শিলিগুড়ি, 6 ফেব্রুয়ারি: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসার ঘটনা বুধবার সামনে এসেছিল উত্তর 24 পরগনার গাইঘাটা থানা এলাকায় ৷ এবার সেই একই রকম প্রেমের স্বীকৃতির দাবিতে ধরনার ঘটনা ঘটল উত্তরবঙ্গে ৷ এবার ঘটনাস্থল শিলিগুড়ি ৷ তবে এক্ষেত্রে প্রেমিকার বাড়ির সামনে ধরনা দিয়েছেন প্রেমিক ৷
ওই যুবকের বাড়ি শিলিগুড়ির শান্তিনগরে ৷ তাঁর সঙ্গে দীর্ঘ চার বছর ধরে সম্পর্কে রয়েছে ডাবগ্রাম এলাকার এক যুবতীর । যুবকের দাবি, সোশাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় তাঁদের ৷ চার বছরের সম্পর্ক৷ তিনি কর্মসূত্রে ওড়িশায় চলে যান ৷ তখন থেকেই তাঁদের সম্পর্কে অবনতি ঘটে ৷ সেই সময়ই হঠাৎই প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দেন । এতে তিনি মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়েন ৷ এমনকী, চরম পদক্ষেপের চেষ্টাও করেন ৷
এরপর বৃহস্পতিবার দুপুরে পোস্টার হাতে ডাবগ্রামে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসেন ওই যুবক । অন্যদিকে, অবস্থা বেগতিক দেখায় প্রেমিকার বাড়ির থেকে খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায় । অবশেষে শিলিগুড়ি থানার পুলিশ এসে যুবককে সেখান থেকে সরিয়ে দেয় ৷
ওই যুবক বলেন, "দীর্ঘ চার বছর সম্পর্কের পর হঠাৎই বাড়ির চাপে সম্পূর্ণ রকম যোগাযোগ বন্ধ করে দেয় প্রেমিকা । বাড়িতেও যাওয়া আসা ছিল । বহু চেষ্টার পর জানতে পারি বাড়ির লোক ওকে চাপ দিয়ে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে । অনেক চেষ্টার পর কোনোভাবে যোগাযোগ না করতে পেরে মানসিক অবসাদে নিজেকে শেষ করার পথ বেছে নিতে চেয়েছিলাম ৷ কিন্তু কপাল জোরে বেঁচেছি ।’’
তাই প্রেমিকাকে ফিরে পেতে তিনি ধরনায় বসেছেন বলেও জানিয়েছেন ওই যুবক ৷ অন্যদিকে প্রেমিকার মা বলেন, "আমার মেয়ের সঙ্গে ছেলেটির প্রেমের সম্পর্ক ও বন্ধুত্ব ছিল, তা আমরা জানি । কিন্তু আমার মেয়ে এখন চাইছে না ওর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে । এতে আমাদের কিছু করার নেই । প্রয়োজনে ছেলেটির বিরুদ্ধে থানায় গিয়ে আইনি পদক্ষেপ করব ।"