ETV Bharat / entertainment

বদলে গিয়েছে জীবন, সেলেবদের ঘরে সন্তানের আগমন - CELEBS WHO WELCOMED BABIES IN 2024

2024 সাল অনেক তারকার কাছে বিশেষ একটা বছর ৷ বলিউডের অনেক তারকা পিতৃত্বের জগতে পা রেখেছেন ৷ দেখা যাক নতুন বছরে বাবা-মা হয়েছেন কারা ৷

CELEBS WHO WELCOMED BABIES IN 2024
সেলেবদের ঘরে সন্তানের আগমন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 15 hours ago

হায়দরাবাদ, 28 ডিসেম্বর: এই বছরটা সেই সকল তারকাদের কাছে স্মরনীয় যাঁরা জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন ৷ যাঁরা প্রথমবার সন্তানের বাবা-মা হয়েছেন ৷ বছর শেষে ফিরে দেখা যাক, সেই সকল তারকাদের দিকে যাঁরা পরিবারে সদস্য সংখ্যা বাড়িয়ে দিয়েছেন খুশির খবর ৷

দীপিকা পাড়ুকোন-রণবীর সিং

8 সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা ৷ মেয়ের নাম রেখেছেন দুয়া ৷ সেপ্টেম্বরে জন্ম হলেও নভেম্বরের দিওয়ালিতে মেয়ের নাম আসে প্রকাশ্যে ৷ সিলভার স্ক্রিনে রণবীর-দীপিকার জুটি হিট ৷ এবার রিয়েল লাইফে বাজিরাও মস্তানি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ৷

অনুষ্কা শর্মা-বিরাট কোহলি

পাওয়ার কাপল অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি দ্বিতীয়বারের জন্য় বাবা-মা হয়েছেন ৷ চলতি বছর 15 ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন অনুষ্কা ৷ তাঁদের এক কন্যা সন্তান রয়েছে নাম ভামিকা ৷ এবার তাঁরা ছেলের নাম রেখেছেন আকায় ৷

বরুণ ধাওয়ান-নাতাশা দালাল

প্রথমবার পিতৃত্বের স্বাদ উপভোগ করছেন অভিনেতা বরণ ধাওয়ান ৷ তাঁর ও স্ত্রী নাতাশার ঘরে এসেছে মিষ্টি মেয়ে ৷ জুন মাসের 3 তারিখ জন্ম হয় মেয়ে লারার ৷

ইয়ামি গৌতম- আদিত্য ধর

অভিনেত্রী ইয়ামি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা জনসমক্ষে কথা বলেন না ৷ তাঁর ও আদিত্য ধরের জীবনে 20 মে আসে ভেদাভিদ ৷ ইয়ামি জন্ম দেন ছেলের ৷ সিনেমা আর্টিকেল 370-র ট্রেলার লঞ্চে মা হওয়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী ৷

বিক্রান্ত ম্যাসি-শীতল ঠাকুর

ফেব্রুয়ারির 7 তারিখ বিক্রান্ত ও শীতলের জীবনে আসে বরদান ৷ অর্থাৎ পুত্র সন্তানের জন্ম দেন শীতল ৷ খুশির খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেন টুয়েলভথ ফেল খ্যাত তারকা ৷

রিচা চাড্ডা-আলি ফজল

কাজের জগতে রিচা ও আলি দুজনেই এখন রয়েছেন জনপ্রিয়তার শিখরে৷ হীরামাণ্ডির জন্য নজর কাড়েন রিচা ৷ মীর্জাপুরের জন্য প্রশংসিত হন আলি ৷ 16 জুলাই তাঁদের ঘরে আসে নতুন সদস্য ৷ রিচা জন্ম দেন এক কন্য়া সন্তানের ৷

রাধিকা আপ্তে-বেনেডিট টেলর

ডিসেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন রাধিকা আপ্তে ৷ ইন্সটাগ্রামে একটি ক্যানডিড ফটো শেয়ার করেন 'অহল্যা' অভিনেত্রী ৷

বলিউডের পাশাপাশি টলিউডেও বাবা-মা হয়েছেন অনেক তারকা ৷

কোয়েল মল্লিক-নিসপাল সিং

ডিসেম্বরে দ্বিতীয় বার মা হন কোয়েল মল্লিক। প্রথম সন্তান ছেলে কবীরের বয়স প্রায় চার। সমাজমাধ্যমে কোয়েলের কন্যাসন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হন অনুরাগীরা।

কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ

বিয়ের আট মাসের মাথায় কাঞ্চন-শ্রীময়ী জীবনে নতুন সদস্যের আগমন ঘটে। 27 বছর বয়সে মা হন শ্রীময়ী ৷ মেয়ের নাম রাখেন কৃষভি ৷

হায়দরাবাদ, 28 ডিসেম্বর: এই বছরটা সেই সকল তারকাদের কাছে স্মরনীয় যাঁরা জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন ৷ যাঁরা প্রথমবার সন্তানের বাবা-মা হয়েছেন ৷ বছর শেষে ফিরে দেখা যাক, সেই সকল তারকাদের দিকে যাঁরা পরিবারে সদস্য সংখ্যা বাড়িয়ে দিয়েছেন খুশির খবর ৷

দীপিকা পাড়ুকোন-রণবীর সিং

8 সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা ৷ মেয়ের নাম রেখেছেন দুয়া ৷ সেপ্টেম্বরে জন্ম হলেও নভেম্বরের দিওয়ালিতে মেয়ের নাম আসে প্রকাশ্যে ৷ সিলভার স্ক্রিনে রণবীর-দীপিকার জুটি হিট ৷ এবার রিয়েল লাইফে বাজিরাও মস্তানি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ৷

অনুষ্কা শর্মা-বিরাট কোহলি

পাওয়ার কাপল অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি দ্বিতীয়বারের জন্য় বাবা-মা হয়েছেন ৷ চলতি বছর 15 ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন অনুষ্কা ৷ তাঁদের এক কন্যা সন্তান রয়েছে নাম ভামিকা ৷ এবার তাঁরা ছেলের নাম রেখেছেন আকায় ৷

বরুণ ধাওয়ান-নাতাশা দালাল

প্রথমবার পিতৃত্বের স্বাদ উপভোগ করছেন অভিনেতা বরণ ধাওয়ান ৷ তাঁর ও স্ত্রী নাতাশার ঘরে এসেছে মিষ্টি মেয়ে ৷ জুন মাসের 3 তারিখ জন্ম হয় মেয়ে লারার ৷

ইয়ামি গৌতম- আদিত্য ধর

অভিনেত্রী ইয়ামি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা জনসমক্ষে কথা বলেন না ৷ তাঁর ও আদিত্য ধরের জীবনে 20 মে আসে ভেদাভিদ ৷ ইয়ামি জন্ম দেন ছেলের ৷ সিনেমা আর্টিকেল 370-র ট্রেলার লঞ্চে মা হওয়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী ৷

বিক্রান্ত ম্যাসি-শীতল ঠাকুর

ফেব্রুয়ারির 7 তারিখ বিক্রান্ত ও শীতলের জীবনে আসে বরদান ৷ অর্থাৎ পুত্র সন্তানের জন্ম দেন শীতল ৷ খুশির খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেন টুয়েলভথ ফেল খ্যাত তারকা ৷

রিচা চাড্ডা-আলি ফজল

কাজের জগতে রিচা ও আলি দুজনেই এখন রয়েছেন জনপ্রিয়তার শিখরে৷ হীরামাণ্ডির জন্য নজর কাড়েন রিচা ৷ মীর্জাপুরের জন্য প্রশংসিত হন আলি ৷ 16 জুলাই তাঁদের ঘরে আসে নতুন সদস্য ৷ রিচা জন্ম দেন এক কন্য়া সন্তানের ৷

রাধিকা আপ্তে-বেনেডিট টেলর

ডিসেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন রাধিকা আপ্তে ৷ ইন্সটাগ্রামে একটি ক্যানডিড ফটো শেয়ার করেন 'অহল্যা' অভিনেত্রী ৷

বলিউডের পাশাপাশি টলিউডেও বাবা-মা হয়েছেন অনেক তারকা ৷

কোয়েল মল্লিক-নিসপাল সিং

ডিসেম্বরে দ্বিতীয় বার মা হন কোয়েল মল্লিক। প্রথম সন্তান ছেলে কবীরের বয়স প্রায় চার। সমাজমাধ্যমে কোয়েলের কন্যাসন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হন অনুরাগীরা।

কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ

বিয়ের আট মাসের মাথায় কাঞ্চন-শ্রীময়ী জীবনে নতুন সদস্যের আগমন ঘটে। 27 বছর বয়সে মা হন শ্রীময়ী ৷ মেয়ের নাম রাখেন কৃষভি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.