কলকাতা, 25 অক্টোবর: ছবি মুক্তির আগেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মুকুটে জুড়ল নতুন পালক ৷
'55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'র ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে মনোনীত হয়েছে নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত উইন্ডোজের আসন্ন বাংলা ছবি 'আমার বস'। এই ছবির হাত ধরেই দীর্ঘ সময় পর সিনেপর্দায় দেখা যাবে রাখি গুলজারকে ৷ শুক্রবার উইন্ডোজের তরফে সোশাল মিডিয়ায় খুশির খবর ভাগ করে নেওয়া হয়েছে ৷
সামাজিক মাধ্যমে টিম উইন্ডোজ লিখেছে 'আমরা গর্বিত'। এমন খবরে উচ্ছ্বসিত অভিনেত্রী শ্রুতি দাসও ৷ এই ছবির হাত ধরেই ধারাবাহিক থেকে সিনেপর্দায় যাত্রা শুরু করেছেন অভিনেত্রী ৷ তার সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে 'রাঙাবউ' খ্যাত অভিনেত্রী বলেন, "আমি ভীষণ খুশি। 55 তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'র ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে এই ছবি মনোনীত হওয়ায় গর্ব হচ্ছে ৷"
তিনি আরও বলেন, "এখনও ভাবলে স্বপ্নের মতো লাগে যে এত বড় প্রোডাকশন হাউজ অডিশন না নিয়েই আমায় এত বড় সুযোগ ও দায়িত্ব দিয়েছিল। এক বছর হতে চলল আমার এই স্বপ্নপূরণের। উইন্ডোজ আমার কাজ না থাকাকালীনও আমার পাশে থেকেছে মানসিকভাবে। আমিও উইন্ডোজের সঙ্গে সারাজীবন থাকব এভাবেই। চিরকাল কৃতজ্ঞ থাকব শিবুদা আর নন্দিতাদির পাশাপাশি গোটা টিমের কাছে।" পাশাপাশি, ছবির এই সাফল্যকে মায়ের জন্মদিনে বিশেষ উপহার হিসাবে উৎসর্গ করেছেন অভিনেত্রী শ্রুতি ৷