পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সন্ধে নয় দুপুর জমবে 'অমর সঙ্গী'র সঙ্গে, প্রযোজনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় - Amor Songi Bengali Serial - AMOR SONGI BENGALI SERIAL

Amor Songi Serial: আসছে নতুন ধারাবাহিক 'অমর সঙ্গী' ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত এই ধারাবাহিকে জুটি হিসাবে দেখা যাবে নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলিকে ৷ কবে থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক?

Amor Songi Serial
আসছে নতুন ধারাবাহিক 'অমর সঙ্গী' (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 8, 2024, 11:13 AM IST

কলকাতা, 8 অগস্ট: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিজয়েতা পণ্ডিত জুটির 'অমর সঙ্গী' দর্শক হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে। সহজ ভাষায় 'অমর সঙ্গী' একটা কাল্ট সিনেমা। এই নামকে সঙ্গী করেই আসছে নতুন ধারাবাহিক ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনাতে আসছে নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলি অভিনীত ধারাবাহিক 'অমর সঙ্গী'। আদ্যোপান্ত প্রেমের গল্পই নাকি বলতে আসছে নতুন ধারাবাহিক। নীল এবং শ্যামৌপ্তি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্বাগতা মুখোপাধ্যায়-সহ আরও অনেককে ।

ইটিভি ভারতকে নীল ভট্টাচার্য বলেন, "অমর সঙ্গী সিনেমাটা একটা কাল্ট সিনেমা। তবে নামের মিল ছাড়া সিনেমাটার সঙ্গে সিরিয়ালের কোনও মিল নেই। তবে, ওটাও প্রেমের ছিল। এটাও প্রেমের। একই নামের সিনেমা আর সিরিয়াল। আর সেটার প্রযোজনায় স্বয়ং বুম্বাদা, তাই খুব এক্সাইটেড। একইসঙ্গে সেরাটা দেওয়ার তাগিদ অনুভব করছি। বুম্বাদা শুভেচ্ছা জানিয়েছেন।"

গল্পের দিকে তাকালে দেখা যায়, ধারাবাহিকের নায়ক রাজ (নীল) ছল-চাতুরির মধ্য দিয়ে প্রেম শুরু করেন। ভাড়া করা গাড়ি, ভাড়া করা জামা পরে তিনি পছন্দের নারীর মন জয় করেন। অন্যদিকে শ্রী (শ্যামৌপ্তি) এই সব কথা জেনে যান রাজ বলার আগেই। তারপর কী হয় সেটাই দেখার এই ধারাবাহিকে। আগামী 12 অগস্ট থেকে শুরু হতে চলেছে 'অমর সঙ্গী'। অবাক করার বিষয় এই যে, প্রসেনজিৎ প্রযোজিত এই ধারাবাহিক পায়নি সন্ধের কোনও প্রাইম টাইম স্লট। বরং প্রথম কোনও নতুন মেগা সিরিয়ালকে দেওয়া হয়েছে দুপুরের স্লট। প্রতি সোমবার থেকে শনিবার 'অমর সঙ্গী' দুপুর আড়াইটে থেকে সম্প্রচারিত হবে।

প্রসঙ্গত, নীল ভট্টাচার্যকে শেষবার দেখা যায় 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে। আর সংশ্লিষ্ট চ্যানেলে 'কৃষ্ণকলি' ধারাবাহিকে। ওদিকে শ্যামৌপ্তিকে শেষ দেখা যায় 'গুড্ডি' ধারাবাহিকে। নীল এবং শ্যামৌপ্তির জুটি ছোট পর্দায় কতটা জনপ্রিয় হয়ে ওঠে সেটাই দেখার।

ABOUT THE AUTHOR

...view details