কলকাতা, 9 অক্টোবর:হইচইতে হইহই করে স্ট্রিমিং শুরু হয়েছে ওয়েব সিরিজ 'কাবেরী'র । যেখানে নাম ভূমিকায় রয়েছেন পাওলি দাম । হইচইয়ের সঙ্গে এটি পাওলির প্রথম সিরিজ । প্রথম কাজ হইহই করেই হল বলে জানালেন অভিনেত্রী ।
'কাবেরী' এমন একজন মেয়ের কথা বলে, যে সাহসী, প্রতিবাদী, নিজের কথা বলতে জানে এবং অন্যের হয়ে লড়াই করতে জানে । এমন মেয়ে আজকের দুনিয়ায় আছে । না হলে গল্প বাঁধা হত না । ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় এমনটাই দাবি করলেন পাওলি দাম ।
পুজোর আড্ডায় মাতলেন পাওলি (নিজস্ব ভিডিয়ো) তিনি আরও বলেন, "প্রত্যেকটা মানুষের ভালো থাকার অধিকার আছে । কেউ টেকেন ফর গ্রান্টেড নয় । স্বামী মানেই তিনি তাঁর স্ত্রী'র উপর যেমন খুশি আচরণ করবেন তেমনটা নয় ।" স্ত্রী'র ক্ষেত্রেও একই কথা খাটে বলে জানালেন তিনি ।
ইটিভি ভারতের সঙ্গে আলাপচারিতায় মিঠুন চক্রবর্তীর 'দাদাসাহেব ফালকে' পুরস্কার প্রাপ্তি এবং নন্দনে তাঁর ছবি 'শাস্ত্রী'র জায়গা না পাওয়া নিয়েও মুখ খোলেন অভিনেত্রী পাওলি দাম । একদিকে যেমন মিঠুন চক্রবর্তীর 'দাদাসাহেব ফালকে' প্রাপ্তি নিয়ে পাওলি উচ্ছ্বসিত, তেমনই 'শাস্ত্রী' প্রদর্শিত না হওয়াকেও তিনি ভালোভাবে নিতে পারেননি । ভারতীয় চলচ্চিত্রে মিঠুন চক্রবর্তীর অবদানের কথা তুলে ধরেন পাওলি দাম । হরনাথ চক্রবর্তীর 'তুলকালাম' ছবিতে মিঠুনের সঙ্গে অভিনয় করেছেন তিনি । সেই অভিজ্ঞতার কথাও উঠে আসে পাওলির কথায় ৷
টলিপাড়ার মিটু প্রসঙ্গেও ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আলোচনা করেন পাওলি দাম । তবে দুর্গাপুজো নিয়ে তাঁর বিশেষ কোনও পরিকল্পনা নেই বলে ইটিভি ভারতের প্রতিনিধিকে জানিয়েছেন অভিনেত্রী ৷