কলকাতা, 6 ফেব্রুয়ারি: আন্তর্জাতিক কলকাতা বইমেলার জন্য আগামী রবিবার অর্থাৎ 9 ফেব্রুয়ারি গ্রিন লাইন 1-এ চলবে মেট্রো । বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ।
চলছে 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা । আর তার জন্য বইপ্রেমীদের সুবিধার্থে মেলার প্রথম দিন থেকে অর্থাৎ 28 জানুয়ারি থেকে মেলার দিনগুলিতে চলছে গ্রিন লাইন মেট্রো পরিষেবা । থাকছে অতিরিক্ত মেট্রো পরিষেবাও । বৃহস্পতিবার কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী রবিবার 9 ফেব্রুয়ারি মেলার শেষ দিনেও গ্রিন লাইন ওয়ানে চালু থাকবে মেট্রো পরিষেবা ।
আগামী রবিবার মেলার শেষ দিন মেট্রোর সময়সূচি :
সারাদিনে চলবে মোট 74টি মেট্রো পরিষেবা । যার মধ্যে থাকবে 37টি ইস্ট বাউন্ড এবং 37টি ওয়েস্ট বাউন্ড । 9 ফেব্রুয়ারি রবিবার গ্রিন লাইনে মেট্রো পাওয়া যাবে বেলা 2টো 15 মিনিট থেকে ৷ চলবে রাত 9টা 40 মিনিট পর্যন্ত । বেলা 2টো 15 মিনিট থেকে রাত 9টা 40 মিনিটের মধ্যে প্রতি 12 মিনিট অন্তর একটি করে মেট্রো পাওয়া যাবে ।
প্রথম পরিষেবা :
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে বেলা 2টো 15 মিনিটে
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে বেলা 2টো 25 মিনিটে
শেষ পরিষেবা :
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 35 মিনিটে
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে