পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ভাঙল ধৈর্য্যের বাঁধ, অক্ষয়-টাইগারের দিকে ধেয়ে এল জুতো-চপ্পল - Bade Miyan Chote Miyan Lucknow

Akshay-Tiger Face Chaos of fans: প্রিয় অভিনেতাদের দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষা ৷ তবে ভাঙল ধৈয্যের বাঁধ ৷ উত্তরপ্রদেশের লখনউতে অক্ষয় কুমার-টাইগার শ্রফে ছবির প্রোমোশনে অভিনেতাদের দিকে উড়ে এল জুতো ৷ মাঠজুড়ে প্রবল বিশৃঙ্খলা ৷

Akshay- Tiger Face Chaos of fans
অক্ষয়-টাইগারের দিকে ধেয়ে এল জুতো-চপ্পল

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 2:08 PM IST

Updated : Feb 27, 2024, 3:15 PM IST

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ছবির প্রমোশনে বিশৃঙ্খলা ৷ অভিনেতাদের দিকে উড়ে এল জুতো-চপ্পল ৷ উত্তরপ্রদেশের লখনউতে বড়ে মিঞা ছোটে মিঞা ছবির প্রোমোশন করতে গিয়ে বেশ কিছু ফ্যানেদের অসন্তোষের মুখে পড়েন তারকারা ৷

সংবাদসংস্থা এএনআই একটি ছয় মিনিটের ভিডিয়ো শেয়ার করেছে ৷ যেখানে দেখা যায়, দীর্ঘ সময় ধরে অশান্ত অনুরাগীদের শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ৷ অন্যদিকে, মঞ্চে সঞ্চালকের প্রশ্নের উত্তর দিচ্ছেন অক্ষয়-টাইগার৷ এমনকী, তাঁরা উপস্থিত অনুরাগীদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেন ৷ তারপরেই অতিরিক্ত ভিড়ের মধ্যে সাধারণ মানুষ শুরু করে ঠেলাঠেলি ৷ প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে সকলেই সামনে এগিয়ে আসতে থাকেন ৷ তারপর পুলিশ তাদের বাধা দেয় ৷ এরপরেই দেখা যায়, পিছন থেকে একের পর এক জুতো-চপ্পল উড়ে আসছে মঞ্চের দিকে ৷

ভিডিয়োতে দেখা গিয়েছে, সামনে থাকা বেশ কিছু অনুরাগীরা পুলিশের কাছে গিয়ে অনুরোধ করছেন, কিছু করার জন্য ৷ সবমিলিয়ে ছবির প্রোমোশন ঘিরে অশান্তি দ্রুত ছড়িয়ে পড়ে ৷ মঞ্চের কাছে পড়ে থাকতে দেখা যায় একাধিক জুতো ৷ এই ঘটনা একজন তারকার জন্য যে খুব একটা সুখকর নয়, তা বলা যায় ৷

উল্লেখ্য, সোমবার লখনউতে আলি আব্বাস জাফর পরিচালিত বড়ে মিঞা ছোটে মিঞা ছবির প্রোমোশন করতে গিয়েছিলেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ ৷ সেখানে মঞ্চে হিরোদের উপস্থিতি ছিল চোখ ধাঁধানো ৷ রীতিমত স্টান্ট করে উড়ে আসেন বলিউডের এই দুই মিঞা ৷ যা দেখতে সাধারণ দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায় ৷ তারপরেই পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে ৷ উন্মত্ত দর্শককে বাগে আনতে পুলিশকে হিমশিম খেতে হয় ৷ বেশ কিছু পুলিশ লাঠি নিয়ে তারাও করেন দর্শকদের ৷ তবে এই বড়সড় দুর্ঘটনা ঘটেনি ৷

অন্যদিকে, এই ভিডিয়োতে অক্ষয় কুমার এবং টাইগার উভয়েই লখনউয়ের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এছাড়াও, তাঁরা দুজনই ঈদ উপলক্ষে অনুষ্ঠানে আসা সকল অনুরাগীদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির গান তেরে পিছে তেরকা ইয়ার খড়া হ্যায় ৷ খাকি সবুজ পোশাকে দুই তারকার ডান্স মুভ মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের ৷ চলতি বছর ঈদে মুক্তি পেতে চলেছে অ্যাকশনে ভরপুর বড়ে মিঞা ছোটে মিঞা ৷

আরও পড়ুন

1. জন সিনার কণ্ঠে 'ভোলি সি সুরত', শুনে ডব্লুডব্লুই সুপারস্টারকে কী বললেন শাহরুখ?

2.বড় হয়ে যাচ্ছে মেয়ে, সময়কে আকড়ে ধরে আবেগী প্রিয়াঙ্কা

3.অভিনেতা বিশ্বনাথ বসুর ছেলেকে প্রস্রাব চেটে পরিষ্কার করার নিদান প্রতিবেশীর! দায়ের অভিযোগ

Last Updated : Feb 27, 2024, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details