জয়পুর, 6 ফেব্রুয়ারি: গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু হল 8 জনের ৷ মহাকুম্ভে যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে জয়পুর জেলার দুদু এলাকায় একটি রোডওয়েজ বাস এবং একটি গাড়ির সংঘর্ষ হয় ৷ ঘটনার খবর পেয়ে এডিএম গোপাল পরিহার এবং তহসিলদার ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, দুদু এলাকায় রাজস্থান রোডওয়েজের একটি বাস এবং একটি চারচাকার গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে 48 নম্বর জাতীয় সড়কের মোখমপুরার 'বাম্বোরিয়া কি ধানি'র কাছে। দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ৷ স্থানীয় মানুষও মুহূর্তে জড়ো হয় এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি দ্রুত গতিতে চলছিল ৷ আচমকায় গাড়িটির টায়ার ফেটে যায়। এরপর গাড়িটি ডিভাইডার পেরিয়ে অন্য লেনে ঢুকে পড়ে ৷ সেই সময় সামনে থেকে আসা রাজস্থান রোডওয়েজের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এর ফলে গাড়িটি দুমড়েমুচড়ে হয়ে যায় ৷ গাড়িতে থাকা প্রায় সকলেরই মৃত্যু হয়েছে বলে খবর ৷ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশের সঙ্গে গাড়িতে আটকে পড়া লোকজনকে বের করে আনতে সাহায্য করে। মোখামপুরা থানার পুলিশ মৃতদের পরিচয় সনাক্ত করেছে ৷
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "জয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অনেক নাগরিকের হতাহতের হৃদয়বিদারক খবর পাওয়া গিয়েছে। ঈশ্বর তাঁদের আত্মার শান্তি দিন ৷ এই শোকের মুহূর্তে পরিবারগুলিকে শক্তি দিন ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।"