হায়দরাবাদ, 8 অগস্ট: বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য ৷ সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা ৷ পাত্রী 'মেড ইন হেভেন' অভিনেত্রী শোভিতা ৷ বৃহস্পতিবারই নাগা-শোভিতার এনগেজমেন্ট হয়ে গিয়েছে ৷ এক্স হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন বাবা নাগার্জুন ৷ পরিবারের কাছের মানুষদের সঙ্গে নিয়ে নতুন পথ চালা শুরু করলেন নাগা-শোভিতা ৷ খুব শীঘ্রই বিয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে ৷
এদিন নাগার্জুন দুটি ছবি শেয়ার করেন ছেলে ও হবু পুত্রবধূর ৷ ক্যাপশনে লেখেন, "আমার ছেলে নাগা চৈতন্যর সঙ্গে শোভিতার এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে সাকল 9.42 মিনিটে ৷ আমরা শোভিতাকে আমাদের পরিবারে স্বাগত জানাই ৷ অভিনন্দন দুজনকে ৷ 8.8.8 ভালোবাসার নতুন যাত্রাপথ শুরু ৷"
এই খবর সামনে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ সকলেই হবু বর-কনেকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন ৷ চলতি বছরের শুরুর দিকেই শোভিতা-নাগার ভ্যাকেশন মুডের ছবি লিক হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷ তার পরেই সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যম বা সোশাল মিডিয়ায় মুখ খোলেননি কেউই ৷ কাছের সূত্র মারফত জানা গিয়েছে, নাগা-শোভিতা একে অপরকে বুঝতে কোয়ালাটি সময় কাটাচ্ছেন ৷ তাঁরা একে অপরের সঙ্গে খুশিতে রয়েছেন ৷ একাধিক বার তাঁরা একসঙ্গে নানা জায়গায় বেড়াতেও গিয়েছেন ৷ তবে তাঁরা ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলা পছন্দ করেননি ৷
এর আগে চৈতন্য বিয়ে করেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ৷ তাঁদের প্রথম সাক্ষাৎ হয় 2009 সালে মুক্তি পাওয়া 'ইয়ে মায়া চেসাভে' ছবির সেটে ৷ কিছুদিন পরেই একে অপরকে মন দিয়ে ফেলন তাঁরা ৷ শুরু করেন ডেটিং ৷ এরপর 2017 সালে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ কিন্তু সেই সম্পর্ক টেকেনি বেশিদিন ৷ 2021 সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ৷ কিন্তু বিচ্ছেদের কারণ কী, তা জানাননি কেউই ৷
এদিকে, 2013 সালে ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জেতা শোভিতা ফিল্ম ইন্ডাষ্ট্রিতে আসেন 2016 সালে ৷ তাঁকে একাধিক সিনেমা ও সিরিজে দেখা গিয়েছে ৷ মাঙ্কি ম্যান, মেড ইন হেভেন, দ্য নাইট ম্যানেজার-এর মতো সিরিজে নজর কাড়েন তিনি ৷ নাগা ব্যস্ত তাঁর আপকামিং ছবি 'থান্ডেল' নিয়ে ৷ পরিচালক চান্দু মন্দেতি ৷ সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবির চিত্রনাট্য ৷