পশ্চিমবঙ্গ

west bengal

শহরের বুকে 'ঋতু' উৎসব, ঋতুপর্ণ ঘোষের নায়িকার চরিত্রে 10জন রূপান্তরকামী - Remembering Rituparno Ghosh

By ETV Bharat Entertainment Team

Published : Aug 13, 2024, 10:47 AM IST

Rituparno Ghosh Birth Anniversary: 31 অগস্ট জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিন ৷ তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় বিশেষ নিবেদন 'রুদ্র পলাশ নৃত্যগোষ্ঠী'র সদস্যদের ৷ কলকাতার বুকে আয়োজন করা হয়েছে 'ঋতু উৎসব' সন্ধ্যার ৷

Rituparno Ghosh Birth Anniversary
শহরের বুকে উদযাপিত হবে 'ঋতু' উৎসব (ইটিভি ভারত)

কলকাতা, 13 অগস্ট: চলছে ঋতু মাস। 31 অগস্ট জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। সেই উপলক্ষেই নয়া উদ্যোগে শামিল শহরের 'রুদ্র পলাশ নৃত্যগোষ্ঠী'। আগামী 3 সেপ্টেম্বর জ্ঞানমঞ্চে পরিচালককে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়েছে 'ঋতু উৎসব' শীর্ষক এক সন্ধ্যার। যেখানে তাঁর দশ নায়িকার চরিত্রে দেখা যাবে দশজন রূপান্তরকামীকে। সময় বিকাল 5টা থেকে রাত ৯টা। অনুষ্ঠানের শুরুতে সম্মান জানানো হবে মহানায়ক উত্তম কুমারকে।

রুদ্র পলাশের তরফে জানানো হয়েছে, ওইদিন কিছু বিশিষ্ট মানুষকে 'ঋতু সম্মান' দেওয়া হবে। অভিনেতা, অভিনেত্রী ছাড়াও সমাজের কিছু লড়াকু মানুষদের সম্মান জানানো হবে ৷ 'জীবনকৃতী ঋতু সম্মান' দেওয়া হবে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা অভিনেত্রী সোহাগ সেনকে। এছাড়াও ওই দিনের বিশেষ আকর্ষণ রুদ্র পলাশের রূপান্তরকামী নৃত্যশিল্পীদের নৃত্যনাট্য 'নূতন প্রাণ দাও'।

'রুদ্র পলাশ নৃত্যগোষ্ঠী'র তরফে মেঘ সায়ন্তনী ঘোষ (প্রথম রূপান্তরকামী আইনজীবী তথা নৃত্যশিল্পী) বলেন, "আমাদের মূল লক্ষ্য সমাজের রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের শিল্পীদের সামাজিক প্রতিষ্ঠা দেওয়া ৷ তাঁদের একটু সম্মানযোগ্য প্লাটফর্ম দেওয়া যাতে সমাজের বুকে নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পান। সাধারণ নারী-পুরুষকেই আজ কত লড়াই করতে হয়, সেখানে আমরা তো প্রান্তিক মানুষ।"

তিনি আরও জানান, "আমরা ঋতু সম্মান প্রদান করছি মমতা শংকর, রাতুল শংকর, চন্দন সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, ভাস্বর চট্টোপাধ্যায়-সহ আরও অনেক অভিনেতা ও শিল্পীদের। লিলি চক্রবর্তী ও নাট্য ব্যক্তিত্ব সোহাগ সেনকে আমরা লাইফ টাইম ঋতু সম্মান প্রদান করব।"

জানা গিয়েছে, ঋতুপর্ণ ঘোষের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবির 10টি কেন্দ্রীয় চরিত্র এদিন মঞ্চে ফুটিয়ে তোলা হবে ৷ সেই সব চরিত্রে অভিনয় করবেন 10 জন রূপান্তরকামী শিল্পী ৷ এই ধরনের প্রয়াস হয়তো কলকাতা শহরে প্রথমবার। বিনোদিনীর চরিত্রে দেখা যাবে মেঘ সায়ন্তনী ঘোষকে ৷ মহেন্দ্রর চরিত্রে 'শিবপুর' সিনেমা খ্যাত অভিনেতা রাজদীপ সরকারকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে 'ফিরকি' ধারাবাহিক খ্যাত কুসুম সামন্তকে।

সমগ্র অনুষ্ঠানের ভাবনা, চিত্রনাট্য পরিচালনায় রূপান্তরকামী আইনজীবী তথা নৃত্যশিল্পী মেঘ সায়ন্তনী ঘোষ। মূল উপদেষ্ঠা আইনজীবী দেবযানী ঘোষ। অনুষ্ঠানটিতে টিকিটের ব্যবস্থা নেই। সকলের জন্য অবারিত দ্বার। প্রতি বছরই 'রুদ্র পলাশ' এহেন অনুষ্ঠান করে থাকে। ধারাবাহিকতা বজায় থাকল এইবারও।

ABOUT THE AUTHOR

...view details