পশ্চিমবঙ্গ

west bengal

'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকের মেক-আপ রুম আড্ডায় গৌরব-দীপান্বিতা - Mangalmayee Maa Sitala

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 10:34 PM IST

Mangalmayee Maa Sitala Serial: অন্ধ বিশ্বাস আর বিজ্ঞান, একেঅপরের পরিপন্থী ৷ তবে কথাতে আছে, 'বিশ্বাসে মিলায়ে বস্তু...' ভক্তি আর ভালোবাসার লড়াইয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে 'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিক ৷ কেমন চলছে শুটিং পর্ব, ঢুঁ মারল ইটিভি ভারত ৷

Mangalmayee Maa Sitala Serial
আড্ডায় গৌরব মণ্ডল-দীপান্বিতা রক্ষিত (ইটিভি ভারত)

কলকাতার, 14 জুলাই: 'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকের দৌলতে ফের জুটি বেঁধেছেন গৌরব মণ্ডল এবং দীপান্বিতা রক্ষিত। এর আগে 'তুঁতে' ধারাবাহিকে তাঁদের জুটি জমতে জমতেও জমেনি। আইপিএস সিদ্ধার্থ গল্পে এন্ট্রি নিয়ে তুঁতের প্রেমে পড়লেও তুঁতে স্বামী রঙ্গণ বাবুকেই ভালোবেসেছে চিরকাল। ফলত সেই ভালোবাসা ছিল একতরফা। এক সংখ্যক দর্শকের মন ভেঙেছিল তাতে, তার প্রমাণ সামাজিক মাধ্যম। তবে, এবার সেই অপূর্ণতা পূর্ণ হতে হতে চলেছে।

গৌরব দীপান্বিতার সঙ্গে আড্ডা (ইটিভি ভারত)

গৌরবকে এর আগে একাধিক মাইথোলজিক্যাল চরিত্র এবং পিরিয়ড ড্রামাতে অভিনয় করতে দেখা গিয়েছে ৷ আর দীপান্বিতার মাইথোলজিক্যাল চরিত্রে মন নেই ৷ কারণ সেখানে থাকে ভারী সাজগোজ ৷ দুজনেই ইটিভি ভারতকে একে অপরের কাজের প্রতি ভালো লাগার কথা জানান। গৌরব বলেন, "দিনের শেষে প্রতিদিনই মনে হয় কিছুই শেখা হয়নি। আরও বাকি আছে শেখার।" দীপান্বিতা বলেন, "গৌরব দা'র মতো এত গুছিয়ে বাংলা আমি বলতে পারি না। ওর কাছ থেকে অনেককিছু শেখার আছে। এই ধারাবাহিকে অনেক চমক আছে।"

তাঁদের দুজনের অফস্ক্রিন বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুললে দীপান্বিতা হেসেই লুটোপুটি। বললেন, "আমাদের অনস্ক্রিন বন্ডিং মানুষ এত ভালোবেসেছেন অফস্ক্রিন জুটি হলে কী হত? সময় হয় না সেভাবে আড্ডা বা গল্প করার। তবে, এবার এটা নিয়ে ভাবব।"

'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে কাছাকাছি দু'জনে। রঙ্গণ বাবুর মতো তাঁদের মাঝে কেউ না-থাকলেও আছে রুদ্রর বাবা ঠাকুর। তিনি মঙ্গলা অর্থাৎ দীপান্বিতার ক্ষতি করতে চান। কিন্তু কোনও এক অলৌকিক শক্তি মঙ্গলাকে বাঁচিয়ে দেয়। মঙ্গলাও কম যান না। তিনি বাবা ঠাকুরের সঙ্গে টক্করে টক্করে লড়েন। রুদ্র বাবার কথায় ওঠে বসেন। ওদিকে মঙ্গলাকেও সে ভালোবাসে। কী করবেন এবার সে? জানতে হলে দেখতে হবে 'মঙ্গলময়ী মা শীতলা'।

ABOUT THE AUTHOR

...view details