পশ্চিমবঙ্গ

west bengal

বাঙালি 'স্ত্রী'দের রূপের প্রশংসায় পঞ্চমুখ শ্রদ্ধা কাপুর, কী বললেন রাজকুমার রাও ? - Stree 2 Promotion in Kolkata

By ETV Bharat Entertainment Team

Published : Aug 12, 2024, 4:50 PM IST

Stree 2 Movie Promotion: মুক্তির অপেক্ষায় অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী 2' ৷ ছবির প্রোমোশনে কলকাতা ঘুরে গেলেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর ৷ কী বললেন তাঁরা ছবি নিয়ে?

Stree 2 Movie Promotion
কলকাতায় রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর (ইটিভি ভারত)

কলকাতা, 12 অগস্ট: চান্দেরী শহর 2018 সালে 'স্ত্রী'র হাত থেকে নিস্তার পেয়েছে ৷ এবার শহরে ভয় ধরাতে আসছে 'শরকাটা' ৷ ভিকি আর তাঁর বাহিনী কি পারবে শহরে শান্তি ফেরাতে? তারই উত্তর দেবে 'স্ত্রী 2' ৷ স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী 2 ৷ ছবির প্রোমোশনে সোমবার কলকাতায় পা রাখেন এই জুটি ৷

শহরে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর (ইটিভি ভারত)

'স্ত্রী ২' পরিচালনা করেছেন অমর কৌশিক এবং প্রযোজনা করেছে দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস। এটি হরর-কমেডি সিরিজের একটি পার্ট। যার মধ্যে 'স্ত্রী', 'রুহি' এবং 'ভেড়িয়া'র মতো ছবিও রয়েছে। ছবিতে অন্যান্য ভূমিকায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা এবং বাঙালি অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন কলকাতায় ছবির প্রচারে এসে শ্রদ্ধা বলেন, "স্ত্রী টু নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। দারুণ অভিজ্ঞতা হল আরও একবার। এখানে যেমন ভয় আছে তেমনই কমেডি আছে। যেটা দর্শকের ভালো লাগবে।" কলকাতার মাটিতে বসে এদিন বাঙালি বধূদের দরাজ গলায় সুন্দরী বলেন শ্রদ্ধা। তিনি বলেন, "বাঙালি বধূরা সুন্দরী। তাঁরা আলোকিত করেন সব জায়গা। তাঁদের নিয়ে কত কবিতা আছে।"

'স্ত্রী'র শুটিংয়ের অভিজ্ঞতার কথা মনে করে রাজকুমার জানিয়েছেন তিনি নাকি সেই সময়ে ভূতের ভয় পেয়েছিলেন ৷ তিনি বলেন, "স্ত্রী 2 শুটিং করার সময় আমি ভূতের ভয় পাইনি। তবে, শুটিঙের আগের দিনই আমরা সেখানে পৌঁছে যাই। আমার আর শ্রদ্ধা দুজনেরই খুব নস্ট্যালজিক লাগছিল। 'স্ত্রী' আমাদের দুজনের কাছেই সবসময় স্পেশাল। আমার বিশ্বাস অনেকদিন ধরে লোক কথা বলবে এই ছবি নিয়ে।" পাশাপাশি সাফল্য ব্যর্থতার প্র‍শ্ন তুললে শ্রদ্ধা বলেন, "ব্যর্থতা সাফল্যের চাবিকাঠি।" রাজকুমার অবশ্য সাফল্য ব্যর্থতা নিয়ে ভাবিত নন বলে জানান। এদিন সাংবাদিকদের প্রশ্ন-উত্তর পর্ব শেষে ছবির গানের সঙ্গে কোমর দোলান শ্রদ্ধা এবং রাজকুমার।

ABOUT THE AUTHOR

...view details