ্গে ৷ সলমন খান ও শাহরুখ খান ৷ অ্যাকশন প্যাকড সিনেমায় আইকনিক চরিত্র হয়ে দাঁড়ায় করণ অর্জুন ৷ আজও অনুরাগীদের কাছে এই জুটি করণ-অর্জুন হিসাবে বেশ জনপ্রিয় ৷

4. 'জুড়ুয়া'
একে রক্ষে নেই পাশে আবার... সিনেপর্দায় দ্বৈত চরিত্রে সলমন খান ৷ ডেভিড ধাওয়ান পরিচালিত জুড়ুয়া ছবিতে কমেডি-অ্যাকশন-রোমান্সের পারফেক্ট মেলবন্ধন আজও দর্শকদের ধরে রাখে সিনেপর্দার সামনে ৷ রাজা ও প্রেম চরিত্রে সলমন খানের অভিনয় বক্সঅফিসে ম্যাসিভ হিট দেয় ছবিকে ৷

5. 'তেরে নাম'
একজন প্রেমিকের করুণ প্রেম কাহিনী ৷ যে হারিয়ে ফেলে নিজের ভালোবাসাকে ৷ রাধে চরিত্রের মর্মান্তিক পরিণতি প্রেক্ষাগৃহে চোখে জল এনেছিল দর্শকদের ৷ সতীশ কৌশিক পরিচালিত এই ছবি সলমন খানের কেরিয়ারের অনবদ্য ইউটার্ন নেয় ৷ পাশাপাশি, রাধের লুক, হেয়ারস্টাইল, পোশাক অনুরাগীদের ব্যাপক প্রভাবিত করে ৷

6. 'ওয়ান্টেড'
'একবার জো ম্যায়নে কমিটমেন্ট কর দি উসকে বাদ তো ম্যায় খুদকি ভি নেহি শুনতা...'-আজও সলমন খানের মুখে এই সংলাপ শোনার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা ৷ প্রভু দেবা পরিচালিত অ্যাকশনধর্মী ছবিতে সলমন স্টাইলের দিক থেকে নতুন ট্রেডমার্ক তৈরি করেন ৷ পাশাপাশি অ্যাকশন হিরো হিসাবে বলিউডে পাকা জায়গা করে নেন সলমন খান ৷

7. 'পার্টনার'
ফুল অ্যাকশন হিরো থেকে একেবারে কমেডিয়ান ৷ পর্দায় ভোলবদল সলমনের ৷ গোবিন্দার সঙ্গে তাঁর পার্টনার বক্সঅফিসে ব্যাপক সাফল্য আনে ৷ 2000 সালে পার্টনার ছিল সাকসেসফুল কমেডি ছবির মধ্যে একটি ৷

8.'বজরঙ্গী ভাইজান'
সাদাসিধা, সরল মনের মানুষ পবন ৷ ভালোবাসা দিয়ে যে সবকিছু জয় করা যায়, তা সিনেপর্দায় বোঝালেন সলমন খান ৷ বিশ্বব্যাপী সকলের কাছে তিনি হয়ে উঠলেন ভাইজান ৷ ভালোবাসা ও একতার বার্তা দেওয়ার পাশাপাশি এই ছবি ভারতীয় ও গ্লোবাল বক্সঅফিসে একাধিক রেকর্ড ভেঙে ফেলে ৷

9. দ্য 'দাবাং' ফ্রাঞ্চাইজি
দাবাং সিনেমা সলমনের কেরিয়ারের গেম চেঞ্জার বলা যায় ৷ পুলিশের চরিত্রে তিনি এলেন, দেখলেন, জয় করলেন ৷ চুলবুল পাণ্ডে হয়ে উঠল বলিউডের আইকনিক চরিত্র ৷ তাঁর চোখা চোখা সংলাপ, স্টাইল স্টেটমেন্ট ও কমিক সেন্স দাবাং ফ্রাঞ্চাইজিকে সাফল্যের অন্য স্তরে নিয়ে যায় ৷

10. 'কিক'
সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসে সলমন খানের কিক ৷ আরও একবার অ্যাকশন অবতারে বলিউডের ভাইজান ৷ অ্যান্টি-হিরো ডেভিল চরিত্র দর্শক মনে ছাপ ফেলে ৷ পাশাপাশি বক্সঅফিসেও আনে সাফল্য ৷

চার্মিং হিরো থেকে লার্জার দ্যান লাইফ অ্যাকশন হিরো, সলমন খানের বলিউড জার্নি এককথায় অসাধারণ ৷ তিন দশক পরেও তিনি বক্সঅফিসে দিয়ে চলেছেন একের পর হিট সিনেমা ৷ 'সুলতান' (2016) হোক বা 'রেস 3' (2018) বা 'টাইগার' ফ্রাঞ্চাইজি, সলমন খান অনবদ্য বক্সঅফিসে ৷

2025 সালের ঈদে মুক্তির অপেক্ষায় সলমন খানের নতুন ছবি 'সিকন্দর' ৷ সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবির পোস্টার ভাইজানের জন্মদিন উপলক্ষ্যে সামনে এসেছে ৷ পরিচালনায় এআর মুরুগাদস ৷ সলমনের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন রশ্মিকা মন্দানা ৷ এছাড়াও তালিকায় রয়েছে 'কিক 2' ও আদিত্য চোপড়ার 'টাইগার ভার্সেস পাঠান' ৷ পাশাপাশি টেলিভিশন দুনিয়াতেও সলমনের খানের প্রভাব অস্বীকার করা যায় না ৷

2010 সাল থেকে 'বিগ বস' রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসাবে উপস্থিত হচ্ছেন সলমন ৷ 2024 সালে দাঁড়িয়ে সেই সলমন খানই বিগবস 18 সঞ্চালনা করছেন ৷ প্রসঙ্গত, জন্মদিনের দিন 'সিকন্দর' ছবির টিজার আসার কথা থাকলেও তা বাতিল হয়ে যায় ৷ কারণ 26 ডিসেম্বর প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ ফলে 27 তারিখ টিজার আসার কথা থাকলেও তা পিছিয়ে যায় ৷ এরপর প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে 'সিকন্দর' ছবির টিজার আসবে 28 ডিসেম্বর সকাল ঠিক 11টায় ৷


ভারতীয় সিনেমায় মহিলাদের জয় জয়কার, তালিকায় রয়েছেন কারা ?

'পুষ্পা'-'মুফাসা'র কারণে ধুঁকছে 'বেবি জন' ! কী বলছে বরুণের বক্সঅফিস রিপোর্ট ?

ABOUT THE AUTHOR

...view details