মুম্বই, 18 জানুয়ারি: মাত্র 23 বছর বয়সেই থেমে গেল জীবন রথ ৷ মুম্বইয়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় টেলিভিশন তারকা ৷ শুক্রবার দুপুরে মুম্বইয়ের জগেশ্বরী রোডে তারকা আমন জয়েসওয়ালকে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ৷ ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতার ৷
'ধরতিপুত্র নন্দিনী' ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন আমন ৷ অম্বলি থানার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার পর অভিনেতাকে দ্রুত কাছের কামা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকদের চেষ্টা বিফলে যায় ৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা অমন ৷ ইতিমধ্যেই ট্রাক চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷
ঘটনাটি ঘটেছে হিল পার্কের কাছে ৷ পুলিশ জানিয়েছে,বিকাল সোয়া ৩টার দিকে হিল পার্ক রোডের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন অমন ৷ ট্রাকটি বিপরীত দিক থেকে দ্রুত গতিতে এসে আচমকাই ধাক্কা মারে জয়সওয়ালকে। দ্রুততার সঙ্গে তাঁকে কামা হাসপাতালের ট্রমা ওয়ার্ডে পাঠানো হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ট্রাক এবং ট্রাক চালক এখন পুলিশ হেফাজতে ৷
'ধরতিপুত্র নন্দিনী' ধারাবাহিকের লেখক ধীরজ মিশ্রা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমন অডিশন দিতে যাচ্ছিল ৷ সেই সময় জগেশ্বরী হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন অভিনেতা ৷ 2023 সালে হ্যান্ডসাম আমন সোশাল মিডিয়ায় জানান, তিনি বাড়ির অমতে গিয়ে অভিনেতা হচ্ছেন ৷ নিজের স্বপ্ন পূরণ করার জন্য তিনি মুম্বই আসেন ৷ কিন্তু জীবনের একাধিক স্বপ্ন রয়ে গেল অধরা ৷
তিনি তাঁর পোস্টে লিখেছিলেন, "চার বছর আগে ছোট শহরের এক ছেলে স্বপ্ন দেখেছিল হিরো হওয়ার ৷ পরিবারের অমত থাকা সত্ত্বেও সে স্বপ্ন দেখার সাহস রাখে ৷ মুম্বই শহরে আসে সেই স্বপ্ন পূরণ করতে ৷ অনেক চড়াই উতরাই গিয়েছে ৷ কিন্তু পরিশ্রমের ফল মিলেছে অবশেষে ৷ এখন হিরো হওয়ার স্বপ্ন পূরণ হল ৷ শুরু হল নতুন জার্নি ৷ সেই ছেলেটা আমি ৷ অবশেষে আমি করে দেখিয়েছি ৷" অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ অনুরাগীদের ৷