ETV Bharat / entertainment

'গিরগিটি' আসছে বড় পর্দায়, কেমন হবে এই নয়া থ্রিলার ? - BENGALI FILM GIRGITI

'গিরগিটি' একটি থ্রিলার ছবি ৷ মুখ্য ভূমিকায় রয়েছেন সৌরভ দাস, পায়েল রায় ও জ্যামি বন্দ্যোপাধ্যায় ৷ সিনেমায় সবকটি চরিত্রকে নিজেদের রং বদলাতে দেখা যাবে ৷

Bengali film Girgiti
নতুন বাংলা ছবি 'গিরগিটি'র তিন মুখ্য অভিনেতা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 9, 2025, 8:56 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: বড় পর্দায় আসছে নতুন বাংলা সিনেমা 'গিরগিটি' । এই ছবিতে মুখ্য তিন ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস, পায়েল রায় ও জ্যামি বন্দ্যোপাধ্যায়কে ৷

কোচবিহার আর কলকাতার ঘটনা এই কাহিনিতে ধরা পড়েছে। গল্প এগিয়ে যায়, অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং কোনও এক রহস্যময় অতীত নিয়ে শহরে আসা তানিয়াকে ঘিরে । তানিয়া ভালোবেসে ফেলে রিতেশ নামের এক সফল ব্যবসায়ীকে, যার প্রাক্তন প্রেমিকার নামও তানিয়া । এরা দুজনেই নিজেদের একটা ক্যাফে খোলে এবং সময়ের সঙ্গে সঙ্গে একসঙ্গে থাকাও শুরু করে রিতেশের বাড়িতে । কিন্তু তানিয়া কোনও একটা কথা লুকিয়ে রাখে রিতেশের থেকে ।

এই সবেরই মাঝে জয় নামের এক ব্যক্তি তানিয়াকে সব জায়গায় ফলো করতে থাকে । এই জয় কি তাহলে তানিয়ার অতীতের সঙ্গে জড়িত কোনও চরিত্র, নাকি ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে রিতেশ-তানিয়ার সুখী সংসারে? জানতে হলে দেখতে হবে, 'গিরগিটি' ৷ এখানে কি রঙ পালটানো গিরিগিটির মতো কোনও চরিত্র আছে? জানা যাবে ছবিটি দেখলে ।

পরিচালক বলেন, "আমার ছবির নাম 'গিরগিটি'। এটা একটি থ্রিলার ছবি । আমরা সবাই জানি গিরগিটি রং বদলায় । এমন অনেক মানুষও আছেন যাঁরা ক্ষণে ক্ষণে রং বদলান । ঠিক সেরকমই আমার ছবিতে সবকটা চরিত্র সময় মতো নিজেদের রং বদলাচ্ছে । আমরা অনেক সময়েই সঠিক মানুষকে চিনতে পারি না । ভুল মানুষকেই কাছের মানুষ মনে করে বিশ্বাস করে ফেলি । এর পরে যখন জানতে পারি যে সেই মানুষটি ভালো নয় তখন অনেক দেরি হয়ে যায় । আর বেশি কিছু বলার নেই । বাকিটা জানতে হলে ছবিটা দেখতে হবে।"

প্রসঙ্গত, এই মুহূর্ত সিসিএল নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন জ্যামি বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ দাস দুজনেই । বেঙ্গল টাইগার্স ক্লাবের ভাইস ক্যাপ্টেন সৌরভ । তাই এই মুহূর্তে খেলা নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি এবং জ্যামি । এরই মাঝে ছবির খবর প্রকাশ্যে । ছবিতে ত্রিকোণ প্রেম আছে কি না তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে । বাকিটা বলবে সময় ।

কলকাতা, 9 ফেব্রুয়ারি: বড় পর্দায় আসছে নতুন বাংলা সিনেমা 'গিরগিটি' । এই ছবিতে মুখ্য তিন ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস, পায়েল রায় ও জ্যামি বন্দ্যোপাধ্যায়কে ৷

কোচবিহার আর কলকাতার ঘটনা এই কাহিনিতে ধরা পড়েছে। গল্প এগিয়ে যায়, অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং কোনও এক রহস্যময় অতীত নিয়ে শহরে আসা তানিয়াকে ঘিরে । তানিয়া ভালোবেসে ফেলে রিতেশ নামের এক সফল ব্যবসায়ীকে, যার প্রাক্তন প্রেমিকার নামও তানিয়া । এরা দুজনেই নিজেদের একটা ক্যাফে খোলে এবং সময়ের সঙ্গে সঙ্গে একসঙ্গে থাকাও শুরু করে রিতেশের বাড়িতে । কিন্তু তানিয়া কোনও একটা কথা লুকিয়ে রাখে রিতেশের থেকে ।

এই সবেরই মাঝে জয় নামের এক ব্যক্তি তানিয়াকে সব জায়গায় ফলো করতে থাকে । এই জয় কি তাহলে তানিয়ার অতীতের সঙ্গে জড়িত কোনও চরিত্র, নাকি ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে রিতেশ-তানিয়ার সুখী সংসারে? জানতে হলে দেখতে হবে, 'গিরগিটি' ৷ এখানে কি রঙ পালটানো গিরিগিটির মতো কোনও চরিত্র আছে? জানা যাবে ছবিটি দেখলে ।

পরিচালক বলেন, "আমার ছবির নাম 'গিরগিটি'। এটা একটি থ্রিলার ছবি । আমরা সবাই জানি গিরগিটি রং বদলায় । এমন অনেক মানুষও আছেন যাঁরা ক্ষণে ক্ষণে রং বদলান । ঠিক সেরকমই আমার ছবিতে সবকটা চরিত্র সময় মতো নিজেদের রং বদলাচ্ছে । আমরা অনেক সময়েই সঠিক মানুষকে চিনতে পারি না । ভুল মানুষকেই কাছের মানুষ মনে করে বিশ্বাস করে ফেলি । এর পরে যখন জানতে পারি যে সেই মানুষটি ভালো নয় তখন অনেক দেরি হয়ে যায় । আর বেশি কিছু বলার নেই । বাকিটা জানতে হলে ছবিটা দেখতে হবে।"

প্রসঙ্গত, এই মুহূর্ত সিসিএল নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন জ্যামি বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ দাস দুজনেই । বেঙ্গল টাইগার্স ক্লাবের ভাইস ক্যাপ্টেন সৌরভ । তাই এই মুহূর্তে খেলা নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি এবং জ্যামি । এরই মাঝে ছবির খবর প্রকাশ্যে । ছবিতে ত্রিকোণ প্রেম আছে কি না তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে । বাকিটা বলবে সময় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.