পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

শুরু হচ্ছে জাতীয় নাট্য উৎসব, কবে-কোথায় দেখবেন প্রিয় নাটক? - NANDIKAR

থিয়েটার প্রেমীদের জন্য সুখবর ৷ শুরু হচ্ছে নান্দীকারের 41তম জাতীয় নাট্য উৎসব ৷ কবে-কোথায় কোন নাটক মঞ্চস্থ হবে, রইল বিস্তারিত তালিকা ৷

Etv Bharat
নান্দীকারের 41তম জাতীয় নাট্য উৎসব (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 18, 2024, 12:14 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর: নাট্যমঞ্চে হবে নব চেতনার উন্মেষ। নাটকের প্রতি ভালোবাসার আকর্ষণ হবে আরও গভীর। নান্দীকারের 41তম জাতীয় নাট্য উৎসবের মূল লক্ষ্য এটাই। জাতীয় নাট্য উৎসব চলবে 20-25 ডিসেম্বর, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ। 6 দিনে 13টি নাটক দেখানোর প্রতিশ্রুতি দিয়েছে 'নান্দীকার'।

নাটকের তালিকায় এবার থাকছে 'নবান্ন', 'পাঞ্চজন্য', 'রানী কাদম্বিনী', 'মাধবী'-সহ আরও কয়েকটি জনপ্রিয় নাটক। 'মাধবী'তে অভিনয় করবেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত স্বয়ং। 'রেপার্টারি ফর্ম অফ থিয়েটার'-কে এই বছর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নান্দীকারের অন্যতম সদস্য তথা নির্দেশক, অভিনেতা সপ্তর্ষি মৌলিক।

নাট্য উৎসবের পোস্টার (ইটিভি ভারত)

ছয় দিনে তেরোটি নাটকের তালিকায় আছে 20 ডিসেম্বর সন্ধে 6টায় 'আরও একটা লিয়ার'। নির্দেশনা এবং প্রযোজনায় অঞ্জন দত্ত। উইলিয়াম শেক্সপিয়ারের 'কিং লিয়ার'-এর দ্বারা অনুপ্রাণিত হয়েই এই নাটক নিজের মতো করে বাংলা ভাষায় মঞ্চস্থ করবেন অঞ্জন দত্ত।

অঞ্জন দত্তর কথায়, "নান্দীকার বিশ্বের নাটক বাংলায় অনুবাদ করে এবং মঞ্চস্থ করে বাংলার মানুষকে দেখাতে চেয়েছিল। এই কাজে তারা সফল। তাদের উদ্যোগেই আমার নাটক 'আরও একটা লিয়ার' মঞ্চস্থ হবে নান্দীকারের 41তম জাতীয় নাট্য উৎসবে। হয়ত আমার নাট্যজীবনের এটাই শেষ প্রযোজনা।"

21 ডিসেম্বর দুপুরে 2:30 মিনিটে 'মানুষ'। নির্দেশনায় সোহিনী সেনগুপ্ত। প্রযোজনায় নান্দীকার। এদিনই সন্ধে সাড়ে 6টায় মঞ্চস্থ হবে 'মাধবী'। নির্দেশনায় ছিলেন প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত। এই নাটকে অভিনয় করবেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। প্রযোজনায় নান্দীকার।

22 ডিসেম্বর দুপুর 3টেয়, 'এক থেকে বারো'। নির্দেশনায় সপ্তর্ষি মৌলিক। প্রযোজনায় নান্দীকার। এদিনই সন্ধে সাড়ে 6টায় মঞ্চস্থ হবে 'পাঞ্চজন্য'। নির্দেশনায় সোহিনী সেনগুপ্ত। প্রযোজনায় নান্দীকার।

23 ডিসেম্বর সন্ধে সাড়ে 6টায় ইংরেজি নাটক 'Unsewn'। নির্দেশনায় বরখা ফেডেরিকা। শিগাল, আসাম। এটি ছাড়াও রয়েছে 'যত্নে রেখো'। নির্দেশনায় অর্ঘ্য দে সরকার। প্রযোজনায় নান্দীকার।

24 ডিসেম্বর সন্ধে সাড়ে 6টায় 'রানী কাদম্বিনী'। নির্দেশক সোহিনী সেনগুপ্ত। প্রযোজনায় নান্দীকার।

25 ডিসেম্বর সকাল 10টায় 'পাখি'। নির্দেশনায় দেবব্রত মাইতি। প্রযোজনায় নান্দীকার চিল্ড্রেন্স এন্সেম্বল। এছাড়াও নান্দীকার চিল্ড্রেন্স এন্সেম্বল-এরই প্রযোজনায় রয়েছে 'লুল্লু'। নির্দেশনায় রাকেশ দাস। রয়েছে 'পারফেক্ট পারফেক্ট'। নির্দেশনায় অনিন্দিতা চক্রবর্তী।

এদিনই দুপুর 2:30 মিনিটে মঞ্চস্থ হবে 'নবান্ন'। নির্দেশনায় সোহিনী সেনগুপ্ত এবং অর্ঘ্য দে সরকার। সন্ধে সাড়ে 6টায় আরও একবার মঞ্চস্থ হবে 'পাঞ্চজন্য'। টিকিট পাওয়া যাচ্ছে বুক মাই শো-তে।

ABOUT THE AUTHOR

...view details