ওয়াশিংটন, 31 ডিসেম্বর: মার্কিন কোষাগারে চিনের সাইবার হানা ! কোষাগারের কম্পিউটারের সমস্ত তথ্য খুলে দেখল বেজিং সরকারের মদতপুষ্ট সংস্থার হ্যাকাররা ৷ তথ্যও চুরি হতে পারে বলে আশঙ্কা ৷ মার্কিন কংগ্রেসে এমনটাই জানাল মার্কিন ট্রেজারি বিভাগ ৷
মার্কিন সংবাদসংস্থা সিএনএন-এর খবর অনুযায়ী, চলতি মাসে 'বড় ঘটনাটি' ঘটে বলে জানিয়েছেন মার্কিন কোষাগারের একজন শীর্ষ আধিকারিক ৷ তিনি জানান, গত 8 ডিসেম্বর আচমকাই তাঁদের ওয়ার্কস্টেশনে কয়েকজন অজানা হ্যাকার হানা দেয় ৷ দফতরের প্রতিটি কম্পিউটারের সমস্ত ফাইলে উঁকি মারে তারা ৷ বিষয়টি একটি তৃতীয় পক্ষ সফটওয়্যার পরিষেবা প্রদানকারী সংস্থার নজরে আসে ৷
মার্কিন ট্রেজারি বিভাগ কর্তৃপক্ষের অ্য়াসিস্ট্যান্ট সেক্রেটারি অদিতি হারদিকার বলেন, "তদন্ত করে দেখা গিয়েছে, চিনের রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যাডভান্সড পার্সিস্টেন্ট থ্রেট (APT)এর হ্যাকাররা কাণ্ডটি ঘটিয়েছে ৷ যদিও ঘটনাটি কখন ঘটেছে, তা এখনও জানা যায়নি ৷" তবে কীভাবে হয়েছে, তার ব্যাখ্যা দিয়েছে সফটওয়্যার পরিষেবা প্রদানকারী সংস্থা 'বিওয়েন্ড ট্রাস্ট' ৷
সংস্থার তরফে জানান হয়েছে, সাইবার নিরাপত্তা পরিষেবা দেওয়া সংস্থার মাধ্যমে ট্রেজারি বিভাগের আধিকারিকদের কম্পিউটারে হানা দেয় হ্যাকাররা ৷ প্রযুক্তিগত পরিষেবা দেওয়ার জন্য তৈরি একটি ক্লাউড ভিত্তিক পরিষেবার সাহায্যে এই সাইবার হামলা করা হয় ৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই, সাইবার নিরাপত্তার দায়িত্বে মোতায়েন সিআইএসএ-এর সঙ্গে আলোচনা করা হয়েছে ট্রেজারি বিভাগের তরফে ৷
ট্রেজারি বিভাগের মুখপাত্র সিএনএন-কে জানান, ঘটনাটি নজরে আসতেই অনলাইনের বদলে বিভাগের সমস্ত কাজ অফলাইন মাধ্যমে করা হচ্ছে ৷ তবে তদন্ত অনুযায়ী, এই মুহূর্তে হ্যাকারদের আর আনাগোনা দেখা যায়নি ৷ যদিও, ঘটনায় ঠিক কতটা ক্ষতি হয়েছে, সেই বিষয়ে বিশদে আলোচনার জন্য শীঘ্রই মার্কিন কংগ্রেসের অর্থনৈতিক কমিটির সঙ্গে বৈঠক করবে ট্রেজারি বিভাগ বলে জানা গিয়েছে ৷