হায়দরাবাদ, 13 নভেম্বর: বয়স মাত্র 19 ৷ তারমধ্যেই রাজ্য তথা দেশকে গর্বিত করেছেন ওড়িশার ভুবনেশ্বরের মেয়ে তৃষ্ণা রায় ৷ আন্তর্জাতিক মঞ্চে তিনি জিতে নিয়েছেন মিস টিন ইউনিভার্স 2024-এর খেতাব ৷ সৌন্দর্য প্রতিযোগিতায় তাঁর সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক ৷
1 তারিখ থেকে 9 নভেম্বর দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পেরু, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, কেনিয়া, পর্তুগাল এবং নেদারল্যান্ডস-সহ দেশের দশজন ফাইনালিস্ট প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রতিযোগীদের এই বৈচিত্র্যময় গোষ্ঠীর মধ্যে, মিসেস রায়ের প্রতিভা তাঁকে মুকুট জিততে সাহায্য করেছিল ৷ পেরুর অ্যান থরসেন এবং নামিবিয়ার প্রিসিয়াস আন্দ্রে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানার আপ হিসাবে নির্বাচিত হন।
তৃষ্ণা কেআইআইটি (KIIT)-তে ফ্যাশন প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছেন ৷ তিনি কর্নেল দিলীপ কুমার রায় এবং রাজশ্রী রায়ের কন্যা। তাঁর এই সাফল্যের যাত্রা খুব একটা মসৃণ ছিল না ৷ এর আগে ভিসা জটিলতার কারণে কলম্বিয়া এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেননি ৷ তবে শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকায় তিনি তাঁর স্বপ্ন পূরণ করেছেন ৷ জয়ের মুকুট পড়েছেন মাথায় ৷
মিস টিন ইউনিভার্স বিজয়ী (PR Handout) বিশ্বজয়ের পর, কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর অচ্যুতা সামন্ত অভিনন্দন জানিয়েছেন তৃষ্ণাকে ৷ পাশাপাশি ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও সোশাল মিডিয়ায় কলেজ ছাত্রীকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "ওডিশার তৃষ্ণা রায়কে দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে মিস টিন ইউনিভার্স 2024-এর মুকুট জেতার জন্য অভিনন্দন জানাই ৷ আগামী দিনে কর্মজীবনে নতুন উচ্চতা অর্জন করুক ও রাজ্যকে গর্বিত করুক এই শুভ কামনা রইল ৷"
গত বছরের 13 এপ্রিল মিস টিন ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জেতার পর তৃষ্ণা স্পটলাইটে আসেন ৷ ইউনিভার্সিটির তরফেও তৃষ্ণাকে অভিনন্দন জানানো হয়েছে ওয়েবসাইট পেজে ৷