পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ছবি বানানোর স্বপ্ন দেখছেন? বিনা খরচায় শেখাবে রামোজি অ্যাকাডেমি অফ মুভিজ - Film Making Course in Ramoji - FILM MAKING COURSE IN RAMOJI

Film Making Course: ভবিষ্যতে নিজেকে যাঁরা পরিচালকের আসনে দেখতে চাইছেন তাঁদের জন্য সুখবর ৷ ডিজিটাল ফিল্ম অ্যাকাডেমি অফ রামোজি গ্রুপের রামোজি অ্যাকাডেমি অফ মুভিজের তরফে করা হয়েছে বিশেষ ঘোষণা ৷ বিভিন্ন ভাষায় ছবি তৈরির কোর্স অর্থাৎ ফিল্ম মেকিং কোর্স শেখানো হবে বিনা খরচায় ৷ কীভাবে অ্যাপ্লাই করবেন? জেনে নিন বিস্তারিত ৷

Film Making Course
রামোজি অ্যাকাডেমি অফ মুভিজ ফিল্ম মেকিং কোর্স

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 6:00 AM IST

হায়দরাবাদ, 1 এপ্রিল: ডাক্তার-ইঞ্জিনিয়র নয়, স্বপ্ন দেখছেন একজন পরিচালক হওয়ার? ভাবছেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় পূরণ করবেন নিজের সাধ ৷ কিন্তু খরচের কথা ভেবে পিছিয়ে গিয়েছেন? তাহলে আর চিন্তা নেই ৷ সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে রামোজি অ্যাকাডেমি অফ মুভিজ (RAM) ৷

রামোজি গ্রুপের ডিজিটাল ফিল্ম অ্যাকাডেমি সম্প্রতি ছবি বানানোর কোর্স নিয়ে নতুন বিজ্ঞপ্তি সামনে এনেছে ৷ স্টোরি অ্যান্ড স্ক্রিনপ্লে, ডিরেকশন, ফিল্ম প্রোডাকশন, ছবি এডিটিং ও ডিজিটাল ফিল্মমেকিং-এর মতো বিষয় শিখতে পারবেন পড়ুয়ারা ৷ সাতটি ভিন্ন ভাষা যেমন- ইংরাজি, হিন্দি, মারাঠী, তেলুগু, মালয়লম, তামিল, কন্নড় এবং বাংলা ভাষাতেই এই কোর্স করতে পারবেন ইচ্ছুকরা তাও আবার বিনা খরচায় ৷ পুরো কোর্সটাই হবে অবশ্য অনলাইনে ৷

ফ্রি কোর্সেসঃ

ফিল্মমেকিং কেরিয়ারকে আরও সহজ করে তুলতে বিশেষ এই কোর্স স্থানীয় ভাষায় শেখানো হবে ৷ পুরো কোর্সটাই করানো হবে বিনামূল্যে ৷ দেশ-কালের বাধা পেড়িয়ে একসঙ্গে অনেকেই সহজ পদ্ধতির মধ্য দিয়ে এই কোর্স করতে পারবেন বলে জানানো হয়েছে ৷

সৃজনশীলতার উপর জোরঃ

ছবির গল্প বেশিরভাগ সময়ে বাস্তবের আধারে হয়ে থাকে ৷ সিনেমার পর্দায় যে কাহিনী ফুটিয়ে তোলা হয়, তার সঙ্গে এখটা সংস্কৃতিও জড়িয়ে থাকে ৷ আসলে সিনেমা একটা মাধ্যম যেখানে চারপাশের নানা বিষয়-বস্তুকে দর্শকদের সামনে তুলে ধরা হয় ৷ এক্ষেত্রে মাতৃভাষায় কাজ করাটা অনেক সহজ হয় ৷ সেই বিষয়টা মাথায় রেখেছে রামোজি অ্যাকাডেমি অফ মুভিজ ৷ যা একজন শিক্ষার্থী বা পড়ুয়াকে অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলতে পারে ৷ পাশাপাশি জোর দেওয়া হয়েছে সৃজনশীলতা উপর ৷ যেখানে বিভিন্ন ভাষাভাষীর শিক্ষার্থীরা নিজের সংস্কৃতিকে মেলে ধরতে সক্ষম হবেন রূপোলি পর্দায় ৷

কারা এই কোর্সে ভরতি হতে পারবেন?

অনলাইন এই কোর্সে ভরতি হওয়ার জন্য নির্দিষ্ট কোনও বয়স সীমা বা নূন্যতম শিক্ষাগত যোগত্যার কোনও মাপকাঠি নেই ৷ 15 বছর বা তার ঊর্দ্ধে যে কেউ এই কোর্সে ভরতি হতে পারেন ৷ পাশাপাশি, যে ভাষায় কোর্স করতে চান, সেই ভাষার উপর দক্ষতা থাকাটা অবশ্যই দরকার ৷ পড়ুয়ার সঠির ফোন নম্বর ও ইমেল অ্যাডড্রেস দিতে হবে যোগাযোগের জন্য ৷

রামোজি অ্যাকাডেমি অফ মুভিজ (RAM) নিরাপদ অনলাইন পরিবেশ প্রদান করে সেফ এক্সাম ব্রাউজার (SEB)-এর মাধ্যমে ৷ কোর্সের প্রতিটা ধাপ যত্নশীল সহকারে পড়ুয়াদের শেখানো হয়ে থাকে এখানে ৷ একবার এসইবি (SEB) ব্রাউজারটি ডাউনলোড হয়ে গেলে, শিক্ষার্থীদের কাছে বিস্তারিত অধ্যায় এবং সংশ্লিষ্ট পরীক্ষার বিষয়গুলি সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে যায় ৷ রামোজি অ্যাকাডেমি অফ মুভিজ (RAM) প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি নিরীক্ষণ করে এবং কোর্সের প্রতিটি পর্যায়ে কর্মক্ষমতা মূল্যায়ন করে, যা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনে সহায়তা করে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে যান ৷ ক্লিক করুন এখানে

আরও পড়ুন

1. ফিল্ম সিটিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, রামোজি রাওয়ের সঙ্গে সাক্ষাৎ রেভান্থের

2.মুম্বইতে এশিয়ার বৃহত্তম ভ্রমণ বাণিজ্য প্রদর্শনীতে নজরকাড়া রামোজি ফিল্ম সিটি

3.আল্লু-প্রভাসের ছবির গানের শুটিং রামোজি ফিল্ম সিটিতে

ABOUT THE AUTHOR

...view details