ETV Bharat / sports

কপিল-কুম্বলের নজির ছুঁয়ে এলিট ক্লাবে 'স্যর' জাদেজা - RAVINDRA JADEJA RECORD

নাগপুরে মাইলস্টোন রবীন্দ্র জাদেজার ৷ চতুর্থ ভারতীয় স্পিনার হিসেবে গড়লেন রেকর্ড ৷ কী সেই রেকর্ড ?

RAVINDRA JADEJA
রবীন্দ্র জাদেজা (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 6, 2025, 7:25 PM IST

নাগপুর, 6 ফেব্রুয়ারি: রবীন্দ্র জাদেজার মানের অলরাউন্ডার ভারতীয় ক্রিকেটে বিরল ৷ ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে তিনি যে কতটা উৎকর্ষ, তার প্রমাণ বারেবারে দিয়েছেন সৌরাষ্ট্রের ক্রিকেটার ৷ মহেন্দ্র সিং ধোনি যথার্থই তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে 'স্যর' ডেকেছিলেন জাদেজাকে ৷ বৃহস্পতিবার আরও একবার তার স্বপক্ষে প্রমাণ দিলেন বাঁ-হাতি অলরাউন্ডার ৷ নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্য়াচে 600 আন্তর্জাতিক উইকেটের নজির পূর্ণ করলেন জাদেজা ৷

চতুর্থ ভারতীয় স্পিনার এবং সামগ্রিকভাবে পঞ্চম ভারতীয় বোলার হিসেবে ছ'শো উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করলেন ভারতীয় অলরাউন্ডার ৷ ইংল্য়ান্ডের বিরুদ্ধে নাগপুরে এদিন 26 রানে তিন উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার জাদেজাই ৷ 47তম ওভারে আদিল রশিদকে ফেরানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে 600 উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন ভারতীয় ক্রিকেটার ৷ রশিদকে ফেরানোর আগে এদিন জাদেজার ঝুলিতে আসে দু'টি গুরুত্বপূর্ণ উইকেট ৷

ওডিআই প্রত্য়াবর্তনে ইংরেজ কিংবদন্তি জো রুটকে 19 রানে ফেরান সৌরাষ্ট্র ক্রিকেটার ৷ এরপর অর্ধশতরান করে ভারতের উপর চাপ বাড়ানো জ্যাকব বেথেলকেও (51) সাজঘরে পাঠান জাদেজা ৷ তিন উইকেটে মাইলস্টোন ছোঁয়ার পাশাপাশি এদিন আরও একটি রেকর্ডে নাম তোলেন ভারতীয় ক্রিকেটার ৷ জেমস অ্যান্ডারসনকে ছাপিয়ে ভারত বনাম ইংল্যান্ড ওডিআই ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকারের নজির গড়ে ফেলেন তিনি ৷ অ্যান্ডারসনের 40টি উইকেটের নজির ছাপিয়ে জাদেজার ঝুলিতে এখন 42টি উইকেট ৷

অনিল কুম্বলে (953), রবিচন্দ্রন অশ্বিন (765), হরভজন সিং (707) এবং কপিল দেবের (687) পর দেশের পঞ্চম বোলার হিসেবে ছ'শো উইকেটের এলিট ক্লাবে জাদেজা ৷ 2009 সালে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর অচিরে তিন ফরম্য়াটেই ভারতীয় দলে নিজেকে নির্ভরযোগ্য হিসেবে গড়ে তুলেছেন 'স্যর' জাদেজা ৷ টেস্ট ক্রিকেটে 323 উইকেট তাঁর নামের পাশে ৷ 198টি ওডিআই ম্য়াচে 223 উইকেট রয়েছে জাদেজার ঝুলিতে ৷ 74টি টি-20 ম্য়াচে তাঁর রয়েছে 54টি উইকেট ৷ গতবছর টি-20 বিশ্বজয়ের পর সংশ্লিষ্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন জাদজা ৷

আরও পড়ুন :

নাগপুর, 6 ফেব্রুয়ারি: রবীন্দ্র জাদেজার মানের অলরাউন্ডার ভারতীয় ক্রিকেটে বিরল ৷ ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে তিনি যে কতটা উৎকর্ষ, তার প্রমাণ বারেবারে দিয়েছেন সৌরাষ্ট্রের ক্রিকেটার ৷ মহেন্দ্র সিং ধোনি যথার্থই তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে 'স্যর' ডেকেছিলেন জাদেজাকে ৷ বৃহস্পতিবার আরও একবার তার স্বপক্ষে প্রমাণ দিলেন বাঁ-হাতি অলরাউন্ডার ৷ নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্য়াচে 600 আন্তর্জাতিক উইকেটের নজির পূর্ণ করলেন জাদেজা ৷

চতুর্থ ভারতীয় স্পিনার এবং সামগ্রিকভাবে পঞ্চম ভারতীয় বোলার হিসেবে ছ'শো উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করলেন ভারতীয় অলরাউন্ডার ৷ ইংল্য়ান্ডের বিরুদ্ধে নাগপুরে এদিন 26 রানে তিন উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার জাদেজাই ৷ 47তম ওভারে আদিল রশিদকে ফেরানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে 600 উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন ভারতীয় ক্রিকেটার ৷ রশিদকে ফেরানোর আগে এদিন জাদেজার ঝুলিতে আসে দু'টি গুরুত্বপূর্ণ উইকেট ৷

ওডিআই প্রত্য়াবর্তনে ইংরেজ কিংবদন্তি জো রুটকে 19 রানে ফেরান সৌরাষ্ট্র ক্রিকেটার ৷ এরপর অর্ধশতরান করে ভারতের উপর চাপ বাড়ানো জ্যাকব বেথেলকেও (51) সাজঘরে পাঠান জাদেজা ৷ তিন উইকেটে মাইলস্টোন ছোঁয়ার পাশাপাশি এদিন আরও একটি রেকর্ডে নাম তোলেন ভারতীয় ক্রিকেটার ৷ জেমস অ্যান্ডারসনকে ছাপিয়ে ভারত বনাম ইংল্যান্ড ওডিআই ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকারের নজির গড়ে ফেলেন তিনি ৷ অ্যান্ডারসনের 40টি উইকেটের নজির ছাপিয়ে জাদেজার ঝুলিতে এখন 42টি উইকেট ৷

অনিল কুম্বলে (953), রবিচন্দ্রন অশ্বিন (765), হরভজন সিং (707) এবং কপিল দেবের (687) পর দেশের পঞ্চম বোলার হিসেবে ছ'শো উইকেটের এলিট ক্লাবে জাদেজা ৷ 2009 সালে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর অচিরে তিন ফরম্য়াটেই ভারতীয় দলে নিজেকে নির্ভরযোগ্য হিসেবে গড়ে তুলেছেন 'স্যর' জাদেজা ৷ টেস্ট ক্রিকেটে 323 উইকেট তাঁর নামের পাশে ৷ 198টি ওডিআই ম্য়াচে 223 উইকেট রয়েছে জাদেজার ঝুলিতে ৷ 74টি টি-20 ম্য়াচে তাঁর রয়েছে 54টি উইকেট ৷ গতবছর টি-20 বিশ্বজয়ের পর সংশ্লিষ্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন জাদজা ৷

আরও পড়ুন :

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.