ETV Bharat / state

বদলে গেল নাম, ধর্মতলার প্রাণকেন্দ্র এবার অভয়া ক্রসিং ! - ABHAYA CROSSING

সরকারি খাতায় ডোরিনা ক্রসিংয়ের নাম 'অভয়া ক্রসিং' করার আবেদন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল ৷

Abhaya Crossing
ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে 'অভয়া ক্রসিং' করার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসকদের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 17 hours ago

কলকাতা, 27 ডিসেম্বর: আরজি করের ন্যায়বিচারের দাবিতে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গত 20 ডিসেম্বর থেকে আন্দোলন চালাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম ৷ সেই 'ডোরিনা ক্রসিং'য়ের নাম ইতিমধ্যে গুগল ম্যাপে বদলে 'অভয়া ক্রসিং' হয়ে গিয়েছে ৷ এবার সরকারি খাতায় সেই নাম বদলের দাবি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের ৷ এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ইমেল করেছে এই সংগঠন ৷

ধর্মতলার প্রাণকেন্দ্র ডোরিনা ক্রসিং ৷ আরজি কর-কাণ্ডের প্রতিবাদের মঞ্চ হয়ে উঠেছে এই ক্রসিং ৷ দুর্গাপুজোর আগে থেকে সেখানে জুনিয়র ডক্টর্স ফোরামের অবস্থান বিক্ষোভ হোক বা তাদের অনশন, সবকিছুর সাক্ষী থেকেছে ডোরিনা ক্রসিং ৷ গুগল ম্যাপে সেই ডোরিনা ক্রসিং সার্চ করলে আপনা থেকেই তা 'অভয়া ক্রসিং' দেখাচ্ছে ৷ অর্থাৎ, আরজি করের নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার প্রতীকী নামে নামাঙ্কিত হয়েছে ডোরিনা ক্রসিং ৷

Abhaya Crossing
গুগল ম্যাপে ধর্মতলার 'ডোরিনা ক্রসিং'য়ের নাম বদলে 'অভয়া ক্রসিং' ৷ (ছবি- গুগল ম্যাপ স্ক্রিনশট)

গুগল ম্যাপে স্বীকৃতি পেলেও, সরকারিভাবে এখনও তা ডোরিনা ক্রসিং ৷ তাই নামটি বদলে সরকারিভাবেও 'অভয়া ক্রসিং' করায় সিলমোহর দেওয়ার দাবি তুলল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম ৷ সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীকে এ নিয়ে ইমেল করা হয়েছে ৷ ইমেলটিতে মুখ্যসচিবকেও উল্লেখ করা হয়েছে ৷

Abhaya Crossing
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের চিঠি ৷ (ছবি- ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম)

সেখান বলা হয়েছে, "আমরা হৃদয়ের অন্তরস্থল থেকে একটি আবেদন নিয়ে এই চিঠি লিখছি ৷ আমাদের প্রস্তাব ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে 'অভয়া ক্রসিং' করা হোক ৷ অসময়ে মর্মান্তিক মৃত্যু হওয়া ওই পোস্ট গ্র্যাজুয়েট তরুণী চিকিৎসকের সম্মানে এটা করা হোক ৷ তাঁর এই মর্মান্তিক পরিণত গোটা শহর, রাজ্য, দেশ তথা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে ৷"

Abhaya Crossing
মেয়র ফিরহাদ হাকিমকে লেখা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের চিঠি ৷ (ছবি- ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম)

এ নিয়ে চিকিৎসক কৌশক চাকি বলেন, "ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের উদ্যোগে ডোরিনা ক্রসিংয়ের নাম 'অভয়া ক্রসিং' করার প্রস্তাব রাখার জন্য পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীকে আমরা একটি ইমেল করেছি ৷ একই ইমেল করা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যসচিব এবং কলকাতার মাননীয় মহানাগরিকের কাছেও ৷"

কলকাতা, 27 ডিসেম্বর: আরজি করের ন্যায়বিচারের দাবিতে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গত 20 ডিসেম্বর থেকে আন্দোলন চালাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম ৷ সেই 'ডোরিনা ক্রসিং'য়ের নাম ইতিমধ্যে গুগল ম্যাপে বদলে 'অভয়া ক্রসিং' হয়ে গিয়েছে ৷ এবার সরকারি খাতায় সেই নাম বদলের দাবি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের ৷ এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ইমেল করেছে এই সংগঠন ৷

ধর্মতলার প্রাণকেন্দ্র ডোরিনা ক্রসিং ৷ আরজি কর-কাণ্ডের প্রতিবাদের মঞ্চ হয়ে উঠেছে এই ক্রসিং ৷ দুর্গাপুজোর আগে থেকে সেখানে জুনিয়র ডক্টর্স ফোরামের অবস্থান বিক্ষোভ হোক বা তাদের অনশন, সবকিছুর সাক্ষী থেকেছে ডোরিনা ক্রসিং ৷ গুগল ম্যাপে সেই ডোরিনা ক্রসিং সার্চ করলে আপনা থেকেই তা 'অভয়া ক্রসিং' দেখাচ্ছে ৷ অর্থাৎ, আরজি করের নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার প্রতীকী নামে নামাঙ্কিত হয়েছে ডোরিনা ক্রসিং ৷

Abhaya Crossing
গুগল ম্যাপে ধর্মতলার 'ডোরিনা ক্রসিং'য়ের নাম বদলে 'অভয়া ক্রসিং' ৷ (ছবি- গুগল ম্যাপ স্ক্রিনশট)

গুগল ম্যাপে স্বীকৃতি পেলেও, সরকারিভাবে এখনও তা ডোরিনা ক্রসিং ৷ তাই নামটি বদলে সরকারিভাবেও 'অভয়া ক্রসিং' করায় সিলমোহর দেওয়ার দাবি তুলল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম ৷ সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীকে এ নিয়ে ইমেল করা হয়েছে ৷ ইমেলটিতে মুখ্যসচিবকেও উল্লেখ করা হয়েছে ৷

Abhaya Crossing
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের চিঠি ৷ (ছবি- ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম)

সেখান বলা হয়েছে, "আমরা হৃদয়ের অন্তরস্থল থেকে একটি আবেদন নিয়ে এই চিঠি লিখছি ৷ আমাদের প্রস্তাব ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে 'অভয়া ক্রসিং' করা হোক ৷ অসময়ে মর্মান্তিক মৃত্যু হওয়া ওই পোস্ট গ্র্যাজুয়েট তরুণী চিকিৎসকের সম্মানে এটা করা হোক ৷ তাঁর এই মর্মান্তিক পরিণত গোটা শহর, রাজ্য, দেশ তথা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে ৷"

Abhaya Crossing
মেয়র ফিরহাদ হাকিমকে লেখা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের চিঠি ৷ (ছবি- ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম)

এ নিয়ে চিকিৎসক কৌশক চাকি বলেন, "ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের উদ্যোগে ডোরিনা ক্রসিংয়ের নাম 'অভয়া ক্রসিং' করার প্রস্তাব রাখার জন্য পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীকে আমরা একটি ইমেল করেছি ৷ একই ইমেল করা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যসচিব এবং কলকাতার মাননীয় মহানাগরিকের কাছেও ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.