ETV Bharat / bharat

ভয়াবহ দুর্ঘটনা ! ভেঙে পড়ল সেনাবাহিনীর কপ্টার - ARMY HELICOPTER CRASH

গ্রামে একটি মাঠে সেনা হেলিকপ্টার ভেঙে পড়ে । দুর্ঘটনার পরেই হেলিকপ্টারটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।

Army helicopter Crashes in Shivpuri Both Pilots safe
মিরাজ 2000 হেলিকপ্টারটি একটি মাঠে ভেঙে পড়ে (ছবি-পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2025, 4:55 PM IST

Updated : Feb 6, 2025, 5:38 PM IST

শিবপুরী (মধ্যপ্রদেশ), 6 ফেব্রুয়ারি: ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার । ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় ৷ জানা গিয়েছে, টহল দেওয়ার সময় মিরাজ 2000 হেলিকপ্টারটি একটি মাঠে ভেঙে পড়ে । তারপরেই সেটি পুড়ে ছাই হয়ে যায় । যদিও ঘটনায় কোনও প্রাণহানী ঘটেনি ৷ দুই পাইলটই সুস্থ রয়েছেন।

কী হয়েছে ?

বৃহস্পতিবার বিকেলে শিবপুরী জেলার নারওয়ার তহসিলে অবস্থিত কারাইরার সুনারি ফাঁড়ি এলাকার দেহরেতা সানি গ্রামে একটি সেনা হেলিকপ্টার ভেঙে পড়ে । হেলিকপ্টারটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায় । যদিও দুই পাইলটই সম্পূর্ণ নিরাপদে আছেন । পাইলটদের দাবি, গ্রামীণ এলাকায় অবস্থিত বাড়িগুলিকে বাঁচাতে খালি জায়গায় অবতরণের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন ।

পুড়ে ছাই মিরাজ 2000 (ইটিভি ভারত)

শেষ পর্যন্ত কপ্টারটি মাঠে পড়ে । দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন । যদিও ঠিক কী কারণে কপ্টারটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয় ৷ প্রাথমিক তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে । তবে বিস্তারিত তদন্তের পরই আসল কারণ জানা যাবে । স্থানীয় লোকজন জানিয়েছেন যে তারা হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান ৷

বায়ুসেনার আধিকারিকরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘‘পাইলটদের নিরাপত্তা অগ্রাধিকার । এই ধরনের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখে বায়ুসেনা । দুর্ঘটনার পর হেলিকপ্টারের ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে ৷ আশেপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে ।’’

Army helicopter Crashes in Shivpuri Both Pilots safe
মাঠে ভেঙে পড়ল সেনাবাহিনীর কপ্টার (ইটিভি ভারত)

জানা গিয়েছে, সেনাবাহিনীর দু’আসন বিশিষ্ট মিরাজ-2000 যুদ্ধবিমানটি বৃহস্পতিবার নিয়মিত প্রশিক্ষণের জন্য উড়ছিল । বিমানটি ভেঙে পড়ার সঙ্গেই দুই পাইলটই প্যারাসুটের সাহায্যে বিমান থেকে লাফিয়ে পড়েন । এক পাইলট প্যারাসুট থেকে সরাসরি নদীতে পড়ে যান, অন্যজন মাঠে পড়ে যান । দুর্ঘটনার কারণ জানার জন্য একটি কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন

শিবপুরী (মধ্যপ্রদেশ), 6 ফেব্রুয়ারি: ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার । ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় ৷ জানা গিয়েছে, টহল দেওয়ার সময় মিরাজ 2000 হেলিকপ্টারটি একটি মাঠে ভেঙে পড়ে । তারপরেই সেটি পুড়ে ছাই হয়ে যায় । যদিও ঘটনায় কোনও প্রাণহানী ঘটেনি ৷ দুই পাইলটই সুস্থ রয়েছেন।

কী হয়েছে ?

বৃহস্পতিবার বিকেলে শিবপুরী জেলার নারওয়ার তহসিলে অবস্থিত কারাইরার সুনারি ফাঁড়ি এলাকার দেহরেতা সানি গ্রামে একটি সেনা হেলিকপ্টার ভেঙে পড়ে । হেলিকপ্টারটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায় । যদিও দুই পাইলটই সম্পূর্ণ নিরাপদে আছেন । পাইলটদের দাবি, গ্রামীণ এলাকায় অবস্থিত বাড়িগুলিকে বাঁচাতে খালি জায়গায় অবতরণের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন ।

পুড়ে ছাই মিরাজ 2000 (ইটিভি ভারত)

শেষ পর্যন্ত কপ্টারটি মাঠে পড়ে । দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন । যদিও ঠিক কী কারণে কপ্টারটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয় ৷ প্রাথমিক তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে । তবে বিস্তারিত তদন্তের পরই আসল কারণ জানা যাবে । স্থানীয় লোকজন জানিয়েছেন যে তারা হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান ৷

বায়ুসেনার আধিকারিকরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘‘পাইলটদের নিরাপত্তা অগ্রাধিকার । এই ধরনের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখে বায়ুসেনা । দুর্ঘটনার পর হেলিকপ্টারের ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে ৷ আশেপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে ।’’

Army helicopter Crashes in Shivpuri Both Pilots safe
মাঠে ভেঙে পড়ল সেনাবাহিনীর কপ্টার (ইটিভি ভারত)

জানা গিয়েছে, সেনাবাহিনীর দু’আসন বিশিষ্ট মিরাজ-2000 যুদ্ধবিমানটি বৃহস্পতিবার নিয়মিত প্রশিক্ষণের জন্য উড়ছিল । বিমানটি ভেঙে পড়ার সঙ্গেই দুই পাইলটই প্যারাসুটের সাহায্যে বিমান থেকে লাফিয়ে পড়েন । এক পাইলট প্যারাসুট থেকে সরাসরি নদীতে পড়ে যান, অন্যজন মাঠে পড়ে যান । দুর্ঘটনার কারণ জানার জন্য একটি কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন

Last Updated : Feb 6, 2025, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.