কটক, 10 ফেব্রুয়ারি: ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে কটকে সিরিজ জিতে নিয়েছে ভারত ৷ যা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ৷ কিন্তু ভারতের সাফল্যেও রবিবার মুখ পুড়েছে কটকের বারাবাটি স্টেডিয়ামের ৷ স্টেডিয়ামের একটি বাতিস্তম্ভের আলো 30 মিনিটেরও বেশি বন্ধ থাকায় বিঘ্নিত হয় ভারত-ইংল্যান্ড ম্যাচ ৷ ঘটনায় ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে শো-কজ করল সে রাজ্যের সরকার ৷
রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে রবিবারের ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে ওড়িশা সরকার ৷ রাজ্যের ক্রীড়া দফতরের তরফে এই মর্মে একটি চিঠি দেওয়া হয়েছে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ৷ যেখানে বলা হয়েছে, "বাতিস্তম্ভের আলো নিভে যাওয়ার ঘটনায় 30 মিনিট বন্ধ ছিল ম্যাচ ৷ যা ক্রিকেটার এবং দর্শকদের মধ্যে অসন্তোষ তৈরি করে ৷ সেই কারণে ওসিএ'কে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে ৷ ঘটনার পিছনে কোনও ব্যক্তি বা সংস্থা জড়িত আছে কি না, খুঁজে বার করতে হবে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি না-ঘটে ৷"
![FLOODLIGHT MALFUNCTION AT BARABATI STADIUM](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/23512050_wb_barabati.jpeg)
তবে প্রাথমিকভাবে বাতিস্তম্ভের আলো নিভে যাওয়ার যে কারণ সামনে এসেছে, সেখানে বলা হয়েছে সংশ্লিষ্ট বাতিস্তম্ভের টাওয়ারের সঙ্গে সংযুক্ত একটি জেনারেটর কাজ বন্ধ করে দেওয়ায় এমন বিপত্তি ৷ পরিবর্ত জেনারেটরটি আনতে খানিকটা সমস্যায় পড়তে হয় ৷ সে কারণেই ম্য়াচ 35 মিনিট বন্ধ থাকে ৷ রবিবারের ঘটনা পরবর্তীতে কটকে হাইভোল্টেজ ম্য়াচ আয়োজনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ৷ তড়িঘড়ি তাই পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার ৷ দশদিনের মধ্যে বিপত্তির কারণ দর্শাতে বলা হয়েছে ৷
বিপত্তি বাঁধে রবিবার দ্বিতীয় ইনিংস অর্থাৎ, ভারতের ব্য়াটিংয়ের সময় ৷ ছ'ওভার শেষ হতেই স্টেডিয়ামের একটি বাতিস্তম্ভের আলো নিভে যায় ৷ দ্রুত তা ফিরলেও একটি বল পর পুনরায় তা নিভে যায় ৷ দু'দলই এরপর মাঠ ছাড়ে ৷ এরপর প্রায় আধঘণ্টার প্রচেষ্টায় আলো ফিরলে ফের মাঠে নামে দুই দল ৷