হায়দরাবাদ, 18 জানুয়ারি: "আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে ?কিছুই কি নেই বাকি ৷" বিচ্ছেদের পরও প্রাক্তনের প্রতি প্রেম কি মনের গভীরে উঁকি মারে নাকি মরে যায় ? ব্যক্তি বিশেষে মনের জটিল ধাঁধার উত্তর হয়তো আলাদা হবে ৷ কিন্তু সইফ আলি খানকে নিয়ে কি ভাবছেন প্রাক্তন স্ত্রী অমৃতা সিং ?
বিগত দুদিন ধরে সইফ আলি খান খবরের শিরোনামে ৷ 15 জানুয়ারি বাড়িতে তাঁর ওপর হামলা হয় ৷ ছ'বার ছুরির কোপে গুরুতর অভিনেতার অস্ত্রোপচারও হয় ৷ এখন তিনি সুস্থতার পথে ৷ পরিবারের সদস্যদের পাশাপাশি অনেক তারকা সইফকে দেখতে হাসপাতালে যান ৷ কিন্তু গত দুদিনে এখনও পর্যন্ত হাসপাতালে দেখা গেল না সইফের প্রাক্তন স্ত্রী অমৃতাকে ৷
ইব্রাহিম ও সারা বাবাকে দেখতে হাসপাতালে প্রতিদিনই গেছেন ৷ অথচ এক সময়ের যে কাছের ছিল, আপন ছিল আজ তাঁর বিপদে অমৃতাকে দেখা না যাওয়ায় নেটিজেনরা কৌতুহল প্রকাশ করেছেন ৷ সইফের সঙ্গে সঙ্গে কি পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও কি দূরত্ব তৈরি করেছেন অমৃতা ৷ ভালোবাসার আঘাত কি তাঁকে ভিতর থেকে এতটাই ভেঙে দিয়েছে যে তিনি এখন পাথর হয়ে গিয়েছেন ? নেটপুলিশদের মতে প্রকাশ্যে না এলেও নিশ্চই ছেলে-মেয়ের কাছ থেকে সইফের খবর নিচ্ছেন অমৃতা ৷ হয়তো ফোনে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথাও বলেছেন ৷
অমৃতা-সইফের প্রেম
বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, অভিনেত্রী অমৃতা সিংয়ের প্রেমে পাগল ছিলেন নবাব পুত্র ৷ তিনি পরিবারের বিরুদ্ধে গিয়ে 13 বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন ৷ সেই সময় এই ঘটনায় বিটাউনে ভীষণ চর্চাও হয়েছিল ৷