ETV Bharat / state

আসেনি বাংলাদেশ ! ওপার বাংলার লেখকদের বইয়ের চাহিদা মেলায় - KOLKATA BOOK FAIR 2025

রাজনৈতিক কাঁটাতারে আটকে গিয়েছে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ । যদিও পদ্মাপাড়ের লেখকদের লেখা বই কিনতে আগ্রহী বইপ্রেমীরা ৷

book-lovers-eager-to-buy-bangladeshi-writers-books-in-kolkata-book-fair-2025
বাংলাদেশের লেখকের বইয়ের চাহিদায় বইপ্রেমীরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2025, 9:42 PM IST

Updated : Feb 6, 2025, 9:51 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: বাংলাদেশ! আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রতিবছর ভিড়ে জমজমাট হয়ে থাকে এই প্যাভিলিয়ন। বহু মানুষ আসেন বাংলাদেশের লেখকদের বই সংগ্রহ করতে । পাশাপাশি লেখককেও সামনে থেকে দেখার লোভও ছাড়তে পারেন না বইপ্রেমীরা । তবে এ বছর সেই দৃশ্য উধাও । রাজনৈতিক কাঁটাতারে আটকে গিয়েছে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ ।

কলকাতা বইমেলায় অংশ না-নিলেও বাংলাদেশের বহু লেখক ও বহু প্রকাশনা সংস্থা’র বই এবছর প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় । তারমধ্যে অন্যতম হল অভিযান পাবলিশার্স । বাংলাদেশের প্রায় 10টা বই এ’বছর প্রকাশ পেয়েছে । অভিযান পাবলিশার্সের মারুফ হোসেন বলেন, ‘‘আমি নিজে একটা ভয়ের মধ্যে ছিলাম । ভেবেছিলাম অনেকেই কিনবেন না । কিন্তু দেখলাম বহু মানুষ আসছেন, বই কিনছেন । ভালোই সাড়া পড়েছে ।’’ শুধু অভিযান নয়, প্রতিভাসেও ভিড় জমাচ্ছেন বহু বইপ্রেমীরা। প্রতিভাসের চিত্রার্পিতা সাহা বলেন, ‘‘মানুষ বাংলাদেশের বই নয়, মূলত দেখছেন সূচিপত্র । তারপরেই বহু মানুষ কিনছেন। মোট 5টা বই এবছর প্রকাশিত হয়েছে। সব বইয়ের চাহিদা রয়েছে । ’’

Book Lovers Eager to Buy Bangladeshi Writers Books
বাংলাদেশের লেখকের বইয়ের চাহিদায় বইপ্রেমীরা (ইটিভি ভারত)

কোটা আন্দোলনকে সামনে রেখে বাংলাদেশে দেখা গিয়েছে অশান্তির ছবি। অন্তর্বতী সরকার ক্ষমতায় আসার পরও শান্তি ফেরেনি। দেশ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাষণকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে । বুধবার ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। এই আবহে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে পত্রভারতীর প্রকাশনী থেকে হুমায়ুন আহমেদের ‘71 এর মুক্তিযুদ্ধ’ । প্রকাশনীর সদস্য রাহুল রায় বলেন, ‘‘এ বছর আমাদের হুমায়ুন আহমেদের একটি বই প্রকাশিত হয়েছে, যেটা মুক্তিযুদ্ধের উপর লেখা। এর পাশাপাশি সাদাত হোসাইনের বই-ও আমাদের কাছে রয়েছে । পাশাপাশি আরও বেশ কিছু বই রয়েছে । যেগুলো বাংলাদেশের লেখক লিখেছেন, কিন্তু প্রকাশিত হয়েছে আমাদের প্রকাশনী থেকে ।’’

এবছর বইমেলায় প্রথম অংশগ্রহণ করেছে শান্তিনিকেতনে প্রকাশক সংস্থা ডুংরি । তারাও বাংলাদেশ নিয়ে একটি বই প্রকাশ করেছে । যা পূর্ব বাংলার ইতিহাসের গল্প বলে । প্রকাশনী সংস্থার সদস্য শুভ নাথ বলেন, ‘‘এই বইটা 50 বছর আগে একবার প্রকাশিত হয়েছিল । তারপরে আবার ভারত থেকে আমরা প্রকাশ করলাম । ইতিমধ্যেই বইটার সাডা পড়েছে । ওপার বাংলা থেকেও প্রায় 50টির বেশি অর্ডার আমাদের কাছে এসেছে ।’’

প্রকাশক সংস্থা চাইলেও বইপ্রেমীরা কতটা চাইছেন বাংলাদেশকে ? নাগেরবাজার থেকে আসা সুপ্রতিম সেনগুপ্ত বলেন, ‘‘ভারত এবং বাংলাদেশের একটা সর্ম্পক ছিল । কিন্তু এখন কিছু সমস্যা চলছে । তবে আমার মনে হয় রাজনীতিকে সরিয়ে শিল্প এবং সাহিত্যকে গুরুত্ব দেওয়া উচিত ।’’

বই প্রকাশ করা হলেও বইপ্রেমীদের কাছে কতটা আবেগ রয়েছে বাংলাদেশের প্রতি ? সেই খোঁজ করতে গিয়েই আন্তর্জাতিক কলকাতা বইমেলায় দেখা মিলল বাংলাদেশি এক চলচ্চিত্রকারের । এফএম শামিমের কথায়, ‘‘ভাষার কোনও বর্ডার থাকে না। এটা হতে পারে না, যে কলকাতা বইমেলায় বাংলাদেশে পাঠক, প্রকাশনী, লেখকরা আসতে পারবেন না । একটা মৌলবাদী শক্তি রাষ্ট্রকে ঘিরে রেখেছে। তবে আমার মনে হয় বাংলাদেশি মানুষেরা এই বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারবেন । যেভাবে তাঁরা বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছেন, সেভাবেই এগিয়ে আসবেন ৷’’

