ETV Bharat / entertainment

মালাইকার বাবার চরম পদক্ষেপ, দুঃসময়ে পাশে অর্জুন কাপুর - Malaika Arora father diesby suicide - MALAIKA ARORA FATHER DIESBY SUICIDE

Malaika Arora's Father Passes Away: আত্মহত্যা করেছেন মালাইকা অরোরার বাবা অনিল অরোরা ৷ খবর শোনামাত্রই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন চর্চিত বয়ফ্রেন্ড অর্জুন কাপুর ৷ এদিন সকালেই মালাইকা অরোরার বাড়িতে দেখা যায় অর্জুনকে ৷

Malaika Arora's Father Passes Away
মালাইকার পাশে অর্জুন কাপুর (আইএনএস/এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 11, 2024, 2:40 PM IST

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে কি নেই তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই চর্চায় নেটপাড়া ৷ কিন্তু প্রিয় মানুষ তথা কাছের বান্ধবীর বিপদে পাশে থাকবেন না তা কী করে হয় ৷ বুধবার সকালে প্রয়াত হয়েছেন মালাইকা অরোরার বাবা অনিল অরোরার ৷ খবর, তিনি আত্মহত্যা করেছেন ৷ খবর শোনা মাত্রই মুম্বইয়ে মালাইকার বাবা-মায়ের বাড়িতে পৌঁছে যান অর্জুন কাপুর ৷

মালাইকা অরোরার দুঃসময়ে পাশে অর্জুন কাপুর (ইটিভি ভারত)

এই চরম বিপদের দিনে মালাইকা ও বোন অমৃতার পাশে দাঁড়াতে পৌঁছন অভিনেতা অর্জুন কাপুর ৷ এদিন সকালে আচমকাই খবর আসে আত্মহত্যা করেছেন অনিল অরোরা ৷ এরপর মুম্বইয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখান থেকে দেহ ময়নাতদন্তের জন্য বাবা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ কী কারণে আত্মহত্যা তার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি ৷

ঘটনাস্থলে পৌঁছেছেন মালাইকার প্রাক্তন ননদ তথা বন্ধু অলভিরা অগ্নিহোত্রী ৷ অন্যদিকে, মালাইকা বিশেষ কাজের জন্য ছিলেন পুণেতে ৷ এই খবর শোনামাত্রই তিনিও তড়িঘড়ি বাড়িতে ফেরেন ৷ মালাইকা মহারাষ্ট্রের থানেতে জন্মগ্রহণ করেন ৷ বাবা-মায়ের বিচ্ছেদের পর মাত্র 11 বছর বয়সে তিনি মা ও বোন অমৃতার সঙ্গে চেম্বুর চলে যান ৷ তাঁর মা জয়েস পলিকার্প একজন মালায়আলি খৃষ্টান ৷ বাবা ছিলেন পাঞ্জাবি ৷ তিনি ইন্ডিয়ান মার্চেন্ট নেভিতে কাজ করতেন ৷

বিগত কয়েকদিন ধরেই অর্জুন কাপুর ও মালাইকা অরোরার সম্পর্ক নিয়ে নানা কাটাছেঁড়া হয়েছে ৷ একসময়ের চর্চিত বলিউডের এই লাভবার্ডের প্রেমকাহিনী ছিল খবরের শিরোনামে ৷ সোশাল মিডিয়ায় একে অপরের প্রতি প্রেম-ভালোবাসা-যত্ন শেয়ার করতেন তাঁরা ৷ এমনকী, বহুবার একসঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতেও গিয়েছেন অর্জুন-মালাইকা ৷ তারপরেই ধীরে ধীরে আসতে থাকে বিচ্ছেদের গুঞ্জন ৷ মালাইকার একাধিক ক্রিপ্টিক পোস্ট ঘিরে অনুরাগীদের মনে সন্দেহ হয়, দীর্ঘ সময়ের প্রেম সম্পর্ক আর টেকেনি ৷ তবে সত্যিটা কী, তা নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি অর্জুন কাপুর-মালাইকা অরোরা ৷

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে কি নেই তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই চর্চায় নেটপাড়া ৷ কিন্তু প্রিয় মানুষ তথা কাছের বান্ধবীর বিপদে পাশে থাকবেন না তা কী করে হয় ৷ বুধবার সকালে প্রয়াত হয়েছেন মালাইকা অরোরার বাবা অনিল অরোরার ৷ খবর, তিনি আত্মহত্যা করেছেন ৷ খবর শোনা মাত্রই মুম্বইয়ে মালাইকার বাবা-মায়ের বাড়িতে পৌঁছে যান অর্জুন কাপুর ৷

মালাইকা অরোরার দুঃসময়ে পাশে অর্জুন কাপুর (ইটিভি ভারত)

এই চরম বিপদের দিনে মালাইকা ও বোন অমৃতার পাশে দাঁড়াতে পৌঁছন অভিনেতা অর্জুন কাপুর ৷ এদিন সকালে আচমকাই খবর আসে আত্মহত্যা করেছেন অনিল অরোরা ৷ এরপর মুম্বইয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখান থেকে দেহ ময়নাতদন্তের জন্য বাবা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ কী কারণে আত্মহত্যা তার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি ৷

ঘটনাস্থলে পৌঁছেছেন মালাইকার প্রাক্তন ননদ তথা বন্ধু অলভিরা অগ্নিহোত্রী ৷ অন্যদিকে, মালাইকা বিশেষ কাজের জন্য ছিলেন পুণেতে ৷ এই খবর শোনামাত্রই তিনিও তড়িঘড়ি বাড়িতে ফেরেন ৷ মালাইকা মহারাষ্ট্রের থানেতে জন্মগ্রহণ করেন ৷ বাবা-মায়ের বিচ্ছেদের পর মাত্র 11 বছর বয়সে তিনি মা ও বোন অমৃতার সঙ্গে চেম্বুর চলে যান ৷ তাঁর মা জয়েস পলিকার্প একজন মালায়আলি খৃষ্টান ৷ বাবা ছিলেন পাঞ্জাবি ৷ তিনি ইন্ডিয়ান মার্চেন্ট নেভিতে কাজ করতেন ৷

বিগত কয়েকদিন ধরেই অর্জুন কাপুর ও মালাইকা অরোরার সম্পর্ক নিয়ে নানা কাটাছেঁড়া হয়েছে ৷ একসময়ের চর্চিত বলিউডের এই লাভবার্ডের প্রেমকাহিনী ছিল খবরের শিরোনামে ৷ সোশাল মিডিয়ায় একে অপরের প্রতি প্রেম-ভালোবাসা-যত্ন শেয়ার করতেন তাঁরা ৷ এমনকী, বহুবার একসঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতেও গিয়েছেন অর্জুন-মালাইকা ৷ তারপরেই ধীরে ধীরে আসতে থাকে বিচ্ছেদের গুঞ্জন ৷ মালাইকার একাধিক ক্রিপ্টিক পোস্ট ঘিরে অনুরাগীদের মনে সন্দেহ হয়, দীর্ঘ সময়ের প্রেম সম্পর্ক আর টেকেনি ৷ তবে সত্যিটা কী, তা নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি অর্জুন কাপুর-মালাইকা অরোরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.