পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কৃতি-কাজলের 'খেলা হবে', ওটিটিতে আসছে 'দো পাত্তি' - Netflix to release Do Patti - NETFLIX TO RELEASE DO PATTI

Do Patti release on Netflix: পাহাড়ের বুকে একটা খুন ৷ রহস্য সমাধানে প্রথমবার পুলিশ অফিসারের ভূমিকায় কাজল ৷ টুইস্ট কৃতি স্যাননের চরিত্রে ৷ অক্টোবরেই ওটিটিতে আসছে 'দো পাত্তি' ৷

Do Patti release on Netflix
'দো পাত্তি'র দৃশ্য (সোশাল মিডিয়া)

By PTI

Published : Oct 1, 2024, 1:19 PM IST

নয়াদিল্লি, 1 অক্টোবর: 'দিলওয়ালে' ছবির পর ফের একবার জুটি বেঁধেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী কৃতি স্যানন ও কাজল ৷ শশাঙ্ক চতুর্বেদীর পরিচালনায় কৃতি ও কাজলকে অন্যভাবে আবিষ্কার করবেন দর্শক ৷ তবে এই ছবি মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে ৷ 25 অক্টোবর 'দো পাত্তি' স্ট্রিমিং হবে জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্মে ৷ সোমবার এমন খবরে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা ৷

কৃতি ও কাজলকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছে রোহিত শেট্টির রোমান্টিক-অ্যাকশন ছবি 'দিলওয়ালে'-তে ৷ সেখানে বিপরীতে ছিলেন শাহরুখ খান ও বরুণ ধাওয়ান ৷ 2015 সালের পর ফের একবার দুই অভিনেত্রীকে দেখা যাবে একসঙ্গে ৷
এদিন নেটফ্লিক্সের তরফে ইন্সটাগ্রাম পেজে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয় ৷ ক্যাপশনে লেখা হয়, "এবার হবে খেলা শুরু ৷ কিন্তু এই গল্পের আছে দু'টি দিক ৷ দো পাত্তি 25 অক্টোবর আসছে নেটফ্লিক্সে ৷"

এই ছবিতে প্রথমবার কাজলকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায় ৷ তবে ভিডিয়ো দেখে কৃতির চরিত্রের গ্রে শেডস আন্দাজ করা যায় ৷ ছবির চিত্রনাট্য লিখেছেন কণিকা ধিলন ৷ মজার বিষয় ছবিতে প্রথমবার জুড়ুয়া বোনের চরিত্রে অভিনয় করবেন কৃতি স্যানন ৷ অর্থাৎ পর্দায় প্রথবার দ্বৈত চরিত্রে দেখা যাবে কৃতিকে ৷ এক খুনকে কেন্দ্র করে ঘণীভূত হয়েছে রহস্য৷ যার কিনারা করতে আসরে নেমেছেন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় কাজল ৷ কে খুনী, সত্যটাই বা কী? সেই উত্তর খুঁজে বের করবেন কাজল ৷

ছবির টিমের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, "গল্পের বুনন তৈরি হয়েছে উত্তরাখণ্ডের কাল্পনিক শহর দেবীপুরকে ঘিরে ৷ রহস্যময় পাহাড়ী অঞ্চলের বাঁকে বাঁকে লুকিয়ে রয়েছে কিছু সত্যি, কিছু মিথ্যে ৷ যেখানে ভালোবাসা, প্ররোচণা, প্রতিহিংসা আপনাকে রহস্যের গভীরে নিয়ে যাবে ৷" এই ছবিতে প্রথমবার প্রযোজক হিসাবে সামনে এসেছেন কৃতি স্যানন ৷ তাঁর সঙ্গে রয়েছেন কণিকা ধিলনের ব্লু বাটারফ্লাই ফিল্মস ও কথা পিকচারস প্রযোজনা সংস্থা ৷

ABOUT THE AUTHOR

...view details