কলকাতা, 8 এপ্রিল:বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পরি শিবপ্রসাদ মুখোপাধ্যায় । আজ সকালে নিজেই এই সুখবর সোশাল মিডিয়ায় জানিয়েছেন তিনি । পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ লিখেছেন, "শুভ সকাল। 'বহুরূপী'র সেটে অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলে বাড়ি ফিরলাম । অসংখ্য ধন্যবাদ হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন, মেডিক্যাল স্টাফ এবং ডাক্তারদের। এ কদিনে আমার প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ দেখা করতে এসেছেন। নিয়মিত খোঁজ নিয়েছেন এবং পেয়েছি অসংখ্য শুভেচ্ছা বার্তা। আশা করি আপনাদের ভালোবাসায় ও মঙ্গল কামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব। আপাতত শুটিং কিছুদিনের জন্য বন্ধ ৷ কিন্তু কবে কাজে ফিরব সেই আশায় দিন গুনছি।"
গত শুক্রবার ব্যারাকপুরে তাঁর আসন্ন বাংলা ছবি 'বহুরূপী'র শুটিং করতে গিয়ে কোমরে চোট পান শিবপ্রসাদ মুখোপাধ্যায়। একটি অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা । এরপর দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি । হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন । তবে আপাতত কদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে । তাই আপাতত বন্ধ রাখা হয়েছে 'বহুরূপী'র শুটিং। শিবপ্রসাদ-জায়া জিনিয়া সেনের কাছে পরিচালকের শারীরিক অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন, "ডাক্তার ছয় সপ্তাহের বিশ্রাম বলেছেন । কিন্তু তিনি তো নেবেন চার সপ্তাহ ।"