কলকাতা, 6 নভেম্বর: বউমা-শাশুড়ির রোজকার কিচিরমিচির থেকে সরে নানা ধরনের সাহিত্য কিছুটা আরাম দেয় চোখ ও মনের ৷ যে কারণে টেলিভিশনের পর্দায় 'সাহিত্যের সেরা সময়' সবসময় 'সেরা' থাকে দর্শক দরবারে ৷ জনপ্রিয়তার সেই নিরিখে গুটি গুটি পায়ে 150 পর্ব পার করে ফেলেছে ধারাবাহিক 'বউ চুরি'।
তবে মন খারাপ দর্শকদের ৷ এই ধারাবাহিকের এবার বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে ৷ কম সময়ে ভালো গল্প-অভিনয় একঘেঁয়েমি থেকে দূরে রাখে দর্শকদের ৷ তাই কম সময়ের মধ্যে এই সিরিয়াল মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে নেয়৷ যদিও এখনও অবধি কবে এবং ঠিক কত পর্বে গিয়ে এই ধারাবাহিকের অন্তিম পর্ব দেখানো হবে তা জানানো হয়নি চ্যানেলের তরফে।
জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেলে 'সাহিত্যের সেরা সময়'-এ এতদিন ধরে দর্শকের মনোরঞ্জন করে এসেছে এই ধারাবাহিক।
চ্যানেলের তরফে প্রিয়াঙ্কা বরদিয়া বলেন, "বউ চুরি আমাদের জন্য একটি অসাধারণ যাত্রা ছিল। প্রভাত কুমার গুপ্তের লেখা থেকে নেওয়া হয়েছে এই গল্পটি ৷ বিজয় জানার অসাধারণ পরিচালনা এবং অভিনেতাদের দক্ষ অভিনয় দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছে এই ধারাবাহিকটিকে। কী নেই এই 'বউ চুরি'তে? হাস্যরস, রোমান্স আর একটা সুন্দর গল্প- অভাব ছিল না কোনওটারই। দর্শকের অনেক সাড়া পেয়েছি আমরা। আমরা তাই ভীষণভাবে কৃতজ্ঞ৷"
অভিনেতা রিয়াজ লস্কর জানিয়েছেন, "বউ চুরি আমাদের মন্দাকিনী, অনাথ এবং ইন্দুবালার চরিত্রগুলির মাধ্যমে মানবিক আবেগের বিভিন্ন ছায়াগুলিকে অন্বেষণ করার সুযোগ করে দিয়েছে। এই চরিত্রে অভিনয় করা দারুণ একটা অনুভূতি সঞ্চয় করিয়েছে। দর্শকের যে ভালোবাসা এতদিন ধরে পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারব না।" এই একই কথা জানান তানিশকা তিওয়ারি।
বিজয় জানা পরিচালিত, 'বউ চুরি'তে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা, অয়ন্যা চট্টোপাধ্যায়, রাজর্ষি মুখোপাধ্যায়, বহ্নি চক্রবর্তী, দীপাঞ্জলি মুখোপাধ্যায়, কেশব মুখোপাধ্যায়, সঙ্গীতা ঘোষ, আয়ুষ মজুমদার, এবং পার্বণী বর্মন প্রমুখ।