কলকাতা, 24 জানুয়ারি: বাংলা, হিন্দি যে কোনও ভাষায় তিনি সাবলীল। তাঁর অভিনয় আলাদা চোখ নিয়ে দেখে মানুষ। অস্বীকার করার উপায় নেই বাংলা টেলিভিশনের হার্টথ্রব তিনি। এহেন ঋষি কৌশিক এবার অভিনয় করে ফেললেন কঙ্গনা রানাওয়াত অভিনীত, প্রযোজিত এবং পরিচালিত হিন্দি ছবি 'এমারজেন্সি'তে। তাও আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে।
'এমারজেন্সি' মুক্তি পেয়েছে 17 জানুয়ারি। গল্পের কেন্দ্রে রয়েছে 1975 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সময়ে ভারতে লাগু হওয়া জরুরি অবস্থা। সেখানেই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের চরিত্রে দেখা গিয়েছে ঋষি কৌশিককে।
হিন্দি ধারাবাহিকের পর সিনেমায় কাজ তাও আবার কঙ্গনার ছবিতে ৷ কেমন ছিল অভিজ্ঞতা ? স্বভাবতই ঋষি কৌশিকের কণ্ঠে ধরা পড়ে আনন্দের ছাপ । ঋষি বলেন, "আমাকে এই চরিত্রটার জন্য প্রস্তাব দেওয়া হয় ৷ আমি তো অবাক! আমাকে বলা হয় মুজিবের চরিত্রের জন্য একটা ছবি পাঠান। আর পরদিনই বলা হয়, আমাকে লক করা হয়েছে এই চরিত্রের জন্য। আমাকে কীভাবে মুজিবুর রহমান বানাবেন ওঁরা? নিজেই ভেবে উঠতে পারছিলাম না। মেক আপটা যখন ট্রায়ালে ফেলল দেখলাম আমাকে 90 শতাংশ মুজিবুর রহমান বানিয়ে দিয়েছিলেন ওঁরা। নিজেকে দেখে নিজেই অবাক হয়েছিলাম।"