আরও পড়ুন

কলকাতা, 6 ফেব্রুয়ারি: বাংলাদেশ! আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রতিবছর ভিড়ে জমজমাট হয়ে থাকে এই প্যাভিলিয়ন। বহু মানুষ আসেন বাংলাদেশের লেখকদের বই সংগ্রহ করতে । পাশাপাশি লেখককেও সামনে থেকে দেখার লোভও ছাড়তে পারেন না বইপ্রেমীরা । তবে এ বছর সেই দৃশ্য উধাও । রাজনৈতিক কাঁটাতারে আটকে গিয়েছে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ ।

কলকাতা বইমেলায় অংশ না-নিলেও বাংলাদেশের বহু লেখক ও বহু প্রকাশনা সংস্থা’র বই এবছর প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় । তারমধ্যে অন্যতম হল অভিযান পাবলিশার্স । বাংলাদেশের প্রায় 10টা বই এ’বছর প্রকাশ পেয়েছে । অভিযান পাবলিশার্সের মারুফ হোসেন বলেন, ‘‘আমি নিজে একটা ভয়ের মধ্যে ছিলাম । ভেবেছিলাম অনেকেই কিনবেন না । কিন্তু দেখলাম বহু মানুষ আসছেন, বই কিনছেন । ভালোই সাড়া পড়েছে ।’’ শুধু অভিযান নয়, প্রতিভাসেও ভিড় জমাচ্ছেন বহু বইপ্রেমীরা। প্রতিভাসের চিত্রার্পিতা সাহা বলেন, ‘‘মানুষ বাংলাদেশের বই নয়, মূলত দেখছেন সূচিপত্র । তারপরেই বহু মানুষ কিনছেন। মোট 5টা বই এবছর প্রকাশিত হয়েছে। সব বইয়ের চাহিদা রয়েছে । ’’

Book Lovers Eager to Buy Bangladeshi Writers Books
বাংলাদেশের লেখকের বইয়ের চাহিদায় বইপ্রেমীরা (ইটিভি ভারত)

কোটা আন্দোলনকে সামনে রেখে বাংলাদেশে দেখা গিয়েছে অশান্তির ছবি। অন্তর্বতী সরকার ক্ষমতায় আসার পরও শান্তি ফেরেনি। দেশ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাষণকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে । বুধবার ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। এই আবহে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে পত্রভারতীর প্রকাশনী থেকে হুমায়ুন আহমেদের ‘71 এর মুক্তিযুদ্ধ’ । প্রকাশনীর সদস্য রাহুল রায় বলেন, ‘‘এ বছর আমাদের হুমায়ুন আহমেদের একটি বই প্রকাশিত হয়েছে, যেটা মুক্তিযুদ্ধের উপর লেখা। এর পাশাপাশি সাদাত হোসাইনের বই-ও আমাদের কাছে রয়েছে । পাশাপাশি আরও বেশ কিছু বই রয়েছে । যেগুলো বাংলাদেশের লেখক লিখেছেন, কিন্তু প্রকাশিত হয়েছে আমাদের প্রকাশনী থেকে ।’’

এবছর বইমেলায় প্রথম অংশগ্রহণ করেছে শান্তিনিকেতনে প্রকাশক সংস্থা ডুংরি । তারাও বাংলাদেশ নিয়ে একটি বই প্রকাশ করেছে । যা পূর্ব বাংলার ইতিহাসের গল্প বলে । প্রকাশনী সংস্থার সদস্য শুভ নাথ বলেন, ‘‘এই বইটা 50 বছর আগে একবার প্রকাশিত হয়েছিল । তারপরে আবার ভারত থেকে আমরা প্রকাশ করলাম । ইতিমধ্যেই বইটার সাডা পড়েছে । ওপার বাংলা থেকেও প্রায় 50টির বেশি অর্ডার আমাদের কাছে এসেছে ।’’

প্রকাশক সংস্থা চাইলেও বইপ্রেমীরা কতটা চাইছেন বাংলাদেশকে ? নাগেরবাজার থেকে আসা সুপ্রতিম সেনগুপ্ত বলেন, ‘‘ভারত এবং বাংলাদেশের একটা সর্ম্পক ছিল । কিন্তু এখন কিছু সমস্যা চলছে । তবে আমার মনে হয় রাজনীতিকে সরিয়ে শিল্প এবং সাহিত্যকে গুরুত্ব দেওয়া উচিত ।’’

বই প্রকাশ করা হলেও বইপ্রেমীদের কাছে কতটা আবেগ রয়েছে বাংলাদেশের প্রতি ? সেই খোঁজ করতে গিয়েই আন্তর্জাতিক কলকাতা বইমেলায় দেখা মিলল বাংলাদেশি এক চলচ্চিত্রকারের । এফএম শামিমের কথায়, ‘‘ভাষার কোনও বর্ডার থাকে না। এটা হতে পারে না, যে কলকাতা বইমেলায় বাংলাদেশে পাঠক, প্রকাশনী, লেখকরা আসতে পারবেন না । একটা মৌলবাদী শক্তি রাষ্ট্রকে ঘিরে রেখেছে। তবে আমার মনে হয় বাংলাদেশি মানুষেরা এই বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারবেন । যেভাবে তাঁরা বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছেন, সেভাবেই এগিয়ে আসবেন ৷’’

আরও পড়ুন

Last Updated : Feb 6, 2025, 9:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.