কলকাতা, 10 ফেব্রুয়ারি: নিজামের শহরে 'তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সম্মানিত হলেন 'এটা আমাদের গল্প' ছবির চিত্রনাট্যকার দেবপ্রতীম দাশগুপ্ত । মানসী সিনহা পরিচালিত ওই ছবির চিত্রনাট্যের জন্য জুরি অ্যাওয়ার্ড পেলেন তিনি । দেবপ্রতীম এই পুরস্কার পেয়ে ইটিভি ভারতকে বলেন, "মানসী ভাবতে জানে । তাই ওঁর ছবি উত্তরোত্তর উন্নতি করবে ।..."
দেবপ্রতীম এদিন বলেন, "যে কোনও সম্মানই দায়িত্ব বাড়ায় । তবে, তার থেকেও বেশি বাড়িয়ে দেয় চাপ । আগামী দিনেও এই জায়গা বহাল রাখতে পারব কি না তার একটা চাপ থেকেই যায় । 'এটা আমাদের গল্প' মানসীর প্রথম ছবি । মানসী ভাবতে জানে । ছকে বাঁধা কাজে বিশ্বাসী নয় সে । একটা কাজ নিয়ে ভাবে । তারপর এগোয় । আর নিজে কী চায় সেই ব্যাপারে নিজের কাছে নিজে খুব পরিষ্কার মানসী । আর ভাবতে পারে বলেই 'এটা আমাদের গল্প'র থেকে '5 নম্বর স্বপ্নময় লেন'-এর মেকিং আরও ভালো । দিন দিন ওর ছবি আরও উন্নত হবে, এটা হলফ করে বলতে পারি ।"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/debapratimmdasgupta_10022025130123_1002f_1739172683_762.jpg)
দেবপ্রতীমের কথায়, "আজকাল লিখতে বসলে অনেক কিছু মাথায় নিয়ে লিখতে হয় । ক'দিনের মধ্যে শুটিং শেষ করতে হবে-সহ আরও নানা দিক । '5 নম্বর স্বপ্নময় লেন'-এর চিত্রনাট্যও আমার লেখার কথা ছিল । কিন্তু আমি চোখ নিয়ে চিকিৎসাধীন থাকায় কাজটা করতে পারিনি । আমি কাগজে কলমে লিখি । অক্ষরগুলো ঠিক করে না দেখতে পারলে লিখব কীভাবে ?"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/debapratimmdasgupta_10022025130123_1002f_1739172683_362.jpg)
পরিচালক হিসেবে মানসী সিনহার প্রথম ছবি 'এটা আমাদের গল্প'। আর প্রথম ছবিতেই দর্শকের মন ছুঁয়ে গিয়েছিলেন তিনি । ছবিটি ব্যবসাও দিয়েছিল বেশ ভালো । 2024-এর 26 এপ্রিল মুক্তি পায় 'এটা আমাদের গল্প'। আর প্রথম সপ্তাহেই প্রায় 68 লক্ষ টাকার ব্যবসা করেছিল এই ছবি । শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, সোহাগ সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, আর্য দাশগুপ্ত, তারিন জাহান, পূজা কর্মকার-সহ আরও অনেকে অভিনয় করেন ছবিটিতে । এই একই বছরে মুক্তি পেল মানসী সিনহার আরেকটি ছবি '5 নম্বর স্বপ্নময় লেন'। দর্শকের হৃদয় জিতে নিয়েছে সেই ছবিও । ফের নতুন ছবি 'আয়না মানুষ'-এর কাজেও হাত দিতে চলেছেন মানসী । মুখ্য ভূমিকায় সোহিনী সরকার ।