কলকাতা, 23 অক্টোবর:প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকার । শীঘ্রই আসছে তাঁদের নতুন বাংলা ছবি 'সে তো আজও বোঝে না'। এই ছবিতে সোহম-প্রিয়াঙ্কার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায় ও দেবাশিস মণ্ডলকে ৷
ছবিতে সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায় । প্রকাশ্যে এল চরিত্রগুলির লুক । একগুচ্ছ স্টার কাস্ট নিয়ে আসছে এই বাংলা ছবি 'সে তো আজও বোঝে না' ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক রণ রাজ । ইতিমধ্যেই ছবির বেশখানিকটা অংশের শ্যুটিং শেষ হয়েছে কলকাতা শহরে ।
অভিনেতা সোহম চক্রবর্তী (নিজস্ব ছবি) ছবির গল্প এগোবে মৈনাক, জাহির আর মেখলাকে কেন্দ্রে রেখে । কলকাতায় এসে মৈনাকের আবার দেখা হয় ছোটবেলার বন্ধু মেঘলার সঙ্গে । মেঘলা এখন গভর্নমেন্ট ক্লারিকাল পোস্টে চাকরি করেন । মেঘলা সব সময় চান যাতে তাঁর বন্ধুরা সরকারি চাকরি পেয়ে আত্মনির্ভরশীল হতে পারে । কিন্তু মৈনাক চাকরি করতে চান না । মেঘলা সবসময় হাতখরচার জন্যে মৈনাকের পকেটে জোর করে টাকা ঢুকিয়ে দেন । এরকম সম্পর্ক তাঁদের ।
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (নিজস্ব ছবি) এই বন্ধুত্ব কখন যে মৈনাকের প্রেমে পরিণত হয়, তিনি নিজেও বুঝতেই পারে না । কিন্তু মেঘলার বিয়ে হয়ে যায় তাঁর পছন্দের মানুষের সঙ্গে । বিয়ের দিনের পর থেকে মেঘলা আর খুঁজে পায় না মৈনাককে । অনেকদিন পর যখন আবার দু'জনের দেখা হয় তখন মেঘলার পরনে সাদা শাড়ি, সিঁদুরহীন সিঁথি । ওদিকে মৈনাক তখন প্রতিষ্ঠিত । কী হতে পারে এরপরে ?
অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় (নিজস্ব ছবি) বাংলা সিনেমার দর্শক দুইয়ে দুইয়ে চার করলেও শেষ অবধি কী হয় সেটা জানতে হলে দেখতে হবে ছবিটি । ছবিতে মৈনাকের চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তীকে, মেঘলার চরিত্রে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার । অন্যদিকে বৃষ্টির চরিত্রে অভিনয় করছেন বিবৃতি চট্টোপাধ্যায় ও জাহিরের চরিত্রে দেখা যাবে অভিনেতা দেবাশিস মণ্ডলকে ।
অভিনেতা দেবাশিস মণ্ডল (নিজস্ব ছবি) বহুদিন পর মিউজিক ডিরেক্টর জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে গান আসছে বাংলা ছবিতে । পুরোপুরি কমার্শিয়াল ভাবে দর্শকদের গান উপহার দেবেন তিনি । ছবিতে ক্রিয়েটিভ পরিচালক হিসেবে রয়েছেন পরিচালক অভিজিৎ গুহ । 'পান্ডে মোশন পিকচার্স'-এর ব্যানারে প্রযোজক মুকেশ পান্ডের প্রযোজনাতে মুক্তি পাবে এই ছবি ।