পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

গায়ে হলুদের ওড়নায় ফুলের বাহারে অপরূপা রাধিকা, জানেন ডিজাইনার কে ? - Radhika Merchant Haldi Look - RADHIKA MERCHANT HALDI LOOK

Anant Ambani-Radhika Merchant Wedding: গায়ে হলুদের অনুষ্ঠানে ফুলের বেশে সাজলেন রাধিকা মার্চেন্ট ৷ তাঁর রূপ থেকে চোখ ফেরানো দায় ৷ অম্বানি পরিবারের হবু বউমার গায়ে হলুদের পোশাকটিতে রয়েছে বিশেষত্ব ৷ সেটি তৈরি করেছেন নামকরা ডিজাইনার ৷

Radhika Merchant Haldi Look
অম্বানি পরিবারের হবু বউমা রাধিকা মার্চেন্ট (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 3:56 PM IST

হায়দরাবাদ, 10 জুলাই: বিয়ের এখনও দু'দিন বাকি ৷ তার আগে ফের চর্চায় রাধিকা মার্চেন্ট ৷ এবার হবু কনের গায়ে হলুদের লুক দেখে চোখ ধাঁধিয়ে গেল নেটিজেনদের ৷ বিশেষত রাধিকার ওড়না দেখে স্তম্ভিত সকলে ৷ কারণ ওড়নাটি বানানো হয়েছে আসল ফুল দিয়ে ৷

মঙ্গলবার সেলেব স্টাইলিস্ট রিয়া কাপুর রাধিকার গায়ে হলুদের যে ছবি পোস্ট করেছেন, তাতে অম্বানি পরিবারের হবু বউমার থেকে চোখ ফেরানো দায় ৷ ওখানেই সোনম কাপুরের বোন জানিয়েছেন, রাধিকার গায়ে হলুদের পোশাক ডিজাইন করেছেন অনামিকা খান্না। পোস্টটিতে হলুদের পাশাপাশি গোলাপি লেহেঙ্গা পরেও দেখা গিয়েছে রাধিকাকে ৷ ওই পোশাকটি সম্ভবত গায়ে হলুদের পরের কোনও অনুষ্ঠানে পরেছিলেন তিনি। ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করে রিয়া কাপুর ক্যাপশনে লিখেছেন, "আমার সুন্দরী রাধিকা মার্চেন্ট ।"

গত 8 জুলাই ছিল রাধিকা মার্চেন্ট ও অনন্ত অম্বানির গায়ে হলুদের অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে উজ্জ্বল হলুদ লেহেঙ্গায় নিজেকে সাজিয়ে তুলেছিলেন পাত্রী ৷ রাধিকার গায়ের হলুদ রঙের ওড়নার ডিজাইন ছিল একটি মাস্টারপিস ৷ কারণ রাধিকার কাঁধ থেকে মাটিতে লুটিয়ে পড়া ওড়নাটি সুসজ্জিত ছিল সত্যিকারের ফুল দিয়ে ৷ মোগরা ফুলের কুঁড়ি ও গাঁদা ফুল দিয়ে তৈরি করা হয়েছিল সেটি ৷ পোশাকের সঙ্গে মানানসই গয়নাও পরেছিলেন হবু কনে ৷ সেটিতেও ছিল ফুলের ডিজাইন ৷ এরই সঙ্গে তাঁর মুখে হালকা মেকআপ, কপালে ছোট্ট লাল টিপ এবং নিউড লিপস্টিক লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল ।

গায়ে হলুদে ফুলের পোশাকে সাজলেন রাধিকা (নিজস্ব ছবি)

আগামী শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত অম্বানির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রাধিকা মার্চেন্ট । বিগত কয়েক মাস ধরে অম্বানি পরিবারের প্রাক-বিবাহের অনুষ্ঠান চলছে ৷ তবে বিয়ের আগের মূল অনুষ্ঠানগুলি শুরু হয়েছে গত 29 জুন মুম্বইয়ে অম্বানিদের বাসভবন অ্যান্টিলিয়াতে পুজোর মাধ্যমে। এরপরে 3 জুলাই তাদের 'মামেরু' অনুষ্ঠান হয় ৷ যেখানে অনন্ত আম্বানির মামার বাড়ির তরফে পরিবার হবু বর কনেকে আশীর্বাদ এবং দম্পতিকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানানো হয়।

5 জুলাই হয় অনন্ত-রাধিকার তারকাখচিত সঙ্গীতানুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে মঞ্চ মাতান কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার ৷ বাদ ছিলেন না বলিউড তারকারাও ৷ সলমন খান থেকে রণবীর সিং-এর মতো পাওয়ারহাউসকে নাচেগানে সন্ধে জমিয়ে দিতে দেখা যায় ৷ হলদি অনুষ্ঠানে অনন্যা পান্ডে, সারা আলি খান- সহ অন্যান্যরাও উপস্থিতি ছিলেন । কেউ শাড়ি তো কেউ লেহেঙ্গায় মাতিয়েছিলেন গায়ে হলুদের অনুষ্ঠানে ৷

ABOUT THE AUTHOR

...view details