হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি:পরিবারকে বাঁচাতে পতৌদি নবাব সইফ আলি খান নিজেই হয়ে উঠেছিলেন রিয়েল লাইফ 'এজেন্ট বিনোদ'। শরীরে ছ'বার ছুরিকাঘাত, অস্ত্রোপচার সামলে সুস্থ হয়েছেন বলি অভিনেতা ৷ চিকিৎসকের পরামর্শে আপাতত তিনি বিশ্রামেই ৷ তবে সোমবার রাতে অভিনেতা প্রথমবার প্রকাশ্য়ে এল 'নবাবিয়ানায়' ৷ সকলের সামনে এসে বললেন, "আমি এরকমই একটা ডাকাতির ছবি করতে চেয়েছিলাম ৷"
প্রিয় অভিনেতা কেমন আছেন ? তা জানতে উদগ্রীব ভক্তরা। ছুরিকাঘাতের ঘটনার পর সোমবার প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছোটে নবাব সইফ হাত নেড়ে বুঝিয়ে দিলেন, 'হি ইজ বেটার নাউ ৷' তিনি এখন সুস্থ ৷ হামলা নিয়ে একের পর এক প্রশ্ন হাসিমুখে এড়িয়ে যান সইফ। ঘাড়ে ব্যান্ডেজ, বাঁ-হাতে স্যালাইনের চ্যানেলে জায়গা কালো গার্ডে ঢাকা সইফ অনুরাগীদের বলেন, "অনুষ্ঠানে আসতে পেরে আমি খুশি। তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতে পেরে খুব ভালো লাগছে।"